West Bengal News Live : সন্ধ্যায় সন্দেশখালির বেড়মজুরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ

Sandeshkhali Live Updates 23 February : সারা বাংলার গুরুত্বপূর্ণ খবর একনজরে।

ABP Ananda Last Updated: 23 Feb 2024 10:58 PM
WB News Live Update : হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ, গ্রেফতার হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক

হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। গ্রেফতার হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষকে। সাঁকরাইলের ধূলাগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে হোটেলে হানা পুলিশের। ২ নাবালিকা, ৪ মহিলা সহ গ্রেফতার ১১। ধৃতদের মধ্যে রয়েছেন বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক সব্যসাচী ঘোষ। দেহ ব্যবসা চালানোর অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার হতেই সুর চড়িয়েছে তৃণমূল। বিজেপি নেতারা অপরাধ করলে জাতীয় কমিশন গুলি কেন চুপ, প্রশ্ন মন্ত্রী শশী পাঁজার। অভিযুক্ত বিজেপি নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, জানিয়েছেন সুকান্ত মজুমদার।

WB News Live : সিপিএম ও বিজেপি মিথ্যা প্রচার করে অশান্তির পরিবেশ জিইয়ে রাখতে চায়, দাবি কুণাল ঘোষের

সন্দেশখালিতে জমি, টাকা না দেওয়ার অভিযোগ জমা পড়েছে। কিন্তু সিপিএম ও বিজেপি মানুষকে প্ররোচনা দিয়ে মিথ্যা প্রচার করে অশান্তির পরিবেশ জিইয়ে রাখতে চায়। পাল্টা দাবি কুণাল ঘোষের।

WB Sandeshkhali Update : শেখ শাহজাহান ও তার সাগরেদরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্ত হবে না সন্দেশখালি, দাবি সুকান্তর

শেখ শাহজাহান ও তার সাগরেদরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শান্ত হবে না সন্দেশখালি। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

WB News Live : সন্ধ্যায় সন্দেশখালির বেড়মজুরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ

দিনভর দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। বিক্ষোভ, আগুন, অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি ১৪৪ ধারা। সন্ধ্যায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ।

WB Sandeshkhali Update : সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীর

সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীর। মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
আহত মহিলাকে নিয়ে যাওয়া হল সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। না শুনলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি পুলিশের, অভিযোগ আহত ফুলমণির।

WB News Live : 'শাহজাহান ‘ক্ষমতাবান’, ১৫ মিনিটে ৩০০০ লোক জড়ো করে ফেলেন', আদালতে দাবি ইডির

'শাহজাহান ‘ক্ষমতাবান’, ১৫ মিনিটে ৩০০০ লোক জড়ো করে ফেলেন' । আগাম জামিনের বিরোধিতা করে আদালতে দাবি ইডির। 'শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন, ব্লু আইড বয় টক অব দ্য টাউন', আদালতে দাবি ইডির। 'রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও. খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হননি শাহজাহান', দাবি ইডির। 'সরকারি দফতরে হামলাতেও শাহজাহানের সরাসরি যোগ, এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করেছে',  আদালতে এই সমস্ত মামলার উল্লেখ ইডির। 'আগাম জামিনের বিরোধিতা করছি কারণ জামিন পেলে লন্ডনে চলে যান তাহলে মামলা ভেস্তে যেতে পারে', আদালতে দাবি ইডির। দোষী না হলে পালিয়ে বেরোচ্ছেন কেন? আদালতে সওয়াল ইডির। '৩ ফেব্রুয়ারি আগাম জামিনের আবেদন করা হয়, এরপর শেখ শাহজাহানের বাড়ি টার্গেট করে গ্রামবাসীরা'।করে। গ্রামবাসীরা টার্গেট করে। তাহলে সেই একই গ্রামের লোকেরা কীভাবে ইডিকে আটকাতে আসবে। এমন কী ঘটলো যে পুরো বিষয়টা বদলে গেল? এবং গ্রামের লোকরা তার গ্রেপ্তার চাইতে শুরু করলো ? যদি আমি তাদের জড়ো করে ইডিকে আটকাতে , তাহলে পড়ে তারা আমার বাড়ি কেন ভাঙতে আসবে? 


