রুমা পাল ও ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা : মুখ্য নির্বাচনী অধিকারিকের দফতরে সর্বদল বৈঠক। বিজেপি (BJP) থেকে কংগ্রেস (Congress) বা সিপিএম (CPM) সবাই ‘ভুয়ো ভোটারে’র (Fake Voter) অভিযোগ তুলেছে। পাল্টা, তৃণমূলের (TMC) বক্তব্য চক্রান্ত করে, কারও নাম যেন বাতিল না হয়।


সর্বদল বৈঠক


দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। তার আগে চলতি মাসের ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছর, ৫ জানুয়ারি। তার আগে বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী অধিকারিকের দফতরে হয়ে গেল সর্বদল বৈঠক (All Party Meeting)।


ভুয়ো ভোটারের অভিযোগ


সর্বদল বৈঠকে বিরোধীদের মুখে বার বার উঠে এল ‘ভুয়ো ভোটারে’র অভিযোগ। বিজেপি থেকে কংগ্রেস বা সিপিএম সবাই এই অভিযোগে সরব হয়। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার অভিযোগ, 'ভোটার লিষ্টে প্রায় প্রত্যেক বুথে মৃত ব্যাক্তির নাম থাকে। এটা সাইন্টিফিক রিগিং।' প্রায় একই সুরে সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলেছেন, 'এক একটা বুথে ভুতুড়ে মৃত ভোটার। রাজ্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।' কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের অভিযোগ, 'ভুতুড়ে ভোটার আছে অসংখ্য।'


পাল্টা রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস বলেছেন, 'রাতের অন্ধকারে চক্রান্ত করে, কারও নাম যেন বাতিল না হয়। যারা যোগ্য সবার নাম যেন থাকে। অনেক রাজ্যে এরকম ঘটছে।'


কী জানাচ্ছে নির্বাচন কমিশন


নির্বাচন কমিশন সূত্রে দাবি, মৃত ব্যক্তিদের সম্পর্কে কোনও তথ্য পাওয়া গেলে, তা পরিবারের থেকে লিখিয়ে আনতে হয়। আবেদন ছাড়া কারও নাম বাদ দেওয়া যায় না। পুরসভার থেকেও তথ্য আসে। নির্বাচন কমিশন নিজে থেকে কারও নাম বাদ দিতে পারে না।



এদিকে বুধবার রাজ্য নির্বাচন কমিশনেও যান বিজেপির প্রতিনিধিরা। পঞ্চায়েত ভোটে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সংস্থান থেকে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি জানিয়েছে গেরুয়া শিবির।


সম্ভবত আগামী বছর মার্চ-এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলেই ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট, এমনই ইঙ্গিত কমিশন-প্রশাসন সূত্রে।


আরও পড়ুন- দুর্গাপুরে 'দুয়ারে সিপিএম', দ্রুত পুরভোটের দাবিতে ‘আপনার মতামত’ কর্মসূচিও