West Bengal News Live : দক্ষিণেশ্বরে বাড়ি থেকে ফল ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার

West Bengal News Update : ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধার। লোকসভায় বাংলায় ভরাডুবি, নেতৃত্ব নিয়ে অভিমানী শুভেন্দু? ভোটে হার, কারচুপির আশঙ্কা নিশীথের

ABP Ananda Last Updated: 13 Jun 2024 11:31 PM
WB News Live Updates: জামাই ষষ্ঠীতে গিয়ে 'খুন'! হুগলির বৈদ্যবাটিতে চাঞ্চল্য

জামাই ষষ্ঠীতে গিয়ে 'খুন'! হুগলির বৈদ্যবাটিতে চাঞ্চল্য। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ধরে ফেলায় খুন, দাবি মৃতের বোনের। প্রেমিককে নিয়ে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী । পলাতক অভিযুক্ত প্রেমিক, পুলিশের তল্লাশি।

West Bengal News Live Updates: দক্ষিণেশ্বরে বাড়ি থেকে ফল ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার

দক্ষিণেশ্বরে বাড়ি থেকে ফল ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের দাবি, খুন করা হয়েছে ব্যবসায়ীকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

WB News Live Updates: নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত

নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র বারাসাত। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ। নাবালককে নৃশংসভাবে খুনের অভিযোগ, উত্তপ্ত বারাসাতের কাজিপাড়া। পুলিশকে লক্ষ্য করে ইট, কিছুক্ষণের জন্য টাকি রোড অবরোধ।

Mamata Banerjee: লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর

'বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়', লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর। 'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না, কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয়', নবান্নে বণিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রীর।

WB News Live Updates: হাঁস-মুরগির মাংস, ডিম খাওয়া নিয়ে কোনও নিষেধাজ্ঞা নয় চিকিৎসকদের

মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করল স্বাস্থ্য দফতর। হাঁস-মুরগির মাংস, ডিম খাওয়াতেও কোনও নিষেধাজ্ঞা জারি করেননি চিকিৎসকরা। 

West Bengal News Live Updates: SSC-র নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩৫ জন নতুন এজেন্টের নাম, দাবি CBI সূত্রে

অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদ করে, SSC-র নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩৫ জন নতুন এজেন্টের নাম মিলেছে। তাদের মধ্যে ৩-৪ জন প্রভাবশালী। এমনই দাবি CBI সূত্রে। চুনোপুঁটিদের নিয়ে তো অনেক হল। এবার দুর্নীতির মাথাদের সামনে আনুক কেন্দ্রীয় এজেন্সি। প্রতিক্রিয়া বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

WB News Live Updates: ক্যানিংয়ে তৃণমূলের বুথ সম্পাদককে মাদক খাইয়ে বেহুঁশ করে পিটিয়ে খুনের অভিযোগ

ক্যানিংয়ে তৃণমূলের বুথ সম্পাদককে মাদক খাইয়ে বেহুঁশ করে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় ছিলেন তৃণমূল নেতা। পথ দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে জীবনতলা থানার পুলিশ। 

West Bengal News Live Updates: বর্ষা আসার আগেই মালদায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

দক্ষিণবঙ্গে তীব্র গরম, উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। মালদার কালিয়াচকে শিশুর শরীরে বার্ড ফ্লু-র ভাইরাস মিলেছে। এরই মধ্য়ে মালদায় ডেঙ্গির বিপদ। বর্ষা আসার আগেই মালদায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে মালদায় এখনও পর্যন্ত ১৪২ জনের রক্তের নমুনায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে। যা গতবছরের তুলনায় বেশি। আক্রান্তদের মধ্যে এখন একজন মালদা মেডিকেল কলেজে ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সামনেই বর্ষার মরশুম, তার আগে এভাবে ডেঙ্গি ছড়াতে থাকায় বেড়েছে উদ্বেগ। এই পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জল জমে থাকার বিষয়টি খতিয়ে দেখছে। বাসিন্দাদের সচেতন করার কাজও শুরু করেছে পুর কর্তৃপক্ষ। 

WB News Live Updates: বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের, খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

