West Bengal News Live : পাণ্ডুয়ায় সমবায় ভোটে বামেদের জয়, শ্রীরামবাটিতে উড়ল লাল আবির

WB News Live: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

Advertisement

ABP Ananda Last Updated: 11 Oct 2025 11:40 PM

প্রেক্ষাপট

ভিন রাজ্যে শিশুমৃত্যু, কাফ সিরাপ নিয়ে আরও একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ও কেন্দ্র ড্রাগ কন্ট্রোল। কেন্দ্রীয় সরকার সমস্ত ধরনের তরল ওষুধ প্রস্তুতকারীদের নির্দেশ দিয়েছে যে, ওষুধ তৈরির আগে...More

West Bengal News Live Update: পাণ্ডুয়ায় সমবায় ভোটে বামেদের জয়, শ্রীরামবাটিতে উড়ল লাল আবির

পাণ্ডুয়ায় সমবায় ভোটে বামেদের জয়, শ্রীরামবাটিতে উড়ল লাল আবির। শ্রীরামবাটি সমবায়ে ১২ আসনের মধ্যে ১১টিতে জয় সিপিএম সমর্থিত প্রার্থীদের। শ্রীরামবাটি সমবায় হাতছাড়া রাজ্যের শাসক দলের । ১০ বছর পর শ্রীরামবাটি সমবায় সমিতির নির্বাচন।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.