West Bengal News Live : বাংলার কৃতিত্বকে কেউ খাটো করার চেষ্টা করলে বরদাস্ত নয়, লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট মুখ্যমন্ত্রীর
West Bengal Breaking News : ২০৬০-র মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ভারতবর্ষ? প্রশ্নের মুখে আপত্তি, মমতার বিদেশযাত্রা বন্ধের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর।
ABP Ananda Last Updated: 29 Mar 2025 02:14 PM
প্রেক্ষাপট
একই দিনে অর্জুন সিংকে পাঁচটি নোটিস পাঠাল জগদ্দল থানার পুলিশ। বৃহস্পতিবার সকালের পর দুপুর, এরপর রাত মিলিয়ে মোট ৫ টি নোটিস পাঠানো হয় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে। এরই মাঝে, বৃহস্পতিবার...More
একই দিনে অর্জুন সিংকে পাঁচটি নোটিস পাঠাল জগদ্দল থানার পুলিশ। বৃহস্পতিবার সকালের পর দুপুর, এরপর রাত মিলিয়ে মোট ৫ টি নোটিস পাঠানো হয় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে। এরই মাঝে, বৃহস্পতিবার বাড়িতে গিয়েও অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করে আসে পুলিশ। যদিও মজদুর ভবনে নেই বলে নিজেই জানিয়েছেন বিজেপি নেতা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এখন প্রশ্ন জগদ্দলে গুলি চালাল কে? বারবার ঘুরেফিরে আসছে অর্জুন সিংয়ের নাম। একদিকে যখন অর্জুন সিংয়ের রাজনৈতিক প্রতিপক্ষ সোমনাথ শ্যাম তাঁর দিকে আঙুল তুলছেন, তেমনি তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ আহত যুবকও নাম বলছেন অর্জুন সিংয়েরই। বের করে দেখাক অর্জুন গুলি চালিয়েছে, পুলিশ প্রশাসনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্জুন সিং। মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গন্ডগোলের ঘটনার জল গড়িয়েছে হাইকোর্টে। এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? জেলাশাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের দুই প্রান্তে প্রতিবাদ আন্দোলনে নামল DYFI। সব হাতে কাজের দাবি-সহ ৬ দফা ইস্যুতে উত্তরকন্যা অভিযান ঘিরে শিলিগুড়িতে বাধল ধুনধুমারকাণ্ড। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভকারীদের রুখতে ব্যবহার করা হল জলকামান থেকে কাঁদানে গ্যাস। এমনকী লাঠিচার্জ-ও করতে দেখা গেল পুলিশকে। পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধে উঠল পাথর ছোড়ার অভিযোগ। অন্যদিকে, আর জি কর-কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বারাসাতে পথে নামল সিপিএমের যুব সংগঠন।প্রায় একযুগ ধরে হাওড়া পুরসভায় কেন হচ্ছে না ভোট? প্রশ্ন তুলে পথে নামল সিপিএম। পুরসভার গেটের সামনে চলল বিক্ষোভ-স্লোগান। পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তৈরি হল তুলকালাম পরিস্থিতি। পাল্টা রাজ্যের ভোটবাক্সে সিপিএমের শূন্য পারফরমেন্সকে হাতিয়ার করে বিঁধেছে তৃণমূল কংগ্রেস।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Moathabari News : মোথাবাড়িকাণ্ডে বিজেপির সমর্থককে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে, দাবি দিলীপের
মোথাবাড়িকাণ্ডে বিজেপির সমর্থককে বাড়ি থেকে তুলে আনা হচ্ছে। আর, যারা ওখানেই উস্কানিমুলক মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, মন্তব্য দিলীপ ঘোষের।