কলকাতা: রাজ্যের সকালের সেরা ১০ খবরের শিরোনাম দেখে নিন- 


'নবজোয়ারে' ফের বিশৃঙ্খলা


অভিষেক ভগবানগোলার ক্যাম্পে পৌঁছনোর আগেই তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা। প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগে দলেরই একাংশের। 


ডিএ মিছিলে 'চোর' স্লোগান


বকেয়া ডিএ-র দাবিতে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল। অভিষেকের বাড়ি পেরিয়ে উঠল চোর স্লোগান। একযোগে শাসকদলকে নিশানা বাম-বিজেপি-কংগ্রেসের। এক মঞ্চে অতৃপ্ত আত্মারা, কটাক্ষ তৃণমূলের। 


মামলা-সংঘাত


ডিএ মামলায় নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। বিচারব্যবস্থার প্রতি অনাস্থা আদালত অবমাননা, পাল্টা কুণাল।


জিভ ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর!


বকেয়া ডিএ-র দাবিতে রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চ। হুঁশিয়ারি মন্ত্রীর। তিনি বলেন- আসি-যাই মাইনে পাই চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের জিভ টেনে ছিঁড়ে দিন।


ফের আঁতাঁত-তরজা


তৃণমূলের বিরুদ্ধে সরব, কেন নীরব মোদি-শাহদের বিরুদ্ধে? সাগরদিঘির ফল নিয়ে ফের বাম-কংগ্রেস-বিজেপি গোপন আঁতাঁতের অভিযোগ অভিষেকের। বাঁচতে বিজেপির পা ধরে তৃণমূলই, পাল্টা অধীর-সুজন। 


জেলা পরিষদের কাজেও কাটমানি!


শুধু গরুপাচার নয়, বীরভূম জেলা পরিষদের কাজের জন্যও অনুব্রতকে দিতে হত কাটমানি। কেষ্টর হয়ে টাকা তুলতেন সায়গল, চার্জশিটে দাবি ইডি-র। স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর। 


টিএমসিপির বৈঠকেই চোর-কটাক্ষ!


নিয়োগ থেকে কয়লা-গরু, দুর্নীতি ইস্যুতে তোলপাড়। মেদিনীপুরে টিএমসিপির ভার্চুয়াল বৈঠকেই শোনা গেল চোর-চোর কটাক্ষ। অস্বস্তির মুখে তড়িঘড়ি শেষ বৈঠক।


দিলীপের হুমকি


পঞ্চায়েতে ভোট লুঠের চেষ্টা হলে, হাসপাতালে পাঠানোর হুমকি দিলীপের। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ভোট লুঠের চেষ্টা করলে ভালো করে ট্রিটমেন্ট করবেন, যেন হাসপাতাল হয়ে বাড়ি ফেরে।


কোন পথে 'মোকা'?


বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। আজ পরিণত হবে নিম্নচাপে। মঙ্গল থেকে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান-নিকোবরে জারি সতর্কতা।


ত্রিবেণীতে আয়োজিত হবে কুম্ভমেলা


২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি হুগলির ত্রিবেণীতে আয়োজিত হবে কুম্ভমেলা। ১৩ ফেব্রুয়ারি হবে মহাস্নান। শনিবার ত্রিবেণীর কুম্ভমেলা ও মহাস্নানের দিন ঘোষণা করল আয়োজক কমিটি। ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ত্রিবেণীর কুম্ভ মেলা। আগামীদিনে আরও বড় আকারে মেলা করার উদ্যোগ নিচ্ছেন ত্রিবেণীর কুম্ভ মেলার আয়োজকরা।