West Bengal News : মেদিনীপুর কলেজে ভর্তি নিয়ে তুলকালাম, TMCP-SFI-র মধ্যে বচসা-হাতাহাতি

ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা। সঙ্গে আরও খবর

ABP Ananda Last Updated: 11 Jul 2025 03:23 PM

প্রেক্ষাপট

নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই   অংশ নিতে পারবে না 'দাগি'রাSSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এযাত্রায়ও ফাঁক গলিয়ে বের করে আনা...More

Malda News : শাসক দলের নেতার পর কর্মী খুন, এবার ইংরেজবাজার

ভাঙড়ের পর ইংরেজবাজার। শাসক দলের নেতার পর কর্মী খুন। ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আহত আরও ৩।