এবার বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের। কাল খেজুরিতে 'আক্রান্ত'দের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ৪ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা ও উত্তম বারিক। 

West Bengal News Live Updates: অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই

অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা আড়াই হাজারের বেশি। ইতিমধ্যেই প্রায় তেইশশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে নতুন এজেন্টদের নাম উঠে এসেছে। এই এজেন্টদের মাধ্যমেই টাকা লেনদেন হয়েছে। পরবর্তীকালে এই নামগুলিকে সামনে রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই। বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে জমা দেবে কেন্দ্রীয় এজেন্সি, খবর সূত্রের। 

WB News Live: খাস কলকাতায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব, অবশেষে গ্রেফতার

খাস কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, অবশেষে গ্রেফতার। প্রায় ২৪ ঘণ্টা পর পেট্রোল পাম্পে তাণ্ডবে মূল অভিযুক্ত গ্রেফতার। বেহালার বুড়ো শিবতলা থেকেই গ্রেফতার অভিযুক্ত মহম্মদ মহিনুর সর্দার ওরফে বাপ্পা। 'গতকাল বেহালায় পেট্রোল পাম্পে তাণ্ডব চালায় বাপ্পা'
একের পর এক গাড়ি ভাঙচুর, পাম্পের কর্মীদেরও মারধরের অভিযোগ।

West Bengal News Live Update: সিউড়িতে আক্রান্ত বিজেপি, অভিযুক্ত তৃণমূল

সিউড়িতে আক্রান্ত বিজেপি, অভিযুক্ত তৃণমূল। সিউড়িতে হামলা, বিজেপি কর্মী আহত। ব্যক্তিগত অশান্তিতেই হামলা, দাবি তৃণমূলের। 

WB News Live: আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কে তৃণমূল বিধায়ক-অভিনেতা

আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কে তৃণমূল বিধায়ক-অভিনেতা। কোর্টে গিয়েই সরকারি আইনজীবীর সঙ্গে সোহমের সাক্ষাৎ ঘিরে বিতর্ক। সরকারি আইনজীবীর ঘরে কেন সোহম? প্রশ্ন বার অ্যাসোসিয়েশনের সভাপতির। পূর্ব পরিচিত, তাই এসেছিলেন, মামলায় হস্তক্ষেপ করিনি: সরকারি আইনজীবী।

West Bengal News Live Update: ঘরছাড়া কর্মীদের নিয়ে রাজভবনে ঢুকতে না পেরে তীব্র তোপ শুভেন্দু অধিকারীর

ঘরছাড়া কর্মীদের নিয়ে রাজভবনে ঢুকতে না পেরে তীব্র তোপ শুভেন্দু অধিকারীর। তাঁর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। 

Suvendu Adhikari: ঘরছাড়া কর্মীদের নিয়ে রাজভবনে গিয়েও ঢুকতে পারলেন না শুভেন্দু

ঘরছাড়া কর্মীদের নিয়ে রাজভবনে গিয়েও ঢুকতে পারলেন না শুভেন্দু। ২০০ জনকে প্রবেশের অনুমতি রাজভবনের, ব্যারিকেডেই আটকে দিল পুলিশ। ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে রাজভবনের বাইরে আটকাল পুলিশ। পুলিশের বাধা, দীর্ঘক্ষণ গাড়িতেই বসে রইলেন শুভেন্দু অধিকারী। সাক্ষাতের সময় পেরিয়ে যাওয়ায় আইনি পদক্ষেপের ভাবনা বিজেপির, খবর সূত্রের। 

West Bengal News Live Update: অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা আড়াই হাজারের বেশি। ইতিমধ্যেই প্রায় তেইশশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নতুন এজেন্টদের নাম উঠে এসেছে, খবর সূত্রের।

West Bengal News Live Update: অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। এর মধ্যে বেশ কিছু প্রভাবশালীরও নাম মিলেছে বলে খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা আড়াই হাজারের বেশি। ইতিমধ্যেই প্রায় তেইশশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নতুন এজেন্টদের নাম উঠে এসেছে, খবর সূত্রের।

WB News Live: এবার বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের

এবার বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের। কাল খেজুরিতে 'আক্রান্ত'দের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ৪ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা ও উত্তম বারিক।

