West Bengal News : রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা, বিজেপি-VHP-র একের পর এক মিছিল

Ram Navami Live : হাওড়ার সাঁকরাইলে মিছিল। অস্ত্র হাতে সিংহ বাহিনীর শোভাযাত্রা, চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ।

ABP Ananda Last Updated: 06 Apr 2025 03:29 PM

প্রেক্ষাপট

আজ রামনবমী। তার আগে কলকাতায় নিরাপত্তা খতিয়ে দেখে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। ড্রোন, সিসিটিভিতে নজরদারির পাশাপাশি  রাস্তায় নেমে নিরাপত্তা সামলাবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ৫ জন যুগ্ম...More

WB News Live : সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর

রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। বিজেপি-VHP-র একের পর এক মিছিল।
সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর। রাস্তায় তৃণমূলও। নামলেন কুণাল-শতাব্দী।