West Bengal Panchayat Election News Live: মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১

Panchayat Election Live : আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। দিনভর রাজ্যের কোথায় কী ঘটছে, জেনে নিন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত খবর

ABP Ananda Last Updated: 18 Jun 2023 11:30 PM
Panchayat Poll News: মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১

মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১। গ্রেফতার কংগ্রেস কর্মী। কালিয়াচকের চামাগ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীর স্বামী আটক। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, পাল্টা অভিযোগ কংগ্রেসের।

Panchayat Election Live: পঞ্চায়েত ভোটে তৃণমূলকে নন্দীগ্রামকে সাফ করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এক তৃতীয়াংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিজেপি! এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যদিও পঞ্চায়েত ভোটে তৃণমূলকে নন্দীগ্রামকে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Panchayat Poll News: পঞ্চায়েত নির্বাচনে কয়েকটি আসনে ভোটের আগেই জয় পেল সিপিএম বিজেপিও

পঞ্চায়েত নির্বাচনে কয়েকটি আসনে ভোটের আগেই জয় পেল সিপিএম বিজেপিও।  রায়নায় দুটি গ্রাম পঞ্চায়েতের দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সিপিএম।গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসন গেছে বিজেপির ঝুলিতে।

Panchayat Election Live: ভাঙড়ে একাধিক পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

মনোনয়ন পর্বে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল ভাঙড় ১ নম্বর বিডিও অফিস চত্বর। সেখানেই ভোটের আগে ৯টি গ্রাম পঞ্চায়েতের একাধিক অঞ্চলের ৭টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল নিল তৃণমূল। ক্যানিং-এও একাংশে ধরা পড়েছে এই ছবি। সন্ত্রাস করে বিরোধী শূন্য় করার অভিযোগে সরব হয়েছে বিজেপি থেকে সিপিএম। 

Panchayat Poll News: বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

খড়গ্রাম, ভাঙড়, নবগ্রাম, সুজাপুরের পর এবার দিনহাটা! বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খুনের নেপথ্যে বিধায়ক উদয়ন গুহর হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাবি, রাজনীতি নয়, খুনের নেপথ্যে মহিলা সংক্রান্ত গন্ডগোল থাকতে পারে। 

Panchayat Election Live: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতে ধাক্কা, একাধিক আসনে প্রার্থী দিতে পারল না বিজেপি

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতে ১৮৫টি আসনের মধ্যে ৬৬টিতে প্রার্থী দিতে পারল না বিজেপি। পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী দিতে পারল না বিজেপি। বিধানসভা ভোটের পর থেকে লাগাতার তৃণমূলের সন্ত্রাসের জেরে প্রার্থী দেওয়া যায়নি, দাবি জেলা বিজেপি নেতৃত্বের

Panchayat Poll News: পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ আব্দুল করিম চৌধুরীর

পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ আব্দুল করিম চৌধুরীর। 'বিধায়কের কথা রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তৃণমূলের যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, আমি ওদের সমর্থনে প্রচারে যাব। যেটা আমি নিজের জন্য় করতে পারতাম না, সেটা আমি ওদের জন্য় করব। মমতাদি আপনাকে অনুরোধ, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম হস্তক্ষেপ করবেন না, আমার সমান অধিকার আছে, যেটা আপনার আছে', হুঙ্কার আব্দুল করিম চৌধুরীর

Panchayat Election Live: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতে ১৮৫টি আসনের মধ্যে ৬৬টিতে প্রার্থী দিতে পারল না বিজেপি

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতে ১৮৫টি আসনের মধ্যে ৬৬টিতে প্রার্থী দিতে পারল না বিজেপি। পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী দিতে পারল না বিজেপি। বিধানসভা ভোটের পর থেকে লাগাতার তৃণমূলের সন্ত্রাসের জেরে প্রার্থী দেওয়া যায়নি, দাবি জেলা বিজেপি নেতৃত্বের। যেখানে বিজেপি প্রার্থী দিতে পারেনি, সেখানে নির্দলকে সমর্থন, জানাল জেলা বিজেপি নেতৃত্বে।

Panchayat Poll News: মনোনয়ন প্রত্যাহারে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হুমকি পোস্টার

মনোনয়ন প্রত্যাহারে হুমকি পোস্টার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হুমকি পোস্টার। 'তৃণমূলের বিরুদ্ধে লড়লে বাড়িতে সাদা থান পাঠাব। তৃণমূলের বিরুদ্ধে লড়লে গ্রামছাড়া করা হবে, পুলিশও বাঁচাতে পারবে না', তৃণমূলের বিরুদ্ধে হুমকি পোস্টারের অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের।

Panchayat Election Live: মনোনয়ন প্রত্যাহারে চাপের অভিযোগ তুলে 'ডায়মন্ড হারবার মডেল'কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

মনোনয়ন প্রত্যাহারে চাপের অভিযোগ তুলে 'ডায়মন্ড হারবার মডেল'কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'প্রাণের ঝুঁকি নিয়ে বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। স্ক্রুটিনি চলাকালীন তাঁদের উপর হামলা হচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। যাঁরা রুখে দাঁড়াচ্ছেন, তাঁদের উপর এই ভাবে হামলা করা হচ্ছে। এটাই বিখ্যাত ডায়মন্ড হারবার মডেল', হামলার ভিডিও পোস্ট করে ট্যুইট শুভেন্দু অধিকারীর

Panchayat Poll News: জয়নগরে মনোনয়ন না তুললে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মনোনয়ন না তুললে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জয়নগরে বাম সমর্থিত নির্দল প্রার্থীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকির অভিযোগ, অস্বীকার তৃণমূলের

Panchayat Election Live: ভাঙড়ে নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করছে আইএসএফ, অভিযোগ সওকত মোল্লার

সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়। মনোনয়ন পর্বে একদিনে ৩টি প্রাণহানি। এর মাঝেই নিরাপত্তা বাড়ল তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। এবার থেকে জেড ক্যাটিগরির নিরাপত্তা পাবেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ভাঙড়ে ফের দুষ্কৃতীদের আনা হচ্ছে। ভাঙড়ে নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করছে আইএসএফ। অভিযোগ সওকত মোল্লার। তৃণমূল কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।

Panchayat Poll News: দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুন, নিহতের বাড়িতে নিশীথ প্রামাণিক

দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুন, নিহতের বাড়িতে নিশীথ প্রামাণিক। 'দলদাসে পরিণত হয়েছে পুলিশ, পরপর আমার গাড়িতে হামলা হয়েছে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে খুনের চক্রান্ত, সেখানে সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই। রাজনৈতিক কারণে খুন, তাও বলা হচ্ছে পরকীয়ার কারণে খুন। আগে থেকে পুলিশ গল্প তৈরি করে রেখেছে অরাজকতা চলছে, গরিমা হারাচ্ছে বাংলা', নিহতের বাড়ি গিয়ে সরব নিশীথ প্রামাণিক

Panchayat Election Live: ইলামবাজারে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি প্রার্থীর প্রস্তাবককে

ভোটের আগে অব্যাহত সন্ত্রাস, এবার বীরভূমের ইলামবাজারে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি প্রার্থীর প্রস্তাবককে।
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের।

Panchayat Poll News : এবার আরামবাগে সিপিএমের মহিলা প্রার্থীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

এবার আরামবাগে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। সিপিএমের মহিলা প্রার্থীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ। ভাঙচুর করা হয় সিপিএম প্রার্থীর বাড়ি, লাঠি-বাঁশ নিয়ে হামলার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ।

Panchayat Election Live: নদিয়ার গাংনাপুরে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ

নদিয়ার গাংনাপুরে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ। বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। সিপিএম প্রার্থীদেরও মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ। রাজ্যপাল, নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের
অভিযোগ অস্বীকার শাসকদলের

Panchayat Poll News : মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা অভিযুক্তরা, পুলিশকে হুঁশিয়ারি দলের জেলা সভাপতির

মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা অভিযুক্তরা। পুলিশকে হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতির। '২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে'। 'দোষীদের গ্রেফতার না করলে ব্যবস্থা নেওয়া হবে'। হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর। আমরা চুড়ি পরে বসে নেই, বিরোধীদেরও হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির।

Panchayat Election Live: 'কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়', হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

'কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়' । হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্য ও কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে মহামিছিলের ডাক। রাজ্য নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি।

Panchayat Poll News : দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুনে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুনে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 'এখনও সময় আছে, এসব বন্ধ করুন, না হলে ভয়ঙ্কর পরিণতি হবে'। 'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে'। 'মানুষ কোনও অত্যাচারীর শাসন মেনে নেয়নি, প্রতিরোধ করেছে'। 'দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ করুন পুলিশমন্ত্রী, না হলে ভয়ঙ্কর দিন আসতে চলেছে'। হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

Panchayat Election Live: গ্রাম বাংলার ভোটযুদ্ধের আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমাবাজি

গ্রাম বাংলার ভোটযুদ্ধের আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমাবাজি। উদ্ধার হল এক ব্যাগ ভর্তি বোমা। গতকাল রাতে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। এরপর আজ সকালে গ্রামে গিয়ে নির্মীয়মাণ বাড়ি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। ব্যাগে ৬-৭টি বোমা আছে বলে অনুমান। গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত যে, পুলিশের সামনেও ভয়ে মুখ খুলতে চাইছেন না।


 

Panchayat Poll News : 'যাঁরা মনোনয়ন দিয়েছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে', তৃণমূলকে নিশানা দিলীপের

'যাঁরা মনোনয়ন দিয়েছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে'। 'গ্রামে গ্রামে সন্ত্রাস ছড়ানো হচ্ছে'। 'মানুষ যাতে ভোট দিতে না পারে সেই জন্য ভয় দেখানো শুরু হয়েছে'। তৃণমূলকে নিশানা করে অভিযোগ দিলীপ ঘোষের।

Panchayat Election Live: 'তৃণমূলের বিরুদ্ধে লড়লে বাড়িতে সাদা থান পাঠাব', হুমকি পোস্টার রঘুনাথগঞ্জে

মনোনয়ন প্রত্যাহারে হুমকি পোস্টার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হুমকি পোস্টার। 'তৃণমূলের বিরুদ্ধে লড়লে বাড়িতে সাদা থান পাঠাব'। 'তৃণমূলের বিরুদ্ধে লড়লে গ্রামছাড়া করা হবে, পুলিশও বাঁচাতে পারবে না'। তৃণমূলের বিরুদ্ধে হুমকি পোস্টারের অভিযোগ, 
অভিযোগ অস্বীকার শাসক দলের।

Panchayat Poll News : মনোনয়ন শেষ হতেই উত্তর ২৪ পরগনায় একের পর এক বিরোধী প্রার্থীকে 'হুমকি'

মনোনয়ন শেষ হতেই উত্তর ২৪ পরগনায় একের পর এক বিরোধী প্রার্থীকে 'হুমকি'। হাবড়া ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীকে বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ। অশোকনগর থানায় অভিযোগ দায়ের বিজেপি প্রার্থী অর্চনা সিংহ মুন্ডার। বারাসাতেও আইএসএফ প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকির অভিযোগ। বদনাম করতেই মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের


 

Panchayat Election Live: বাম-কংগ্রেস-বিজেপি ও আইএসএফের মধ্যে আঁতাঁতের অভিযোগ তৃণমূলের

নৌশাদ সিদ্দিকি, আব্বাস সিদ্দিকিদের বিজেপি-যোগ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। সামনে আনা হল, হোয়াটস অ্যাপের স্ক্রিনশট থেকে ভিডিও। এই ইস্যুতেই বাম-কংগ্রেস-বিজেপি ও আইএসএফের মধ্যে আঁতাঁতের অভিযোগও তুলেছে তৃণমূল। এঁটে উঠতে না পেরে, নতুন গুজব রটাচ্ছে শাসকশিবির। পাল্টা সুর চড়িয়েছেন নৌশাদও।

Panchayat Poll News : কোচবিহারে বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন !

