West Bengal News Update : পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর
কালো মেয়ের আলোর ছটায় ভরল বঙ্গ। পাশাপাশি উঠল প্রতিবাদের রবও। দীপাবলির সকালে স্মৃতি আঁকড়ে ঘরের কোণে পড়ে রইলেন আর জি করে নিহত চিকিৎসকের বাবা - মা।
শুক্রবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল পাটুলি থানা সংলগ্ন খেলার মাঠ। গুরুতর জখম হয়েছে এক নাবালক। পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সকাল সাড়ে ১১টা নাগাদ খেলার মাঠে বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, বল ভেবে বোমা নিয়ে খলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পাটুলি থানা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক উত্তরপত্র উধাও! হারিয়ে গেল ৩ কলেজের স্নাতকোত্তরের ১২০টি উত্তরপত্র, খবর সূত্রের।
হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি বাঁকুড়া শহরের দোলতলায়। সেখানে নিজের হাতে মা কালীর পুজো করেন তিনি। পুজোর জোগাড় থেকে আরতি নিজে হাতেই সবটা করেন কল্যাণ। পুজোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। দেবী মূর্তিকে জড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে।
খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর। পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিস্ফোরণ
খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর। পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিস্ফোরণ
ভাই ফোঁটার মিষ্টিতেও এবার লেখা জাস্টিসের স্লোগান। উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক মিষ্টির দোকানে বিকোচ্ছে জাস্টিস লেখা বিশেষ সন্দেশ। নতুন ধরনের এই সন্দেশ কিনতে উপচে পড়া ভিড় অশোকনগরের মিষ্টির দোকানে। কর্পোরেট সংস্থায় কর্মরত মহিলা থেকে শুরু করে কলেজ ছাত্রী সকলেই এই মিষ্টি পছন্দ করছেন।
হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি বাঁকুড়া শহরের দোলতলায়। সেখানে নিজের হাতে মা কালীর পুজো করেন তিনি। পুজোর জোগাড় থেকে আরতি নিজে হাতেই সবটা করেন কল্যাণ। পুজোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ। দেবী মূর্তিকে জড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে।
আলিপুরদুয়ারের কালচিনিতে গুলিবিদ্ধ যুবক। ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ যুবক আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি। টাকা ও মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীদের
জোড়াবাগানে দেহ উদ্ধারের ঘটনা, খুন বলে নিশ্চিত পুলিশ। দেহে একাধিক আঘাতের চিহ্ন, ময়নাতদন্তের রিপোর্ট দেখে খুন বলে নিশ্চিত পুলিশ।
গতকাল জোড়াবাগানে বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫৮। ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও খোলা ছিল পিছনের দরজা।
বাড়ির কালীপুজোয় মুুখ্যমন্ত্রী। নিজে রাঁধলেন ভোগ, দিলেন অঞ্জলি। মণ্ডপে গ্রামবাংলার ছোঁয়া। মেয়েকে নিয়ে মমতার পুজোয় হাজির অভিষেক।
১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। 'কালীপুজোর উদ্বোধন থেকে ফেরার সময় হামলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা। পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল', অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর
রাত গড়াতেই দেদার বাজি পুড়ল কলকাতায়। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে পুলিশের জালে ৭। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ২৬।
প্রেক্ষাপট
দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। কালীঘাটে বিশেষ পুজো, তারাপীঠে কুমারী পুজোয় কাটল রাত। দক্ষিণেশ্বর- লেক কালীবাড়িতে ভিড় জমালেন ভক্তরা। কালো মেয়ের আলোর ছটায় ভরল বঙ্গ। পাশাপাশি উঠল প্রতিবাদের রবও। দীপাবলির সকালে স্মৃতি আঁকড়ে ঘরের কোণে পড়ে রইলেন আর জি করে নিহত চিকিৎসকের বাবা - মা। বললেন, তাঁদের দীপাবলি ৯ অগাস্টই শেষ হয়ে গিয়েছে। এখন শুধুই আঁধার। বললেন, শব্দবাজিতে ভয় পেত মেয়ে। শুধু চরকি ফাটাতো। আলো দিয়ে বাড়ি সাজাত, আঁকত রঙ্গোলি। সব নিভে গিয়েছে। বারবার বিচারের আর্তি জানালেন আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা।
দীপাবলিতে প্রদীপের নিচে আঁধারটা আরও ঘন হল কুলতলির ঘটনায় । মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উল । ধরা পড়েছে অভিযুক্ত। অন্যদিকে আবার বর্ধমানে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল শিক্ষককে। পকসো আইনে মামলা রুজু হল।
দীপাবলিতে রাত গড়াতেই দেদার বাজি পুড়ল কলকাতায়। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে পুলিশের জালে ৭। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হল ২৬ জনকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -