West Bengal News Live : বাংলার কৃতিত্বকে কেউ খাটো করার চেষ্টা করলে বরদাস্ত নয়, লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট মুখ্যমন্ত্রীর

West Bengal Breaking News : ২০৬০-র মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ভারতবর্ষ? প্রশ্নের মুখে আপত্তি, মমতার বিদেশযাত্রা বন্ধের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর।

ABP Ananda Last Updated: 29 Mar 2025 02:14 PM

প্রেক্ষাপট

একই দিনে অর্জুন সিংকে পাঁচটি নোটিস পাঠাল জগদ্দল থানার পুলিশ। বৃহস্পতিবার সকালের পর দুপুর, এরপর রাত মিলিয়ে মোট ৫ টি নোটিস পাঠানো হয় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে। এরই মাঝে, বৃহস্পতিবার...More

Moathabari News : মোথাবাড়িকাণ্ডে বিজেপির সমর্থককে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে, দাবি দিলীপের

মোথাবাড়িকাণ্ডে বিজেপির সমর্থককে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে। আর, যারা ওখানেই উস্কানিমুলক মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, মন্তব্য দিলীপ ঘোষের।