কোচবিহারে এবার বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। মৃত শম্ভু দাস দিনহাটার কিসামত দশগ্রামের বিজেপি প্রার্থীর দেওর। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে, অভিযোগ বিজেপির। শাসক দলের প্রতিক্রিয়া এখনও মেলেনি

Panchayat Election Live: সুজাপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ মন্ত্রীর

ভোটের আগেই ৯ দিনে সন্ত্রাসের বলি ৬। সুজাপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ মন্ত্রীর। শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা অধীর।

Panchayat Poll News : 'এক্তিয়ার পেরিয়ে বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দেওয়ার চেষ্টা', রাজভবনে কন্ট্রোল রুম নিয়ে খোঁচা কুণালের

সন্ত্রাসের অভিযোগ নিতে রাজভবনে কন্ট্রোল রুম, পাল্টা আক্রমণে তৃণমূল। 'এক্তিয়ার পেরিয়ে বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দেওয়ার চেষ্টা'। '৩-৪টি বুথে পরিকল্পিত অশান্তি বাদে গোটা রাজ্য স্বাভাবিক'। 'সাম্প্রতিককালে বিরোধীদের সবচেয়ে বেশি মনোনয়ন'।
'তাও এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজার চেষ্টা'। রাজভবনে কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণে কুণাল ঘোষ।

Panchayat Election Live: মনোনয়ন পর্বেই অবাধে সন্ত্রাস, ভাঙড়-ক্যানিং থেকে ফিরেই গ্রিভান্স সেল খুললেন রাজ্যপাল

মনোনয়ন পর্বেই অবাধে সন্ত্রাস, ভাঙড়-ক্যানিং থেকে ফিরেই গ্রিভান্স সেল খুললেন রাজ্যপাল। অভিযোগ পাঠানো হবে কমিশন-রাজ্য সরকারের কাছে। 

প্রেক্ষাপট

কলকাতা : ভোটের আগেই সন্ত্রাস, বেনজিরভাবে রাজভবনেও ২৪ ঘণ্টার 'কন্ট্রোল রুম। মনোনয়ন পর্বেই বেলাগাম সন্ত্রাস, রাজভবনে খুলছে 'পাবলিক পিস রুম' । ভাঙড়, ক্যানিংয়ের পর আজ মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল । ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পরে খড়গ্রামে নিহত পরিবারের সঙ্গে কথা। খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল: সূত্র। মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী। রাজভবনে অভিযোগ জানানো যাবে OSD2w.b.governor@gmail.com । রাজভবনে অভিযোগ জানানো যাবে 03322001641 নম্বরে। ভোটে সন্ত্রাসের অভিযোগ নিতে 'পাবলিক পিস রুম' নামে 'কন্ট্রোল রুম' খুলল রাজভবন। ভাঙড়, ক্যানিংয়ের পরিস্থিতি সরেজমিনের পরই রাজভবনে বেনজিরভাবে খুলল কন্ট্রোল রুম । অভিযোগ পাওয়ার পরেই পাঠানো হবে সরকার, কমিশনের কাছে: রাজভবন সূত্র ।


সন্ত্রাসের অভিযোগ নিতে রাজভবনে কন্ট্রোল রুম, পাল্টা আক্রমণে তৃণমূল। 'এক্তিয়ার পেরিয়ে বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দেওয়ার চেষ্টা'। '৩-৪টি বুথে পরিকল্পিত অশান্তি বাদে গোটা রাজ্য স্বাভাবিক'। 'সাম্প্রতিককালে বিরোধীদের সবচেয়ে বেশি মনোনয়ন'।
'তাও এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজার চেষ্টা'। রাজভবনে কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণে কুণাল ঘোষ।


টানা ১ সপ্তাহ অশান্তির পর, অবশেষে ভাঙড়ে আঁটসাঁট করা হল নিরাপত্তা ব্যবস্থা। শনিবার ভাঙড়ে গেলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অলিতে গলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। বিডিও অফিসের সামনেও অশান্তি রুখতে কড়া প্রহড়া। জমায়েত ঠেকাতে ড্রোনে কড়া নজরদারি প্রশাসনের।


শাসনে ভোটের আগেই তৃণমূলের 'শাসন'! বিষ্ণুপুর মহকুমায় প্রায় ৬৬ শতাংশ গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল ! ভাঙড় ১ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটিতে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। স্ক্রুটিনি শুরু হতেই একের পর এক জেলায়। সামনে আসছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকের জয়ের ছবি ! যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.