- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
News LIVE Updates: শুরু হয়ে গেল ২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ
LIVE News: দেশ থেকে রাজ্য সব খবরের লাইভ আপডেট দেখুন
প্রেক্ষাপট
আজ ২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট হবে। নবদ্বীপে সুকান্তর কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলা! পাল্টা হামলা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে...More
বিহারে প্রথম পর্বের ভোট চলাকালীন অশান্তি। লক্ষ্মীসরাইয়ে নিজের কেন্দ্রে আক্রান্ত উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিন্হা। কনভয়ে জুতো, পাথর। RJD-র বিরুদ্ধে অভিযোগ।
শিলিগুড়ির ব্যাঙডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি। বেংডুবি সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল নন্দ মণ্ডল। বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে, ২০২৫ সালের অক্টোবর মাসে কাজ করতে এসেছিল, জেরায় স্বীকার ধৃতের। জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে থাকত ধৃত বাংলাদেশি। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে নন্দ মণ্ডল। আটক করে বাগডোগরা থানার হাতে তুলে দিল সেনা। ধৃত নন্দ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ।
চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি মেডিক্যালেই, সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায় বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ২৪ সেপ্টেম্বরের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও।
বাড়ি বাড়ি গিয়ে নয়, ক্যাম্প বসিয়ে চলছে ফর্ম বিলি! বেলতলা রোড ও মাধব লেনের সংযোগস্থলে ক্যাম্প বসিয়েছেন BLO, হাজির BLA-রাও। এনুমারেশন ফর্ম নিতে ক্যাম্পে লম্বা লাইন। ঘিঞ্জি এলাকা, মাটিতে পড়ে যাচ্ছে কাগজ, তাই ক্যাম্প, দাবি বিএলও-র।
এক ভোটার, অথচ ভোটার তালিকায় দু-জায়গায় নাম। তাও আবার একই বুথে। ভোটারের নাম ও তাঁদের বাবার নামও এক। শুধু এপিক নম্বর ও সিরিয়াল নম্বর আলাদা। কলকাতার পাটুলিতে এমনই দুই ব্যক্তির হদিশ পাওয়া গেল। একজন বিশ্বজিৎ মণ্ডল, অন্যজন আশিস রায়। তাঁদের দাবি, তাঁরা দীর্ঘদিনের ভোটার। কিন্তু এবার বাড়ি BLO পৌঁছনোর পর বিষয়টি জানতে পেরেছেন। ভোটার তালিকায় তাঁদের দু-জায়গায় নাম রয়েছে। বাবার নামও এক। এই ঘটনা সামনে আসতে আবার তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
SIR মামলায় জাতীয় নির্বাচন কমিশনের হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। আগামী ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ । নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। '২০০২ এর ভিত্তিতে কেন হচ্ছে SIR? ২০২৫ এর তথ্যের ভিত্তিতে করা হোক SIR', কলকাতা হাইকোর্টে শুনানিতে সওয়াল মামলাকারীর আইনজীবীর
লালবাজারের কাছে আগুন। প্রবল ধোঁয়ায় ঢেকেছে এলাকা। তিনতলা বাড়ির একতলার গোডাউনে আগুন। গা়ড়ির যন্ত্রাংশের গোডাউনে আগুন। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে। বিশেষ মাস্ক পরে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের সঙ্গে লড়াই দমকলের। ভবনের কাচ ভেঙে ভিতর থেকে ঘন ধোঁয়া বাইরে বার করার চেষ্টা চলছে। ভিতরে কেমিক্যাল থাকায় ধোঁয়ায় ঝাঁঝালো গন্ধ, বলছেন দমকল আধিকারিকরা। চোখে ধোঁয়া ঢুকে আহত হয়েছেন এক দমকলকর্মী। এসি মেশিন থেকে শর্ট সার্কিটের ফলে আগুন, প্রাথমিক তদন্তে ধারণা দমকলের।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ উঠল স্থানীয় BLO-র বিরুদ্ধে। এরপর সেই BLA সহ দু'জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসকে চড় মারা ও তাঁর পরিচয় পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে BLO অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ BLO-র বাড়ি থেকে বেরোনোর পরে তৃণমূল কর্মীদের একাংশ চড়াও হয় বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসের উপর। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দলের BLA-কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ২জন বিজেপি কর্মী। এক বিজেপি কর্মীর মাথায় গুরুতর চোট লেগেছে। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মীরা। BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন সুরজিৎ বিশ্বাস। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মত্ত অবস্থায় বিজেপির লোকেরা মারপিট করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের।
এবার কোচবিহারে বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আক্রান্ত বিজেপির BLA নিভাস দাসের দাবি, মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় BLO-র সঙ্গে তিনি বাড়ি বাড়ি গিয়েছিলেন। অভিযোগ, তখনই তৃণমূলের লোকজন তাঁকে মারধর করে জুতোর মালা পরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
উত্তরবঙ্গে SIR-এর কাজ খতিয়ে দেখতে আলিপুরদুয়ারে বৈঠক শুরু নির্বাচন কমিশনের । আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে চলছে বৈঠক। বৈঠকে রয়েছেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বৈঠকের পর ফিল্ড ভিজিট করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা আলিপুরদুয়ারের পর বৈঠক হবে কোচবিহারে। সেখানে কাজ শেষ করে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেবে কমিশনের টিম। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধিরা।
বিহারের ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। বিহারবাসীর কাছে রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিহারের ভোটাররা, বিশেষ করে যুবকদের কাছে প্রথম ধাপে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রতিটি ভোট বিহারে জঙ্গল রাজের পুনরাবৃত্তি রুখতে ও সুশাসন বজায় রাখতে সাহায্য করবে। উন্নত, স্বনির্ভর বিহার গড়ে তুলতে পথ প্রদর্শক হবে আপনাদের ভোট। যারা অনুপ্রবেশকারী এবং নকশালদের রক্ষা করে, দেশের নিরাপত্তার সঙ্গে খেলা করে এই নির্বাচনে তাদের শিক্ষা দিন। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের ভোট, বিহারের প্রতিটি বাসিন্দার জন্য আধুনিক শিক্ষা সুনিশ্চিত করবে।
এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার পাত্রসায়র। গতকাল স্থানীয় হামিরপুর গ্রামে ফর্ম বিলি করতে যান BLO। তৃণমূল ও বিজেপি দুই দলের BLA-রা উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ বিজেপির BLA-কে মারধর করে তৃণমূলের BLA। দিনভর সেই নিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। রাতে ফের সংঘর্ষ বাধে, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতি ও তাঁর অনুগামীদের মারপিট হয় বলে অভিযোগ। দু'পক্ষের বেশ কয়েকজন আহত হন। সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলা হয় বলে অভিযোগ। পাত্রসায়র থানার হাট কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছে ঘাসফুল শিবির।
বিহারের ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। বিহারবাসীর কাছে রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, বিহারের ভোটাররা, বিশেষ করে যুবকদের কাছে প্রথম ধাপে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রতিটি ভোট বিহারে জঙ্গল রাজের পুনরাবৃত্তি রুখতে ও সুশাসন বজায় রাখতে সাহায্য করবে। উন্নত, স্বনির্ভর বিহার গড়ে তুলতে পথ প্রদর্শক হবে আপনাদের ভোট। যারা অনুপ্রবেশকারী এবং নকশালদের রক্ষা করে, দেশের নিরাপত্তার সঙ্গে খেলা করে এই নির্বাচনে তাদের শিক্ষা দিন। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের ভোট, বিহারের প্রতিটি বাসিন্দার জন্য আধুনিক শিক্ষা সুনিশ্চিত করবে।
বিহার বিধানসভায় সভায় প্রথম পর্বের ভোট গ্রহণ চলছে। বিহারের ভোট নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আজ বিহারে গণতন্ত্রের উৎসবের প্রথম ধাপ। সব ভোটারদের কাছে আবেদন, তাঁরা পূর্ণ উদ্দীপনার সঙ্গে ভোট দিন। যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, সেই যুব ভোটারদের বিশেষ শুভেচ্ছা। মনে রাখবেন, প্রথমে ভোট দিন, তারপরে জল পান করুন।
দুই রাজ্যের দুই ভোট কেন্দ্রের ভোটার তালিকায় নাম জামুড়িয়ার তৃণমূল বিধায়কের! জোড়া EPIC প্রকাশ্যে এনে অভিযোগ করল সিপিএম ও বিজেপি। বিতর্কের মুখে নির্বাচন কমিশনের ঘাড়ে দায় ঠেলেছেন বিধায়ক হরেরাম সিং।
SIR সংঘাতের মধ্য়েই এবার, মতুয়া ঠাকুরবাড়িতে তুঙ্গে বিরোধ। একদিকে, অনশনে বসলেন, তৃণমূলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুরের অনুগামীরা। অন্য়দিকে, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মহাসম্মেলন। যেখানে, মতুয়াদের নাগরিকত্ব কার্ড দেওয়ার জন্য় করা হয় ক্য়াম্প।
শুরু হয়ে গেল ২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট গ্রহণ চলছে। প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে ও বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, বড় ছেলে ও জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব। বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি ও বিজয়কুমার সিন্হা। প্রথম দফার ভোটে লড়াই দ্বিমুখী। এনডিএ এবং বিজেপি বিরোধী জোট মহাগঠবন্ধনের মধ্যে লড়াই হবে। ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় এবং শেষ দফার ভোটগ্রহণ হবে। ১৪ নভেম্বর ভওটের ফল প্রকাশ হবে।