RG Kar News Live :তিহাড় জেলের বাইরে অনুব্রত মণ্ডল

RG Kar News live : সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, DVC থেকে ইস্তফা রাজ্যের ২ প্রতিনিধির, রাজ্যের সব খবর এখানে

ABP Ananda Last Updated: 23 Sep 2024 10:49 PM
WB News Live : সিবিআই রাডারে নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ সৎকারে কী ভূমিকা?

সিবিআই রাডারে নির্মল ঘোষ। চিকিৎসকের দেহ সৎকারে কী ভূমিকা? ঘটনার দিন কেন গেছিলেন আর জি করে? তৃণমূল বিধায়ককে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।

WB News Live Updates : অবশেষে জেলমুক্ত অনুব্রত

অবশেষে জেলমুক্ত অনুব্রত। কাল বোলপুরে মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা।

WB News Live : তিহাড় থেকে আজই ফিরছেন অনুব্রত মণ্ডল

তিহাড় থেকে আজই ফিরছেন অনুব্রত মণ্ডল

WB News Live Updates : ২৫ সেপ্টেম্বর আপার প্রাইমারির প্যানেল প্রকাশ

২৫ সেপ্টেম্বর আপার প্রাইমারির প্যানেল প্রকাশ

WB News Live : ১৫০ বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম

১৫০ বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম

WB News Live Updates : আর জি কর-কাণ্ডের আবহে ফের রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভাঙার দাবি

আর জি কর-কাণ্ডের আবহে ফের রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভাঙার দাবি 

WB News Live : নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, দফায় দফায় উত্তপ্ত সল্টলেক

নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, দফায় দফায় উত্তপ্ত সল্টলেক

WB News Live Updates : ডাক্তারের ধর্ষণ-খুনের মামলায় এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক

ডাক্তারের ধর্ষণ-খুনের মামলায় এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক 

WB News Live : কাল থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

কাল থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

WB News Live Updates : জল নিয়ে সংঘাত, বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী

জল নিয়ে সংঘাত, বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী

WB News Live : কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে মোদি-বাইডেন কথা, সহযোগিতার আশ্বাস মমতার

কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে মোদি-বাইডেন কথা, সহযোগিতার আশ্বাস মমতার 

WB News Live Updates : 'জল সরে গেলে চাষিরা শস্যবিমার টাকা পাবেন' বললেন মুখ্যমন্ত্রী

'জল সরে গেলে চাষিরা শস্যবিমার টাকা পাবেন' বললেন মুখ্যমন্ত্রী

WB News Live : ৫ ঘণ্টা সিবিআই দফতরে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সিবিআই দফতরে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ৫ ঘণ্টা রয়েছেন তিনি ভিতরে। সিজিও কমপ্লেক্সে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা চলছে। 

WB News Live : সন্দীপ ঘোষ-সহ ধৃত ৪ জনের ফের জেল হেফাজত

আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ ধৃত ৪ জনের ফের জেল হেফাজত। আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত

WB News Live : সন্দীপ ঘোষ-সহ ধৃত ৪ জনের ফের জেল হেফাজত

আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ ধৃত ৪ জনের ফের জেল হেফাজত। আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত

R G Kar News : বেহালায় গঙ্গাজল ছিঁটিয়ে গোবর ছড়িয়ে শুদ্ধিকরণে অগ্নিমিত্রা পাল

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। মানিকতলা থেকে বেহালা, বিজেপির মহিলা কর্মীদের থানা শুদ্ধিকরণ অভিযানে ধুন্ধুমার। মানিকতলায় ব্যারিকেড টপকে ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিলেন লকেট। বেহালায় গঙ্গাজল ছিঁটিয়ে গোবর ছড়িয়ে শুদ্ধিকরণে অগ্নিমিত্রা পাল

RG Kar Case : রাজ্যজুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। মানিকতলায় বিজেপির ডিসি নর্থের অফিসের সামনে ধুন্ধুমার। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঝাঁটা হাতে অভিযানে বিজেপির নেতা-কর্মীরা। ব্যারিকেড টপকে ডিসি নর্থের অফিসের কাছে লকেটরা। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। গঙ্গাজল ছিটিয়ে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করলেন বিজেপি কর্মীরা। 

Mamata Banerjee News : আজ বর্ধমানে যাচ্ছেন মমতা

পুজোর আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আজ বর্ধমানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে দুর্গাপুরে তাঁর থাকার কথা। আগামীকাল বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে। 

West Bengal Weather : ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু কোথা থেকে ?