West Bengal Weather Update: দহনে নাজেহাল দক্ষিণবঙ্গ, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

দহনে নাজেহাল দক্ষিণবঙ্গ, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ব্রিজের উপরে নাগরাকাটায় মনধুরা নদীর জল। ভুটান পাহাড়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের একাংশ। জলপাইগুড়িতে টানা বৃষ্টিতে জলস্তর বাড়ছে তিস্তা নদীর। প্রবল বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা।

Suvendu Adhikari: ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পুলিশে পুলিশে ছয়লাপ রাজভবন চত্বর। ঘরছাড়া এই বিজেপি কর্মীরা ভোটের পর থেকেই আশ্রয় নিয়েছেন মাহেশ্বরী ভবনে। জেলায় জেলায় হিংসার অভিযোগ, ঘরে ফিরতে পারছেন না এই বিজেপি কর্মীরা।

West Bengal News Live : পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোয় কোচবিহারের মাথাভাঙায় ধর্নায় বসেন বিজেপি প্রধান

পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোয় কোচবিহারের মাথাভাঙায় ধর্নায় বসেন বিজেপি প্রধান। তৃণমূলের আশ্বাসে একঘণ্টা পর ধর্না প্রত্যাহারও করেন। তৃণমূলের দাবি, দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরা তালা লাগিয়ে দেন। ভয় দেখিয়ে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে তৃণমূল, পাল্টা অভিযোগ করেছে বিজেপি। 

WB News Live : পঞ্চায়েত অফিসে তালা, প্রতিবাদে ধর্নায় বসলেন বিজেপি পঞ্চায়েত প্রধান

পঞ্চায়েত অফিসে তালা, প্রতিবাদে ধর্নায় বসলেন বিজেপি পঞ্চায়েত প্রধান। কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এদিন ধর্নাস্থলে তৃণমূল কর্মীরা হাজির হলে উত্তেজনা ছড়ায়। ২ দিনের মধ্যে পঞ্চায়েত অফিসে তালা খুলে দেওয়ার আশ্বাস পেয়ে ধর্না তুলে নেন বিজেপি প্রধান তৃণমূলের দাবি, ঘটনায় রাজনৈতিক যোগ নেই। দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরাই পঞ্চায়েতে তালা লাগিয়ে দেন, দাবি শাসক দলের

WB News Live: অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যজুড়ে সামনে এসেছে ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম। অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা আড়াই হাজারের বেশি। খবর সিবিআই সূত্রের।

WB News Live : বিমল গুরুঙ্গকে মদন-খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ

মদন তামাঙ্গ হত্যা মামলায় নতুন মোড়।
বিমল গুরুঙ্গকে মদন-খুনের মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ।
সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট।
বিমল গুরুঙ্গের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ। 
২০১৭ সালের নগর দায়রা আদালতের নির্দেশ বাতিল। 
ভারতী তামাঙ্গ ও সিবিআইয়ের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভেন্দু সামন্ত। 
২০১০ সালে প্রকাশ্য দিবালোকে দার্জিলিঙে খুন করা হয় মদন তামাঙ্গকে। 
অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি ছিলেন মদনষ।

Weather Update : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত চলবে তাপপ্রবাহ, কমলা সতর্কতা আরও ২দিন

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত চলবে তাপপ্রবাহ। আরও দু'দিন থাকবে কমলা সতর্কতা, জানালেন আবহবিজ্ঞানী সোমা সেন। 

WB News Live : জেলের মধ্য়ে অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়

জেলের মধ্য়ে অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়, অস্বাভাবিকভাবে পা ফুলে গেছে তাঁর। হচ্ছে হাঁটার সমস্য়া। পরীক্ষা করে দেখা হোক হাসপাতালে ভর্তির প্রয়োজন রয়েছে কিনা, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে এবার এমনটাই জানিয়ে লেখা হল চিঠি। চিঠি লেখা হল SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে।

WB News Live : পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান, পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর জানালেন দেব

পাঁচ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠকের পর জানালেন তৃণমূল সাংসদ দেব। 

West Bengal News Live : মালদায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

মানিকচকের পর এবার বৈষ্ণবনগর, মালদা দক্ষিণ লোকসভায় ভোট-পরবর্তী হিংসা।
কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 
বৈষ্ণবনগরের জানুটোলা এলাকার ঘটনা।
মঙ্গলবার রাতে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন কংগ্রেস কর্মী অরুণ মণ্ডল।
সে সময় লাঠি-রড দিয়ে তাঁকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। 

West Bengal News Live : আগাম জামিন নিতে বারাসাত আদালতে সোহম

নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় জামিন নিতে বারাসাত আদালতে হাজির হলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সোহম। গত শুক্রবার নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনা ঘটে। টেকনো সিটি থানায় FIR-এর ভিত্তিতে ৫০৬, ৩৪১, ৩২৩ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়। এর মধ্যেই নিরাপত্তা ও তদন্ত চেয়ে আবেদন জানানোর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁ মালিক আনিসুল আলম। চলতি সপ্তাহে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলার শুনানির সম্ভাবনা। 

West Bengal News Live : ফুঁসছে তিস্তা, সরে যেতে বলা হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের

গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। তার জেরে ফুঁসছে তিস্তা। জলস্তর বাড়ায় তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। 

WB News Live : ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধার

ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধার। পিটিয়ে খুনের অভিযোগ শাসক নেতার পরিবারের। ঘটনাস্থলে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা।

WB News Live : ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধার

ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূলের বুথ সম্পাদকের দেহ উদ্ধার। পিটিয়ে খুনের অভিযোগ শাসক নেতার পরিবারের। ঘটনাস্থলে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা।

West Bengal News Live : লোকসভায় ভরাডুবি, উপনির্বাচনের আগে অভিমানী শুভেন্দু?

লোকসভায় ভরাডুবি, উপনির্বাচনের আগে অভিমানী শুভেন্দু? 'সাংগঠনিক ব্যাপারে কোনও হস্তক্ষেপ করি না। 'প্রার্থী নির্বাচন থেকে প্রচার কৌশল সবটাই সংগঠন ঠিক করে' ১০ জুলাই উপনির্বাচনের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর

West Bengal News Live : ভোটে হেরে এবার ইভিএম বদলের আশঙ্কা নিশীথের

ভোটে হেরে এবার ইভিএম বদলের আশঙ্কা নিশীথের।
কোচবিহারে শতাধিক ইভিএম বদলের আশঙ্কা নিশীথ প্রামাণিকের।
ইভিএম বদলের আশঙ্কার পাশাপাশি ছাপ্পা ভোটেরও অভিযোগ। 
ভবিষ্যতে আইনি পথে যাবার হুঁশিয়ারি কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থীর। 

প্রেক্ষাপট

কলকাতা : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার খবর আসছে চারিদিক থেকে। এরই মধ্যে ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। পরিবারের দাবি, গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি বেরিয়েছিলেন তৃণমূল নেতা।  রাতে খবর আসে, বাড়ি থেকে ১০০ মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। পাশে পড়েছিল বাইক। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ টাকা ধার নেন রবীন্দ্রনাথ। সেই কারণেই গতকাল তাঁকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ। 
অন্যদিকে, ২ দিনের ব্যবধানে রাজ্যে জোড়া ডাকাতির ঘটনা ঘটল বঙ্গে । রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার হলেও, ডোমজুড়ে সোনার দোকানের লুঠের দু'দিন পরেও অধরা দুষ্কৃতীরা। দুটি জায়গাতেই থানার কাছে ভরদুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুম এবং ডোমজুড়ে MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্সে ডাকাতির ঘটনায় মিলেছে বিহার ও ঝাড়খণ্ড যোগ। রানিগঞ্জের ঘটনায় এখনও বিহার ও ঝাড়খণ্ডে তল্লাশি চালাচ্ছে আসানসোল -দুর্গাপুর কমিশনারেট। অন্যদিকে, ডোমজুড়ে সোনার দোকানে যারা হানা দিয়েছিল, তারাও বিহার অথবা ঝাড়খণ্ড থেকেই এসেছিল বলে মনে করছে পুলিশ। সময় যত গড়াচ্ছে, ততই পুলিশের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ।  


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.