West Bengal News : মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই রাস্তা দখল রুখতে তৎপর কলকাতা পুলিশ

West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এই লিঙ্কে।

ABP Ananda Last Updated: 24 Jun 2024 11:11 PM
WB News Live: বারাসাতের কাজিপাড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

প্রথমে ভাইপোকে নৃশংসভাবে খুন, তারপর ছেলেধরা নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো। বনগাঁ, বারাসাত, অশোকনগরকাণ্ডের মূলচক্রী বারাসাতের কাজিপাড়ায় খুন হওয়া নাবালকের জেঠু এঞ্জার নবি। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আরও তথ্যের জন্য ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা। 

PM Modi: অষ্টাদশ অধিবেশন শুরুর আগে, সোমবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সহমতের ভিত্তিতে চলার বার্তা

সাংসদ পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। শপথ নিল মোদি-মন্ত্রিসভার সাংসদরাও। অষ্টাদশ অধিবেশন শুরুর আগে, সোমবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সহমতের ভিত্তিতে চলার বার্তা। এরইমধ্য়ে, এদিনই সংবিধান হাতে পুরনো সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস। 

WB News Live: গড়িয়াহাট-হাতিবাগানে ফুটপাথ দখল, পুলিশ-পুুরসভাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

'সল্টলেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে ?', ভর্ৎসনা মমতার। গড়িয়াহাট-হাতিবাগানে ফুটপাথ দখল, পুলিশ-পুুরসভাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই রাস্তা দখল রুখতে তৎপর কলকাতা পুলিশ

ফুটপাথ দখলের পর রাস্তার পাঁচ ফুট এলাকা জবরদখল করে দোকান। মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই তৎপর কলকাতা পুলিশ। হাতিবাগানে রাস্তার ওপর দোকানগুলিকে গুটিয়ে ফেলার নির্দেশ। 

WB News Live: আক্রান্ত নেতার বাড়িতে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল

আসানসোলের বারাবনিতে আক্রান্ত বিজেপির যুব মোর্চার নেতার বাড়িতে বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ৫ জুন ভোট পরবর্তী হিংসার শিকার হন বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজ। আজ খোকনের বাড়িতে যান অগ্নিমিত্রা। পরিবারের পাশে থাকার আশ্বাস তাঁর।

WB News Live: আক্রান্ত নেতার বাড়িতে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল

আসানসোলের বারাবনিতে আক্রান্ত বিজেপির যুব মোর্চার নেতার বাড়িতে বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ৫ জুন ভোট পরবর্তী হিংসার শিকার হন বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজ। আজ খোকনের বাড়িতে যান অগ্নিমিত্রা। পরিবারের পাশে থাকার আশ্বাস তাঁর।

West Bengal Live News: মাঝেরহাটে বন্দরের জায়গা দখল করে রাখার অভিযোগ, উচ্ছেদে বাধা পুলিশ ও বন্দর কর্তৃপক্ষকে

মাঝেরহাটে বন্দরের জায়গা দখল করে রাখার অভিযোগ। হাইকোর্টের নির্দেশের পরেও উচ্ছেদে গিয়ে বাধার মুখে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। ৫০-৬০ বছর বসবাস করার পরেও উচ্ছেদ করা হচ্ছে তাঁদের, অভিযোগ বাসিন্দাদের। 

West Bengal Live News: সবজির বাজারে আগুন! মাছের দামও আকাশছোঁয়া

একে তীব্র গরম, তার ওপর বৃষ্টি নেই। দুইয়ে মিলে আগুন লাগিয়েছে সবজিতে। বেশিরভাগ সবজির দামই সেঞ্চুরি পার করেছে। মাছের দামও আকাশ ছোঁয়া। রোজকার পাতে একটু মাছ আর সবজির জন্য ঘাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

Mamata Banerjee: 'বাংলাকে সঙ্গে রেখেই আলোচনা করতে হবে তিস্তা-ফরাক্কা চুক্তি নিয়ে', চিঠিতে দাবি মমতার

না জানিয়ে গঙ্গা-তিস্তার জল নিয়ে আলোচনার অভিযোগ, মোদিকে চিঠি মমতার। 'বাংলাকে সঙ্গে রেখেই আলোচনা করতে হবে তিস্তা-ফরাক্কা চুক্তি নিয়ে',  বাংলার মানুষের স্বার্থের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

West Bengal Live News: NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে আরও গ্রেফতার

NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে আরও গ্রেফতার। মহারাষ্ট্রের লাতুর থেকে ২ শিক্ষক গ্রেফতার। জলিল খান পাঠান, সঞ্জয় যাদবকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস। ৩ শিক্ষক-সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা। NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্তে গুজরাতের গোধরায় CBI, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু তদন্ত। 

West Bengal Live News: ধৃত মহম্মদ হাবিবুল্লাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য! কী জানাল STF?

আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি। ধৃত মহম্মদ হাবিবুল্লাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি এসটিএফ সূত্রে। এদিকে, গুজরাত পুলিশের হাতে ধৃত বাংলাদেশি অনুরপ্রবেশকারী কখনও সেখানে পড়াশুনা করেনি বলে দাবি নন্দীগ্রামের দাউদপুর গুমগড় হাইমাদ্রাসা কর্তৃপক্ষের।

PM Modi: অষ্টাদশ লোকসভার শুরুতেই প্রশ্নফাঁসকাণ্ডে চাপে মোদি সরকার

অষ্টাদশ লোকসভার শুরুতেই প্রশ্নফাঁসকাণ্ডে চাপে মোদি সরকার। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময়ও নিট-নিট চিৎকার বিরোধীদের। সংসদের বাইরেও বিক্ষোভ বিরোধী জোট ইন্ডিয়ার। যন্তরমন্তরে আজও বিক্ষোভ কংগ্রেসের। 

Mamata on Joint Entrance: মেডিক্যাল এন্ট্রান্স রাজ্যের হাতে ফেরানোর দাবি মুখ্যমন্ত্রীর

নিটের প্রশ্ন ফাঁস, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। মেডিক্যাল এন্ট্রান্স রাজ্যের হাতে ফেরানোর দাবি। নিট বাতিল করে আগের মতো ফের জয়েন্ট এন্ট্রান্সের সওয়াল। 'প্রবেশিকা নিয়ে একের পর এক অভিযোগে বিভ্রান্ত লক্ষ লক্ষ পরীক্ষার্থী', প্রবেশিকার বর্তমান ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে মোদিকে চিঠি মমতার। আগের মতোই রাজ্যের হাতে মেডিক্যালের প্রবেশিকা দেওয়ার সওয়াল।

BJP on Mamata Banerjee: মুখ্যমন্ত্রী যা বলছেন, তা হলে কলকাতার ১০ লক্ষ মানুষ ঘর হারাবে: বিজেপি

'মুখ্যমন্ত্রী যা বলছেন, তা হলে কলকাতার ১০ লক্ষ মানুষ ঘর হারাবে। বামেরা বুদ্ধিমান, কমিটি তৈরি করত, জমি দখল করত, তারপর ঘর তৈরি হত। মুখ্যমন্ত্রী ছোট প্লেয়ার নন, যা করেন ভাবনাচিন্তা করেই করেন,' তোপ বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের।

Mamata Banerjee: 'যারা কিছুই দেখে না, তাদের সরিয়ে দেব', বললেন মুখ্যমন্ত্রী

'বিধাননগর, নিউটাউনে বেআইনি নির্মাণ করে বিদ্যুৎ সংযোগও পেয়ে যাচ্ছে। ফুটপাথ দখল হয়ে যাচ্ছে, পুরসভা-পুলিশ কেউ কিছু দেখে না। যারা কিছুই দেখে না, তাদের সরিয়ে দেব', বললেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee: গরু, কয়লা, বালি, পাথর-সবচেয়ে বেশি টাকা খায় বিজেপি: মমতা

'অফিসারদের কাছ থেকে বিজেপি মোটা টাকা তুলছে। গরু, কয়লা, বালি, পাথর-সবচেয়ে বেশি টাকা খায় বিজেপি। ওভারলোডিং ট্রাক, পুলিশের হাত দিয়ে টাকা যায় বিজেপির কাছে', তোপ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on Howrah: হাওড়ায় চারিদিকে বেআইনি নির্মাণ, আগের মেয়রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী