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার জেরে পুজোর আগে বাংলায় ফের ভারী বৃষ্টির আশঙ্কা। একদিকে পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছে।

RG Kar Case : আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি

রাজ্য সরকারের আবেদনে আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি। ২৭ সেপ্টেম্বর শুনানি হবে না। তার পরিবর্তে সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হবে
৩০ সেপ্টেম্বর। 

Weather Update : পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার জেরে পুজোর আগে বাংলায় ফের ভারী বৃষ্টির আশঙ্কা। একদিকে পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছে। আরেক দিকে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। 

WB News Live : বন্যাদুর্গত এলাকায় গিয়ে ওষুধ বিলি করছেন স্বাস্থ্য কর্মীরা

বানভাসিদের পাশে এবার স্বাস্থ্য কর্মীরা। জল নামলেই দেখা দিতে পারে জীবাণু বাহিত রোগ। তাই বন্যাদুর্গত এলাকায় গিয়ে ওষুধ বিলি করছেন স্বাস্থ্য কর্মীরা। কোথাও হাঁটুজল পেরিয়ে, কোথাও বুক সমান জল ঠেলে গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছেন ওষুধ। ডিঙিতে চড়ে স্বাস্থ্য কর্মীদের কাছে ওষুধ নিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। 

WB News : তৃণমূল প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তাঁরই দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

তৃণমূল প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তাঁরই দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

WB News Live : হাওড়ায় উদ্ধার হল কয়েক লক্ষ টাকার গাঁজা

ওড়িশা থেকে মাদক এনে পুজোর আগে শহরের বিভিন্ন জায়গায় পাঠানোর পরিকল্পনা ছিল। তার আগেই হাওড়া সিটি পুলিশের জালে চার যুবক। উদ্ধার হল কয়েক লক্ষ টাকার গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে ওঁৎ পাতে পুলিশ। ডাউন চেন্নাই মেল ধরে ভোর ৪টে নাগাদ হাওড়া স্টেশনে নামে চারজন। সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় তাদের পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয় ১০০ কেজি গাঁজা। এর পিছনে বড়সড় মাদক চক্র রয়েছে বলে পুলিশের অনুমান। 

WB News Live : আজই জেল-মুক্তি, কখন বীরভূমে অনুব্রত?

আজ জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে বেরোতে সন্ধে হয়ে যেতে পারে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির
। মুক্তি পেলে আজই রাজ্যের উদ্দেশে রওনা দেবেন অনুব্রত। 

Tollywood News : স্টুডিওপাড়াতেও বসে আছে টলিউডি সন্দীপ ঘোষরা, দাবি ইন্ডাস্ট্রির একাংশের

স্টুডিওপাড়াতেও বসে আছে টলিউডি সন্দীপ ঘোষরা, অভিযোগ রুদ্রনীল ঘোষের। গোটা বিষয়টিতে তদন্তের দরকার আছে বলে মনে করেন অভিনেতা বিমল চক্রবর্তী।

WB News Live : একের পর এক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছিল, দাবি করল আত্মহত্যার চেষ্টা করা কেশসজ্জা শিল্পীর পরিবার

আর জি কর-কাণ্ডের আবহে এবার টালিগঞ্জে স্টুডিও পাড়াতেও উঠল থ্রেট কালচার চালানোর অভিযোগ। হুমকি সংস্কৃতির ঘেরাটোপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কেশসজ্জা শিল্পী। পরিবারের অভিযোগ, সম্প্রতি একের পর এক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছিল কেশসজ্জা শিল্পীর।

RG Ka News Live : বিরূপাক্ষ বিশ্বাসকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ ৫ ঘণ্টা

চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় ফের বিরূপাক্ষ বিশ্বাসকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। রবিবার প্রায় ৫ ঘণ্টা পর বেরোলেন বর্ধমান মেডিক্য়ালের প্রাক্তন চিকিৎসক। 

RG Kar Case : তাড়াতাড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন কে? সামনে ভয়াবহ তথ্য

তাড়াতাড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিল একজন প্রাক্তন কাউন্সিলর। CBI-র জিজ্ঞাসাবাদের সমমুখীন হয়ে এমনই দাবি করলেন নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। 

RG Kar Case : তাড়াতাড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন কে? সামনে ভয়াবহ তথ্য

তাড়াতাড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিল একজন প্রাক্তন কাউন্সিলর। CBI-র জিজ্ঞাসাবাদের সমমুখীন হয়ে এমনই দাবি করলেন নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। 

প্রেক্ষাপট


  • ইন্ডিয়ান মেডিক্য়াল কাউন্সিলকে রাজনীতি মুক্ত করতে হলে, রাজনীতিবিদরা ভোটে লড়লে চলবে না। আর জি কর কাণ্ডের আবহে IMA রাজ্য শাখার অন্দরে এই দাবি ঘিরে টানাপোড়েনের মধ্য়েই এবার আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন IMA রাজ্য শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন। সভাপতি বা সম্পাদক কোনও পদেই এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি।

  • পুজোর মুখে প্লাবন দক্ষিণবঙ্গের একের পর এক জেলায়। নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। কোলাঘাটে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু অধিকারী।  

  • সরকারি হাসপাতালের ‘থ্রেট কালচার’ এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায়! সিলেকশনের বদলে ইলেকশন চাওয়ায় 
    কেশসজ্জা শিল্পীর কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। আর তার জেরেই কেশসজ্জা শিল্পী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করল তাঁর পরিবার।  

  • এবার আর জি কর কাণ্ডের আঁচ এসে পড়ল IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে। ডাক্তারদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হল। উঠল গো ব্য়াক স্লোগান। রবিবারের বৈঠকে IMA জলপাইগুড়ি শাখা ও IMA কলকাতা শাখা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.