সেরা ১০ শিরোনাম
গরুপাচারে বিএসএফের 'হাত' : বিএসএফ আধিকারিকদের একাংশের যোগসাজশেই ভারত থেকে বাংলাদেশে পাচার হত গরু। অমিত শাহের অধীনে থাকা বিএসএফের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ ইডির চার্জশিটে।
'কমিশন পেত বিএসএফ' : পুলিশ ট্রাক আটকালে দেওয়া হত টোকেন। রাত ১১ থেকে চার ঘণ্টার জন্য খুলত দরজা। কমিশন পেত বিএসএফ। অনুব্রত যোগে বীরভূম থেকে বিনা বাধায় গরুর ট্রাক যেত মুর্শিদাবাদে। উল্লেখ চার্জশিটে।
'তৃণমূলের অভিযোগেই মান্যতা' : গরুপাচারে বিএসএফ জড়িত থাকার অভিযোগ বারবার দাবি করেছে তৃণমূলই। সেই কথাই সাপ্লিমেন্টারি চার্জশিটে লিখল কেন্দ্রীয় সংস্থা। প্রতিক্রিয়া ফিরহাদের।
দায়-সংঘাত : গরুপাচারে জড়িত রাজ্য পুলিশ, বিএসএফ। সব টোকেনের খেলা, কটাক্ষ সুজনের। সবাই টাকা খেয়েছে, আক্রমণ অধীরের। দোষীদের সাজা হোক, নাহলে অপরাধ বন্ধ হবে না, পাল্টা দিলীপ।
গরুপাচারে ৭৭ কোটি ! : গরুপাচার মামলায় ৭৭ কোটির হদিশ। অনুব্রত ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে জমা প্রায় ১৩ কোটি টাকা। ব্যবসা চালাতেন মেয়ে, বয়ান অনুব্রতর। বাবার নির্দেশেই কাজ, বয়ান সুকন্যার, ইডি সূত্রে খবর।
সায়গলের ফোনে কেষ্ট-কথন! : অনুব্রতর সঙ্গে গরুপাচারকারীরা কথা বলত তাঁর ফোনেই। কথা বলতেন তৃণমূল নেতা-বিধায়ক-পুলিশকর্তারাও। ইডি-র চার্জশিটে সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির উল্লেখ।
'প্রভাব খাটিয়ে লটারি-প্রাপ্তি' : ৩ বছরে ৫টি লটারিতে প্রায় ২ কোটির টাকা লক্ষ্মীলাভ কেষ্টর। লটারিতে বিজয়ীর নাম আগে জেনে প্রভাব খাটিয়ে যোগাযোগ কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরের। ইডির চার্জশিটে উল্লেখ।
‘কৃপাময়কে কেষ্ট-তথ্য জেলারের’ : শক্তিগড়ে কোথায় দাঁড়াবে কেষ্টর কনভয়, কোন দোকানে ব্রেকফাস্ট। আগেই সুকন্যার গাড়িচালক তুফান মিদ্দা ও তৃণমূল নেতা কৃপাময় ঘোষকে জানিয়েছিলেন জেল আধিকারিক। চার্জশিটে দাবি ইডির।
‘মুখ খুললেই ঠোক দো’ : 'এজেন্সিকে বিজেপি বলছে ধামাকা করে দাও, যেমন NRC নিয়ে আপনারা দেখছেন, বিলকিস নিয়েও আপনারা দেখছেন, আমাদের অনেক কাণ্ড হয়েছে, হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে।' মমতার নিশানা বিজেপিকে ।
অভিষেকের জনসংযোগ : দুই দিনাজপুরের পর এবার মুর্শিদাবাদ। রোড শোয়ের সময় ফের গাড়ির ছাদে অভিষেক। সারলেন জনসংযোগ।
ক্ষোভ সামলাতে অভিষেক-বার্তা : মালদা তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিনোদপুরের পর ইংরেজবাজারের কাজিগ্রাম। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের। ৭দিনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ অভিষেকের।
মমতার জোট-বার্তা: ২৪-এর ভোটের আগে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার বার্তা মমতার। আগে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন, পাল্টা অধীর।
অধরা শাসক-নেতা : বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের পর অধরা শাসক নেতা। দল আগাম পদক্ষেপ করলে ঘটনা ঘটত না, আক্ষেপ রাজু নস্করের ছেলের। পদে থেকে মন্তব্য সঠিক নয়, পাল্টা কুণাল।
মিছিলে মতবিরোধ : বকেয়া ডিএ-র দাবিতে অভিষেকের বাড়ির সামনে মিছিল নিয়ে আন্দোলনকারীদের মধ্যে সংঘাত। মিছিল নয়, হোক সমাবেশ, দাবি একপক্ষের। মিছিল হবেই, পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের।