West Bengal News Live : পাণ্ডুয়ায় সমবায় ভোটে বামেদের জয়, শ্রীরামবাটিতে উড়ল লাল আবির
WB News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
ABP Ananda Last Updated: 11 Oct 2025 11:40 PM
প্রেক্ষাপট
ভিন রাজ্যে শিশুমৃত্যু, কাফ সিরাপ নিয়ে আরও একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ও কেন্দ্র ড্রাগ কন্ট্রোল। কেন্দ্রীয় সরকার সমস্ত ধরনের তরল ওষুধ প্রস্তুতকারীদের নির্দেশ দিয়েছে যে, ওষুধ তৈরির আগে...More
ভিন রাজ্যে শিশুমৃত্যু, কাফ সিরাপ নিয়ে আরও একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ও কেন্দ্র ড্রাগ কন্ট্রোল। কেন্দ্রীয় সরকার সমস্ত ধরনের তরল ওষুধ প্রস্তুতকারীদের নির্দেশ দিয়েছে যে, ওষুধ তৈরির আগে কাঁচামালের গুণগতমান পরীক্ষা করে তার রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, ওষুধ তৈরি করার পর এবার থেকে বাধ্যতামূলকভাবে সেই ওষুধেরও গুণগতমান পরীক্ষা করে তার রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট ড্রাগ কন্ট্রোলে। নিত্যদিন লেট করে লোকাল, এই অভিযোগে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধ। যাত্রীদের অভিযোগ, আজ ডাউন হাওড়া-আমতা লোকাল সকাল ৬টা ৪০-এর বদলে প্রায় ২ ঘণ্টা দেরিতে ৮টা ৪০ নাগাদ স্টেশনে পৌঁছয়। ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।নাদিয়ালে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রাত সোয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, মাঝরাতে বিশেষভাবে সক্ষম ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাদিয়াল থানায় অভিযোগ দায়ের হয়। আজ সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে দলেরই পঞ্চায়েত প্রধানের মুখে কালি মাখালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। কালি মাখানোর পর তৃণমূলের প্রধানের চুলের মুঠি ধরে মারধর, এমনকী জুতোপেটাও করলেন মহিলা তৃণমূল কর্মীরা। সাময়িক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, সময়ে সেতুর রাস্তা খোলা নিয়ে ধন্দ। হয়রানি যাত্রীদের। প্রতিবাদের মুখে ২০ মিনিটের বেশি সময় পর খুলল সেতু, স্বস্তি যাত্রীদের।দার্জিলিং থেকে জলপাইগুড়ি। বৃষ্টি-ধসে উত্তরবঙ্গে মৃত বেড়ে ৩২। চারদিকে শুধুই হাহাকার। উধাও সেতু, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live Update: পাণ্ডুয়ায় সমবায় ভোটে বামেদের জয়, শ্রীরামবাটিতে উড়ল লাল আবির
পাণ্ডুয়ায় সমবায় ভোটে বামেদের জয়, শ্রীরামবাটিতে উড়ল লাল আবির। শ্রীরামবাটি সমবায়ে ১২ আসনের মধ্যে ১১টিতে জয় সিপিএম সমর্থিত প্রার্থীদের। শ্রীরামবাটি সমবায় হাতছাড়া রাজ্যের শাসক দলের । ১০ বছর পর শ্রীরামবাটি সমবায় সমিতির নির্বাচন।