সঞ্চয়ন মিত্র, কলকাতা : লাগাতার মূল্যবৃদ্ধির (Inflation) জেরে সাধারণ মানুষের এমনিতেই যখন নাভিশ্বাস উঠছে তখন খাবারের পাতেও ছ্যাঁকা। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী (Vegetables Price Increase)। একদিকে গরমের তাপ। অন্যদিকে বৃষ্টির অভাব, দুইয়ের জেরে চড়চড়িয়ে চড়ছে আনাজের মূল্য।
নেই বৃষ্টি, চড়ছে সবজির দাম
চৈত্রের মাঝামাঝি থেকে আকাশ সেই যে সূর্যদেবের রক্তচক্ষুর শাসনে চলে গেছে, তা নরম হওয়ার কোনও লক্ষণ নেই। হাঁসফাঁস পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)। পারদ যেভাবে চড়ছে তাতে পয়লা বৈশাখের সময় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। প্রায় দু'সপ্তাহ হতে চলল, গাঙ্গেয়বঙ্গে বৃষ্টি হয়নি। তার প্রভাব পড়েছে বাজারে। শেষ চৈত্রে রোদের মতোই চড়া সবজির দাম !
কোন সবজির কী দাম ?
মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে গিয়ে দেখা গেল, বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি। পটল ৬০ থেকে ৮০ টাকা কেজি। ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা কেজি। ঝিঙে ৮০ টাকা কেজি। শসা ৬০ টাকা কেজি। ১ কেজি উচ্ছের দাম ৬০ টাকা এবং একটা লাউ নিতে গেলে গুণতে হবে ৪০ টাকা।
বেশ কিছুদিন ধরে বৃষ্টিহীন বাংলা। সবজি ব্যবসায়ীদের দাবি, তারই প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না। সামনেই পয়লা বৈশাখ। সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা।
উল্লেখ্য, আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত বৃৃৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭ টি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। লু বইবারও আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি বেড়ে কলকাতায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্র-শনিবারে শহরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গেও পারদ চড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন- তীব্র গরমে তাপপ্রবাহের শঙ্কা, রক্ষা পেতে কী করবেন ও করবেন না ?