SSC News: অযোগ্য শিক্ষকদের পর এবার প্রকাশ্যে দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকা। ৩ হাজার ৫১২জনের নাম SSC- র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। অযোগ্যদের মধ্যেও উঠে এল তৃণমূল-যোগ। দাগি ৩৫১২ শিক্ষাকর্মীর নাম প্রকাশ করেছে SSC কর্তৃপক্ষ। অযোগ্য শিক্ষকদের তালিকা আগেই প্রকাশ হয়েছে। এবার 'দাগি' শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করল এসএসসি।
গতকাল অর্থাৎ রবিবারই জানা গিয়েছিল যে, আজ ৩ নভেম্বর সোমবার, অফিশিয়াল ওয়েবসাইটে 'দাগি' শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। আভাস পাওয়া গিয়েছিল প্রায় ৩৫০০ 'দাগি' শিক্ষাকর্মীর নাম থাকতে চলেছে তালিকায়। এসএসসি- র ওয়েবসাইটে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে নাম রয়েছে ৩৫১২ জনের। ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় ৩ হাজার ৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করা হল।
গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ২০১৬ সালে যাঁরা বসেছিলেন, তাঁদের প্রায় সকলেরই চাকরি বাতিল হয়েছে, কারণ পুরো প্যানেল বাতিল হয়েছে। ২০১৬ সাল থেকে এতদিন যাঁরা স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি করেছেন পুরো প্যানেল বাতিলের কারণে তাঁদের চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কোনও অযোগ্য যাতে চাকরির পরীক্ষায় বসতে না পারেন সেই জন্যই এই তালিকা প্রকাশ করা হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ নতুন করে যে পরীক্ষা নেওয়া হবে সেখানে যেন কোনও 'অযোগ্য' শিক্ষাকর্মী বসতে না পারেন সেদিকে নজর দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 'দাগি' শিক্ষকদের নামের তালিকা প্রকাশের পর, এবার, 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
অন্যদিকে উল্লেখ্য, শিক্ষাকর্মী নিয়োগের জন্য যে নতুন করে পরীক্ষা হবে তার আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। আজ অর্থাৎ ৩ নভেম্বর থেকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত, একমাস ধরে চলবে এই আবেদন প্রক্রিয়া। গ্রুপ C-তে ২ হাজার ৯৮৯। গ্রুপ D-তে শূন্য়পদ ৫ হাজার ৪৮৯। পরীক্ষা হবে, ২০২৬-এর জানুয়ারিতে। সোমবার থেকেই গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে, আগামী শুক্রবার বেরোতে পারে SSC-র প্রথম পর্যায়ের ফলাফল। সূত্রের খবর, আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের।