West Bengal News Update : পাটুলিতে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, জখম কিশোর

কালো মেয়ের আলোর ছটায় ভরল বঙ্গ। পাশাপাশি উঠল প্রতিবাদের রবও। দীপাবলির সকালে স্মৃতি আঁকড়ে ঘরের কোণে পড়ে রইলেন আর জি করে নিহত চিকিৎসকের বাবা - মা।

ABP Ananda Last Updated: 01 Nov 2024 03:00 PM

প্রেক্ষাপট

দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। কালীঘাটে বিশেষ পুজো, তারাপীঠে কুমারী পুজোয় কাটল রাত।  দক্ষিণেশ্বর- লেক কালীবাড়িতে ভিড় জমালেন ভক্তরা। কালো মেয়ের আলোর ছটায় ভরল বঙ্গ। পাশাপাশি উঠল প্রতিবাদের রবও। দীপাবলির...More

Kolkata News Live : বিস্ফোরণে কেঁপে উঠল পাটুলি থানা সংলগ্ন খেলার মাঠ।

শুক্রবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল পাটুলি থানা সংলগ্ন খেলার মাঠ। গুরুতর জখম হয়েছে এক নাবালক। পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সকাল সাড়ে ১১টা নাগাদ খেলার মাঠে বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, বল ভেবে বোমা নিয়ে খলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পাটুলি থানা।