News LIVE Updates: শুরু হয়ে গেল ২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ

LIVE News: দেশ থেকে রাজ্য সব খবরের লাইভ আপডেট দেখুন

Advertisement

ABP Ananda Last Updated: 06 Nov 2025 03:12 PM

প্রেক্ষাপট

আজ ২৪৩ আসনের বিহার বিধানসভায় প্রথম পর্বের ভোটগ্রহণ। প্রথম দফায় ১৮টি জেলার ১২১ আসনে ভোট হবে। নবদ্বীপে সুকান্তর কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলা! পাল্টা হামলা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে...More

Bihar Election: বিহারে প্রথম পর্বের ভোট চলাকালীন আক্রান্ত উপ মুখ্যমন্ত্রী

বিহারে প্রথম পর্বের ভোট চলাকালীন অশান্তি। লক্ষ্মীসরাইয়ে নিজের কেন্দ্রে আক্রান্ত উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিন্হা। কনভয়ে জুতো, পাথর। RJD-র বিরুদ্ধে অভিযোগ।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.