 

WB Sandeshkhali Update : তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের পরেই সন্দেশখালির বেড়মজুরে ডিজি রাজীব কুমার

তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের পরেই সন্দেশখালির বেড়মজুরে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। সন্দেশখালিতে ভুল হয়েছিল, মেনে নেন রাজ্য পুলিশের ডিজি। আশ্বাস দেন আইনের শাসন প্রতিষ্ঠা করার।

WB News Live : সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর

সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের। বাড়িতে ঢুকে তৃণমূল নেতার উপর চড়াও স্থানীয়রা। মারা হয়েছে তাঁকে, এডিজি দক্ষিণবঙ্গকে অভিযোগ অজিত মাইতির। আইন হাতে তুলে নিলে গ্রেফতার, হুঁশিয়ারি এডিজ দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের।

WB Sandeshkhali Update : পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, দেখতে চাইলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, তা দেখতে চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শুক্রবার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি)-সহ পঞ্চায়েতে আদালত অবমাননার মামলার আইনজীবীদের পঞ্চায়েতে সন্দেশখালি নিয়ে অভিযোগ খুঁজে বের করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন, প্রধান বিচারপতি জানান, আগামী সোমবার সন্দেশখালি মামলার শুনানির সময় ওই বিষয়টিও নজরে আনতে চায় আদালত। 

BJP Howrah News : নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হাওড়া সদরের বিজেপি নেতা

হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার করা হল হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা সব্যসাচী ঘোষকে।

Sandeshkhali Update : অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত

ফের অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। গতকাল ঝুপখালির পর আজ কাছারি। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ বাসিন্দাদের। আজ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে জোর জুলুম, মারধর, আবাস ও জবকার্ডের টাকা আত্মসাতের মতো গুচ্ছগুচ্ছ বিস্ফোরক অভিযোগ বাসিন্দাদের। 

Narendra Modi News : ১, ২ ও ৬ মার্চ দক্ষিণবঙ্গে পরপর সভা করবেন মোদি

মার্চের প্রথম সপ্তাহেই ৩ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।
১, ২ ও ৬ মার্চ দক্ষিণবঙ্গে পরপর সভা করবেন মোদি। 
১ মার্চ আরামবাগে জনসভা, ২ মার্চ কৃষ্ণনগর, ৬ মার্চ বারাসাতে জনসভা মোদির। 
বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে চাইছেন প্রধানমন্ত্রী। 
২৫ ফেব্রুয়ারি ভার্চুয়ালি কল্যাণী এইমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

WB News Live : সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর

সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতার উপরও চড়াও। মারা হয়েছে, অভিযোগ শাসক নেতার। 

Naushad Siddiqui News : আগাম জামিন পেলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকী। 

তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের মামলায় আগাম জামিন পেলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকী। 
ভাঙড়ের বিধায়কের আগাম জামিন মঞ্জুর করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 
গতবছর ১৬ জুন খুন হন তৃণমূল কর্মী রাজু নস্কর। সেই মামলায় অভিযুক্ত ছিলেন নৌশাদ সিদ্দিকি

Sandeshkhali News Update : সন্দেশখালির পথে আটক লকেট

সন্দেশখালিতে যাওয়ার আগেই ভোজেরহাটে আটকে দেওয়া হল লকেট-অগ্নিমিত্রাদের। তুমুল তর্কাতর্কি পুলিশের সঙ্গে। পরে আটক করে নিয়ে আনা হল লালবাজারে।

WB News Update : গতকালের পর আজও অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর এলাকা

গতকালের পর আজও অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর এলাকা। কাছারি এলাকায় জনরোষ, ভেড়ির আলাঘরে আগুন, ভাঙচুর। এলাকায় জারি ১৪৪ ধারা।

WB News Live : সন্দেশখালিতে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশন

জাতীয় SC কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় ST কমিশনের পর এবার সন্দেশখালিতে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশন। সন্দেশখালি থানায় বৈঠক করছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। সূত্রের খবর, গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনবেন তারা। 

WB Weather Update : দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ

মেঘের পরে মেঘ জমেছে, মুখ লুকিয়েছে সূর্য...ভরা বসন্তে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলা-সহ দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

WB News Update : কলকাতা মেডিক্যাল কলেজে রোগী নিখোঁজের অভিযোগ

কলকাতা মেডিক্যাল কলেজে রোগী নিখোঁজের অভিযোগ। গ্রিন বিল্ডিংয়ের ৪ তলায় ৩০৬ নম্বর বেডের এক ব্যক্তির নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ ব্যক্তি কলকাতার কলাবাগান এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল ৫টার পর ওয়ার্ড থেকে স্বাস্থ্য কর্মীদের নজর এড়িয়ে বেরিয়ে যান তিনি। রোগীর খোঁজ করার পাশাপাশি ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ। 

BJP Team At Sandeshkhali : আজ সন্দেশখালি যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধি দল

আজ সন্দেশখালি যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধি দল। রাজ্য বিজেপির এই প্রতিনিধি দলে রয়েছেন, সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল। ৭ সদস্য়ের দলে রয়েছেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী মধুছন্দা কর, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। 

Sandeshkhali Chaos : সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশন

জাতীয় এসসি কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসটি কমিশনের পর এবার সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশন। সন্দেশখালি থানায় পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন। সূত্রের খবর, গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনবেন তাঁরা। 

বৃহস্পতিবার রাত ১২টা থেকে সন্দেশখালির ৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি

বৃহস্পতিবার রাত ১২টা থেকে সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি । সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, পাত্রপাড়ায় ১৪৪ ধারা। দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার ও হাটগাছা বাজারে ১৪৪ ধারা । 

Sandeshkhali News Update : এখনও অধরা শেখ শাহজাহান, নতুন ইসিআইআর দায়ের করল ইডি

এখনও অধরা শেখ শাহজাহান, ৫০ দিনের মাথায় নতুন করে অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতির পাশাপাশি এবার তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের করল ইডি। পুরনো একটি প্রতারণা মামলায় এফআইআর সংগ্রহ করে ইসিআইআর দায়ের করেছে ইডি। এই মামলায় আজ হাওড়া,  বিরাটি, বিজয়গড়-সহ ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। 

Sandeshkhali Update : সন্দেশখালিকাণ্ডে সাংবাদিক সন্তু পানের জামিন

সন্দেশখালিকাণ্ডে সাংবাদিক সন্তু পানের জামিন। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। এফআইআর দেখে মনে হচ্ছে অযৌক্তিক ও মোটিভেটেড, মন্তব্য হাইকোর্টের।

WB News Live : বিধায়ককে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা

নারী নির্যাতন থেকে ভেড়ি দখল। চাপের মুখে জমি ফেরত দেওয়া শুরু। বিধায়ককে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।

WB News Live : সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে সুকান্ত, আজ যাচ্ছে মহিলা বিজেপি

সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে সুকান্ত। আজ যাচ্ছে মহিলা বিজেপি। জাতীয় এসসি, মহিলা কমিশনের সুপারিশ নিয়ে বোসের সঙ্গে কথা হওয়ার দাবি। 

প্রেক্ষাপট

আজ নজরে : আজ সন্দেশখালিতে ( Sandeshkhali ) যাচ্ছে বিজেপির ( BJP ) মহিলা প্রতিনিধি দল। গতকাল সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) । সেখান থেকে বেরিয়ে তিনি জানান, সবকিছু শুনে রাজ্যপালও অবাক হয়েছেন। যেভাবে এসসি কমিশন এবং মহিলা কমিশনের রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে তা নিয়েও রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতির দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস ( C V Ananda Bose )  জানিয়েছেন, প্রয়োজনে তিনি আবার সন্দেশখালি যাবেন ও সেখানকার মানুষের অভিযোগ শুনবেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.