West Bengal NEWS Live : মুর্শিদাবাদের লালগোলায় সীমান্ত এলাকা পরিদর্শন রাজ্যপালের
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
ABP Ananda Last Updated: 25 Nov 2025 11:15 PM
প্রেক্ষাপট
বিএলও মৃত্যু নিয়ে ফের বিজেপি ও কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। 'আমার মৃত্যুর জন্য কমিশন দায়ী, সুইসাইড নোটে লিখে গেছে রিঙ্কু। ভোট আসছে বলে ২ মাসের মধ্যে গায়ের জোরে SIR করছেন? ৩...More
বিএলও মৃত্যু নিয়ে ফের বিজেপি ও কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। 'আমার মৃত্যুর জন্য কমিশন দায়ী, সুইসাইড নোটে লিখে গেছে রিঙ্কু। ভোট আসছে বলে ২ মাসের মধ্যে গায়ের জোরে SIR করছেন? ৩ বছরে এসআইআর করুন, ঘটি বাটি বিক্রি করে পাশে থাকব। খসড়া তালিকা বেরোলে দেখবেন, কি ভয়ঙ্কর অবস্থা...', আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।মালদায় ফের তৃণমূলকর্মীর রহস্য, আমবাগানে রক্তাক্ত দেহ। কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লা খানকে গুলি করে খুনের অভিযোগ। গতকাল থেকে নিখোঁজ, আজ সকালে 'গুলিবিদ্ধ' দেহ উদ্ধার। ইংরেজবাজারের কাটাগরের আমবাগান থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। গুলি করে তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ পরিবারের। কিন্তু কেন কয়লা ব্যবসায়ী-তৃণমূলকর্মীকে 'খুন'? এখনও রহস্য।'বাংলাকে আঘাত করলে, প্রত্যাঘাত পাবে, জিরোতে নামিয়ে আনব। এরা বাংলাকে ঘৃণা করে। সারা দেশকেই দখল করে বাংলাকেও দখল করতে চাও? যতই চেষ্টা করুক, তোমাদের ভোটাররাই আমাদের জেতাবে। বিজেপিকে সাবধান করছি, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। SIR-র নামে NRC-র চক্রান্ত, বৈধ ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলব না। আমরা থাকতে কারও কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন', বনগাঁর সভা থেকে মতুয়াদের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।অসমে বিজেপি সরকার, তাই SIR হবে না। ব্রিটিশরাও বাংলাকে জব্দ করতে পারেনি বলে কলকাতা থেকে রাজধানী সরাতে হয়েছিল। দিল্লির লাড্ডু খেয়েও আশা পূরণ হয়নি, ভাবছেন বাংলা দখল করবেন। কেউ ভুল বোঝালে বুঝবেন না, সূর্য একটাই হয়। আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই। খসড়া লিস্ট বেরোক, আমরা দেখে নেব, তারপরে পাড়ায় পাড়ায় সাহায্য। যা দরকার, আমাদের পাড়া আমাদের সমাধানের মতোই পাশে দাঁড়াব: মমতা বন্দ্যোপাধ্যায়।সীমান্ত সামলায় কে? সীমান্ত সামলায় কেন্দ্র, বিমানবন্দর দেখে CISF, ট্রেন দেখে রেল, পাসপোর্ট কেন্দ্র। শুল্ক দফতরও দেখে কেন্দ্রীয় সরকার, নেপালের বর্ডার দেখে কে? তাহলে আমরা কী করে এই কাজটা করলাম? বাংলাকে জব্দ করতে হবে, গুজরাতে ফেলে দিতে হবে, এটাই চান। বাংলা দখল করতে গিয়ে আগামী ভোটে গুজরাতেও বিজেপি হারবে। তৃণমূলের কেউ কিছু না করলেও জেলে, আর বিজেপি করলে...যতই বাঁচানোর চেষ্টা করুন, আমাদের কাছেও কিন্তু রেকর্ড আছে। ভোট এলেই তৃণমূলকে ৪০০ আয়কর নোটিস, আর আপনারা? ভোট এলেই গ্যাসের দাম কমে, তারপরে আবার বেড়ে যায়। ২০২৯ বড় ভয়ঙ্কর, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? আমাকে আঘাত করলে, আমি সারা ভারতবর্ষ নাড়িয়ে দেব। কৃষকরা ফসল তুলবে, না তোমাদের কাছে হাজিরা দেবে: মমতা বন্দ্যোপাধ্যায়।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: মুর্শিদাবাদের লালগোলায় সীমান্ত এলাকা পরিদর্শন রাজ্যপালের
সোমবার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট ঘুরে দেখার পরে মঙ্গলবার মুর্শিদাবাদের লালগোলায় সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিএসএফ জওয়ানদের সঙ্গে বৈঠকের পাশপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি।