West Bengal News Live : মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এয়ারগান নিয়ে সন্দেহজনক গতিবিধি, জিজ্ঞাসা করতেই সামনে এল এই তথ্য!

সিইও-কে বেলাগাম হুমকি, মুখ্যমন্ত্রীকে এবার শুভেন্দুর ডেডলাইন। 'সোমবার বিকেল ৫টার মধ্যে প্রকাশ করতে হবে। নাহলে বুঝব এসআইআরকে ভয় পাচ্ছেন'

Advertisement

ABP Ananda Last Updated: 11 Oct 2025 12:24 PM

প্রেক্ষাপট

পুর নিয়োগে দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। সকাল থেকে লেকটাউনে দমকলমন্ত্রীর অফিস-রেস্তোরাঁ থেকে গোলাঘাটায় ছেলের লাউঞ্জ বারে তল্লাশি। পুর-দুর্নীতির তদন্তে সুজিত ঘনিষ্ঠ দঃ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি-গোডাউনে ইডি। প্রোমোটার-অডিটরের বাড়িতে...More

WB News Live : দার্জিলিং থেকে জলপাইগুড়ি, বৃষ্টি-ধসে উত্তরবঙ্গে মৃত বেড়ে ৩২

 দার্জিলিং থেকে জলপাইগুড়ি। বৃষ্টি-ধসে উত্তরবঙ্গে মৃত বেড়ে ৩২। চারদিকে শুধুই হাহাকার। উধাও সেতু, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.