দার্জিলিং: জমিয়ে শীতের আমেজ। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তবে এই শীত-সুখ ক্ষণস্থায়ী। সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। উত্তরবঙ্গের দুটি জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।                                             

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
     
    আর্দ্রতা: 76%
    বাতাস: 6 কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
     
    আর্দ্রতা: 61%
    বাতাস: 11 কিমি/ঘণ্টা
    কালিম্পং
     
    আর্দ্রতা: 68%
    বাতাস: 6 কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
     
    আর্দ্রতা: 61%
    বাতাস: 14 কিমি/ঘণ্টা

    কোচবিহার

     
    আর্দ্রতা: 61 %
    বাতাস: 14 কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
     
    আর্দ্রতা: 63%
    বাতাস: 6 কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
     
    আর্দ্রতা: 61%
    বাতাস: 8 কিমি/ঘণ্টা
    মালদা
     
    আর্দ্রতা: 65%
    বাতাস: 8 কিমি/ঘণ্টা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং, দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।                                          

আবহাওয়ার আপডেট: মরশুমের শেষ বেলায় শীতের কামড়। আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। 
 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।