West Bengal News LIVE Updates: আজই বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের আপডেট দেখুন...
প্রেক্ষাপট
আজই বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান। ভারতের চাপে পাকিস্তানের হাত থেকে মুক্ত পূর্ণমকুমার সাউ। ২১ দিন পাকিস্তানের হাতে আটকের পরে মুক্ত BSF জওয়ান। রিষড়ার বাড়িতে অকাল দীপাবলি। ...More
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা, চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায় বাড়ির সামনে গৃহকার্য করার সময় বৃদ্ধার সোনার হার ও কানের দুল ছিনতাই। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুইজন দুষ্কৃতি বাইকে চেপে এসে বৃদ্ধাকে ছুরি দেখিয়ে গলার সোনার হার ও কানের দুল ছিনতাই করে চম্পট দেয়। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে উলুবেড়িয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে যদুরবেড়িয়া কলতলার কাছে।
আজই বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান। ভারতের চাপে পাকিস্তানের হাত থেকে মুক্ত পূর্ণমকুমার সাউ। ২১ দিন পাকিস্তানের হাতে আটকের পরে মুক্ত BSF জওয়ান। ১৪ মে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রত্যাবর্তন। পাক-হাতে আটক জওয়ানের ঘরে ফেরার অপেক্ষায় পরিবার। ২৩ এপ্রিল- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই পাকিস্তানের হাতে আটক। পাঞ্জাবের পাঠানকোটে পাক রেঞ্জার্সের হাতে আটক হন পূর্ণমকুমার সাউ।
কামারহাটির কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং জেলে থাকলেও, তার শাগরেদ সোশাল মিডিয়ায় খুনের হুমকি দিচ্ছে। এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক স্থানীয় বাসিন্দা। বেলঘরিয়া থানার পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেটেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক, তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
হাইকোর্টের নির্দেশের পরেও এখনও জয়ন্ত সিংহের বাড়ি ভাঙতে পারেনি কামারহাটি পুরসভা। বাড়ি না ভাঙা নিয়ে অবাক যুক্তি কামারহাটি পুরসভার। 'এত বড় বাড়ি ভাঙার মত পরিকাঠামো পুরসভার নেই', সরু গলির ভিতর বাড়ি হওয়ায় ভাঙার সরঞ্জাম ঢোকাতে অসুবিধা, অবাক যুক্তি কামারহাটি পুরসভার। চার সপ্তাহের মধ্যে জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট
'ওখানে ১৫-১৬ দিন আন্দোলন করছেন, আপনাদের প্রতি আমি সমব্যথী', কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কোনও বহিরাগত ওখানে নেই, কোনও রাজনৈতিক ব্যক্তিকে ডাকা হয়নি, কেউ আসলে কী করব ? সওয়াল চাকরিহারা প্রার্থীদের। 'আপনাদের প্রতি সবাই সমব্যথী, আইন-শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন', এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে, মন্তব্য বিচারপতি ঘোষের।
বিকাশভবনের সামনে আন্দোলনকারী এবং FIR-এ নাম থাকা শিক্ষক-শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্ত চলবে, পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬ -র সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন, পর্যায়ভিত্তিক ভাবে ২০০ জন করে ব্যক্তি থাকতে পারবেন, নির্দেশ আদালতের। সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু বানিয়ে দেবে, বায়ো-টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন, নির্দেশ আদালতের। 'মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শো কজ নোটিস জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না', রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ আদালতের
বিকাশ ভবনের সামনে ধর্নায় বসে থাকা আন্দোলনকারী এবং FIR এ নাম থাকা কোনও শিক্ষক, শিক্ষাকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্ত চলবে, পুলিশকে ধীরে চলো নীতি নিতে হবে। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যোগ্য শিক্ষক - শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পর্যায়ক্রমে ২০০ জন ব্যক্তি সেখানে থাকতে পারবেন। বায়ো-টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন, নির্দেশ আদালতের। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা শো কজ নোটিস কার্যকর করা যাবে না, রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের।
বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাসকারীদের নিয়ে অবস্থান স্পষ্ট করল বিদেশমন্ত্রক। বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাসকারীদের নিয়ে আইন যা বলবে তাই হবে। ভারতে অনেক বাংলাদেশি রয়েছেন যাদের ওপারে ফেরত পাঠানো প্রয়োজন। ভারত বাংলাদেশকে তাদের নাগরিকত্ব যাচাই করতে বলেছে, জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ১৭ মে ২১ জন বাংলাদেশিকে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়েছিল।সেদিনই দিল্লিতে বেআইনিভাবে বসবাসের অভিযোগে ৫ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতারও করা হয় বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল।
নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে ২৫টি ওষুধ বাজার থেকে প্রত্যাহার করতে বলল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। চলতি মাসের ১৯ তারিখ রাজ্যের সব খুচরো ও পাইকারি বিক্রেতাদের বিজ্ঞপ্তি দিয়ে ২৫টি ওষুধের বিক্রি বন্ধ করে সেগুলো ফের পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই ওষুধগুলোর মধ্যে ২৪ টি নিম্নমানের ও একটি ওষুধ ভেজাল বলে জানানো হয়েছে। তালিকায় রয়েছে রিঙ্গার ল্যাকটেট, অ্যান্টিবায়োটিক, সুগারের ওষুধ, ক্যালসিয়াম ও ভিটামিন ডি বাড়ানোর ওষুধ, কোলেস্টেরল ও রক্তচাপ কমানোর ওষুধ ও কৃমির ওষুধ।
কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় দুবাই কানেকশন। শুধু তাই নয়, অন্তত ১৮০০ কোটি টাকা ডিজিটাল প্রতারণা করা হয়েছে বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিম কার্ডে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে, সেই সিম কার্ড দুবাইতে পাঠিয়ে সেখানে বসে চলত প্রতারণা চক্র। আর এই মামলায় বুধবার কলকাতা ও দিল্লিতে একসঙ্গে ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ED।
সত্যি কি শিক্ষকরা ওখানে আন্দোলনে করছেন? বাইরের লোক বিকাশভবনের আন্দোলনে ঢুকে গিয়েছে। IPS-কে মারছে, এঁরা শিক্ষক? আন্দোলনে সাংবিধানিক অধিকার আছে বলে, অন্যের সাংবিধানিক অধিকারকে নষ্ট করা যায় না, মন্তব্য তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার, জঙ্গি নিয়ে সতর্কতার সুর শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। বলেছিলেন, বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও শেল্টার নিতে না পারে। বৃহস্পতিবার, পাল্টা মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, উনি ৫৪০ কিলোমিটার জমিটা MHA-BSFকে তুলে দিক, জঙ্গি ওঁকে খুঁজতে হবে না, BSF-NIA খুঁজে নেবে।