West Bengal News Live : টাকা তোলা বিতর্কে মদনের মুখে এবার সরাসরি আইপ্যাকের নাম

সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র কলেজে দুই বিভাগের বেনজির সংঘাত।যোগেশচন্দ্র কলেজে শিক্ষামন্ত্রী ঢুকতেই স্লোগান পড়ুয়াদের।হরিণঘাটার সকুলে সরস্বতী পুজোয় বাধার অভিযোগ। হুঙ্কার শুভেন্দুর।

ABP Ananda Last Updated: 03 Feb 2025 03:21 PM

প্রেক্ষাপট

হাইকোর্টের নির্দেশে, সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো হল যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। কলেজের গাড়ি বারান্দা নয়, পাশের গলিতে প্যান্ডেল করে পুজোর আয়োজন করল যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে বিভাগের পড়ুয়ারা। ২...More

WB News Live : নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনও অধরা


 নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনও অধরা। অর্জুন সিংয়ের সঙ্গে রাজেশের ছবি দিয়ে প্রচার। ছবি তুলতে আসে অনেকেই, দাবি অর্জুনের। মজদুর ভবনে যেত, দাবি ধৃতের বাবার।