West Bengal News Live : হাসপাতালে ইঁদুর ঘুরে বেড়াত, এখন হয়তো ঘোরে, কিন্তু অনেক কম, বললেন মুখ্যমন্ত্রী

মিছিলের অনুমতি না পেয়ে ফের আদালতে বিজেপি।তমলুকের মামলায় আজ কী নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের?

ABP Ananda Last Updated: 19 Mar 2025 03:21 PM

প্রেক্ষাপট

আজ যে যে খবরে নজর অবশেষে স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই পদে নিয়োগ করা হল প্রবীরকুমার ঘোষকে। তিনি ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআরের প্রাক্তন ডিরেক্টর এবং...More

WB News Live : জেল থেকে শেখ শাহজানের হুমকি রবীন মন্ডলকে

দমদম সেন্ট্রাল জেল থেকে শেখ শাহজানের হুমকি রবীন মন্ডলকে। অভিযোগ দায়ের নেজাট থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। রবিন মন্ডল সরবেরিয়ার বাসিন্দা।