'বেআইনি নির্মাণ চলছেই, বাড়ি ভাঙলেও আমাদের দোষ, কেউ দেখছে না। সরু পিলার করে বাড়ি বানিয়ে পালিয়ে যাচ্ছে, ভাঙলে দায় আমাদের', হাওড়ায় চারিদিকে বেআইনি নির্মাণ, আগের মেয়রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee on Howrah: হাওড়ায় চারিদিকে বেআইনি নির্মাণ, আগের মেয়রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী

'বেআইনি নির্মাণ চলছেই, বাড়ি ভাঙলেও আমাদের দোষ, কেউ দেখছে না। সরু পিলার করে বাড়ি বানিয়ে পালিয়ে যাচ্ছে, ভাঙলে দায় আমাদের', হাওড়ায় চারিদিকে বেআইনি নির্মাণ, আগের মেয়রকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee on Testa Water Treaty: তিস্তা-চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিচ্ছি: মমতা বন্দ্যোপাধ্যায়

'একদিকে কেন্দ্র তিস্তার জল বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে। তিস্তা নিয়ে সিদ্ধান্ত হল, আমাকে জানালো না, বাংলাকে বিক্রি করে দিচ্ছে', তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee: পুর-পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা

পুর-পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নবান্নের বৈঠকে তীব্র ভর্ৎসনা। পুর-পরিষেবা নিয়ে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী। 'কোথাও জবরদখল হলে, সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়? কেউ টাকা খেয়ে, কেউ খাইয়ে এসব করছে', তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee: নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। তাহেরপুর, ঝালদা বাদে রাজ্যের সব পুরসভার মেয়র-চেয়ারপার্সনদের নবান্নে তলব। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। পুর পরিষেবায় কোথায় ঘাটতি, আলোচনা হবে বৈঠকে। লোকসভা ভোটে ১২১ পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে ৬৭টিতে। ৫০টিতে এগিয়ে আছে শাসকদল তৃণমূল। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে ৪৫টিতে এগিয়ে বিজেপি। বালি ও হাওড়ার বিধায়কদেরও নবান্ন সভাঘরে তলব। বালি ও হাওড়া পুরসভার স্থগিত ভোট নিয়েও আলোচনার সম্ভাবনা।

West Bengal Live News: পাথরপ্রতিমায় বিজেপি কর্মী দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল

ভোট পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ ২৪ পরগনায়। মথুরাপুর লোকসভার পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধরনগরে বিজেপি কর্মী দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানানোর পর এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় দম্পতিকে। এরপর পুলিশের উপস্থিতিতে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ করেছেন দম্পতি। 

WB News Live : বাংলায়  শপথবাক্য পাঠ সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরের


সাংসদ পদে শপথ নিলেন বাংলার দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। বাংলায়  শপথবাক্য পাঠ। কাল বাংলার বাকি সাংসদদের শপথ। 

Parliament News : প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময়ও নিট-নিট চিৎকার বিরোধীদের

অষ্টাদশ লোকসভার শুরুতেই প্রশ্নফাঁসকাণ্ডে চাপে মোদি সরকার।
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময়ও নিট-নিট চিৎকার বিরোধীদের।
সংসদের বাইরেও বিক্ষোভ বিরোধী জোট ইন্ডিয়ার।
যন্তরমন্তরে আজও বিক্ষোভ কংগ্রেসের। 

WB News Live : অন্ডালের দক্ষিণাখণ্ড এলাকায় পুলকার দুর্ঘটনায় চালকের মৃত্যু

অন্ডালের দক্ষিণাখণ্ড এলাকায় পুলকার দুর্ঘটনায় চালকের মৃত্যু। মৃত চালকের নাম চন্দন ভাণ্ডারি। সোমবার বেসরকারি স্কুলের
পড়ুয়াদের তুলতে যাওয়ার সময়ে একটি মারুতি ভ্যানের সঙ্গে পুলকারের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় পুলকার চালকের। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলে সমস্যা হয় ওই এলাকায়। দুর্ঘটনাস্থলে যান দক্ষিণাখণ্ড পঞ্চায়েতের উপপ্রধান কান্ত বাউড়ি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মারুতি ভ্যানটিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। 

Kolkata Market Price : গরমের জেরে সবজির জোগানে ঘাটতি, আকাশ চুম্বী দাম

প্রচণ্ড গরমের জেরে সবজির জোগানে ঘাটতি হচ্ছে। যার জেরে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে মরশুমি সবজির দাম। বেশিরভাগ সবজির দাম সেঞ্চুরি পার করেছে। সামান্য সবজি কিনতে গিয়েও ঘাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। ১২০ টাকা কিলো দরে বিকোচ্ছে লঙ্কা, টম্যাটো। শশা, উচ্ছের দাম পৌঁছেছে ১০০ টাকায়। কিলো প্রতি বেগুনের দাম দেড়শো টাকা। সজনে ডাঁটার দাম তিনশো টাকা। শুধু সবজি নয় মাছের দামের অবস্থাও তথৈবচ। ৪০০ থেকে ৪৫০ টাকা দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ।এক কেজির বেশি ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা। দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

Parliament News Live : শপথ নিতে উঠলেন ধর্মেন্দ্র প্রধান, বিরোধীরা স্লোগান তুললেন, 'নিট' 'নিট'বলে

শপথ নিতে উঠলেন ধর্মেন্দ্র প্রধান, বিরোধীরা স্লোগান তুললেন, 'নিট' 'নিট'বলে

Parliament Session News Live : সাংসদ হিসেবে  শপথ নিলেন মোদি - শাহ

সাংসদ হিসেবে  শপথ নিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহ

Parliament Session Live : প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির ভতৃহরি মহতাবের শপথ

 সকাল ১০টা নাগাদ প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির ভতৃহরি মহতাবকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

Parliament Session Live : মোদি সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশের গণতন্ত্রের সবথেকে বড় বিপদ হত : সৌগত

মোদি সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশের গণতন্ত্রের সবথেকে বড় বিপদ হত, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

Parliament Session Live : আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই, বললেন প্রধানমন্ত্রী

একক গরিষ্ঠতা হারিয়ে মোদির মুখে সহমত-রাজনীতি। 'সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে সহমতের প্রয়োজন। 'আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই', অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী।

Weather Update Today : কলকাতায় কবে বর্ষার বৃষ্টি, দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

 আবহাওয়া দফতরের পূ্র্বাভাস, এমন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আরও কিছুদিন।  কমবে বৃষ্টির পরিমাণ। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার ও  বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। 

WB News Live : চন্দ্রকোণায় বাইক চোর সন্দেহে এক যুবককে 'গণধোলাই'

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বাইক চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। গণপিটুনির পরে ওই যুবককে পিছমোড়া করে বেঁধে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত দুলাল জমাদার গড়বেতার রসকুণ্ডু
এলাকার বাসিন্দা। স্থানীয়দের একাংশের দাবি, কিছুদিন আগে রাজকুমার খামরুই নামে এক বাসিন্দার বাইক চুরি হয়। চন্দ্রকোণা থানায় অভিযোগ জানান তিনি। তখনও দুলালকেই সন্দেহ করা হয়েছিল। সোমবার ফের একটি বাইক চুরির চেষ্টা করে অভিযুক্ত। তখনই তাকে হাতেনাতে ধরা হয়। 

WB News Live : প্রার্থী কে না দেখে দলের হয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়ুন, কর্মীদের বার্তা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের

বাগদা উপনির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কর্মীদের বার্তা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। প্রার্থী কে না দেখে দলের হয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়ার পরামর্শও দেন তিনি। ১০ জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচন। মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ। বাগদায় জয়ী হতে এলাকা ধরে ধরে রাজ্যের কয়েকজন হেভিওয়েট মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তৃণমূল।

WB News Live : 'আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল ধৃত মহম্মদ হাবিবুল্লা'

পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নতুন  রাজ্য পুলিশের এসটিএফের হাতে। ধৃত মহম্মদ হাবিবুল্লা আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি STF সূত্রে। ধৃত একটি সোশাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশীর খোঁজ মিলেছে। তাদের সঙ্গে ধৃতের কথপোকথন পেয়েছেন তদন্তকারীরাা। তাদের অনুমান নির্দিষ্ট কিছু যুবকদের টার্গেট করা হতো। তারপরে সদস্যপদ গ্রহণের জন্য তাদের বোঝানো হত। টাকাও দেওয়া হত তাদের। মহম্মদ হাবিবুল্লাকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস জানার চেষ্টা করছে এসটিএফ। ধৃত জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছে বলেও খবর এসটিএফ সূত্রে। 

WB News Live : কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাতিশালার তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে নিউটাউনের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করেননি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।  

WB News Live : কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাতিশালার তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে নিউটাউনের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করেননি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।  

WB News Live : ৩৫ বছর পর বামেদের হাতছাড়া সিঙ্গুরের গোবিন্দপুর

৩৫ বছর পর বামেদের হাতছাড়া সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। ৪৫টি আসনের সবকটিতে জয়ী তৃণমূল প্রার্থীরা। শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বামেদের। বাধা দিতে গেলে বাম সমর্থিত প্রার্থীকে মারধর করা হয় বলেও অভিযোগ।   

WB News Live : নন্দীগ্রামে তুলকালাম, হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয় বিজেপির

 সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে তুলকালাম। হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয় বিজেপির। ফল ঘোষণার পরেই তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ এক বিজেপি সমর্থকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে নিয়ে আসার সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। অভিযুক্ত কর্মীকে পুলিশের ভ্য়ান থেকে নামালেন বিজেপি কর্মীরা। 

WB News Live : কাঁকসায় রাজ্য় পুলিশের STF-এর হাতে ধৃত সন্দেহভাজন জঙ্গি

কাঁকসায় রাজ্য় পুলিশের STF-এর হাতে ধৃত সন্দেহভাজন জঙ্গি। ধৃত কলেজ পডুয়া মহম্মদ হাবিবুল্লা আল কায়েদার শাখা সংগঠন শাহাদাত নামে এক জঙ্গি সংগঠনের প্রধান, দাবি তদন্তকারীদের। ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও ইউএপিএ ধারায় মামলা। ধৃতের ১৪ দিনের STF হেফাজত। 

West Bengal News : বঙ্গে ফের জঙ্গি মডিউলের হদিশ

বঙ্গে ফের জঙ্গি মডিউলের হদিশ মিলল। কাঁকসা থেকে গ্রেফতার করা হল কলেজ পড়ুয়াকে। বাংলায় একের পর এক সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। এরাজ্যকে কি নিরাপদ মনে করছে  জঙ্গিরা? এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

প্রেক্ষাপট

আজ শুরু লোকসভা অধিবেশন। অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিন আজ। আর এদিনই ঝড়ের পূর্বাভাস দেখছে রাজনৈতিক মহল। NEET, NET ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরতে পারেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণের স্ট্র্যাটেজি নিয়েছে ইন্ডিয়া জোট। উত্তর দিতে কতটা তৈরি মোদি সরকার? বাংলার সাংসদরাই বা কতটা জেরবার করবে মোদি সরকারকে ? উত্তর মিলবে আজই। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে এই ইস্যু নিয়ে আক্রমণ করতে পারেন বিরোধীরা।  পাল্টা কৌশল ঠিক করতে রবিবার গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন জেপি  নাড্ডা । অন্যদিকে 
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরে সঙ্গে বৈঠকও করেন বিজেপি সভাপতি। 


অন্যদিকে কলকাতার গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ তৃণমূল কর্মীকে। সিসি ক্যামেরার ফুটেজে সামনে এসেছে শিউরে ওঠা ছবি। এখনও অধরা মূল অভিযুক্ত। আতঙ্কে রয়েছেন আহত কাউন্সিলর। 


সমবায় ভোটেও অশান্তি। নন্দীগ্রামে জয়ী বিজেপি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সিঙ্গুরে বামেদের হাতছাড়া গোবিন্দপুর সমবায়। তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.