কলকাতা: তৃণমূল জমানার সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এর মধ্যেই OBC সংরক্ষণ নিয়েও রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। মুসলমানকে OBC করার সার্টিফিকেট দিয়ে তৃণমূল সরকার তোষণের রাজনীতির সীমা ছাড়িয়েছে বলে বুধবার ফের সরব হয়েছেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। এবার তৃণমূল আমলে দেওয়া, সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিল আদালত। লোকসভা ভোটের আবহে, এই OBC-দের সংরক্ষণ নিয়ে রাজনীতির হাওয়া জোরাল হয়েছে। বুধবারও এরাজ্য়ে এসে অমিত শাহ দাবি করেছেন, OBC-সহ অনগ্রসর গোষ্ঠীর সংরক্ষণের আওতায়, ঘুরপথে মুসলমানদের ঢোকাতে চাইছে বিরোধীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'কলকাতা হাইকোর্ট এই INDIA জোটকে সজোরে থাপ্পড় মেরেছে। আদালত ২০১০-এর পর সমস্ত সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিয়েছে।'
অন্যদিকে সুর চড়িয়েছেন শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভাই বোনেরা, আজ আমি আপনাদের জিজ্ঞাসা করতে এসেছি যে OBC-দের যে সংরক্ষণ আছে, সংরক্ষণ চালু থাকা উচিত কি উচিত না? জোরে বলুন, এই কংগ্রেস দল, INDIA জোট মুসলমানদের সংরক্ষণ দিয়ে... দলিত, আদিবাসীদের সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি যতদিন নরেন্দ্র মোদিজি আছেন SC, ST, OBC-দের সংরক্ষণকে কেউ হাত লাগাতে পারবে না। কেউ হাত লাগাতে পারবে না।'
সিপিএম-এর রাজ্য সম্পাদক, মহম্মদ সেলিম বলেন, 'মানুষ এবার রাস্তায় নামবে। এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য, কোনও সংরক্ষণ মানা হয়নি। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইটে সার্টিফিকেট দিয়েছে খোলামকুচির মতো'।
কী বলছেন মমতা?
মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি সংরক্ষণ করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম। ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে? ওটা যেই হয়ে যাবে তফশিলিদের সংরক্ষণ থাকবে না, আদিবাসীদের সংরক্ষণ থাকবে না, ওবিসিদের সংরক্ষণ থাকবে না।'
তবে এই ইস্যু নিয়ে বঙ্গে এসে সরব হয়েছে মোদি। প্রধানমন্ত্রীর কথায়, 'পশ্চিমবঙ্গের সরকার মুসলিম ভোটব্যাঙ্কের জন্য মুসলমানকে OBC করার সার্টিফিকেট দিয়েছে। এই ভোটব্যাঙ্কের রাজনীতি এই তোষণের রাজনীতি সব সীমা পেরিয়ে যাচ্ছে। আজ কোর্ট থাপ্পড় মেরেছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে