কলকাতা: পাড়ায় শিক্ষালয়ে এবার চালু হচ্ছে মিড ডে মিল। রান্না করা খাবার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে পাড়ায় শিক্ষালয়। প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় শিক্ষালয় চলবে। পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জেলাশাসককে এই বার্তা দিয়েছে শিক্ষা দফতর।
করোনাকালে (Corona Pandemic) এবার পাড়ায় পাড়ায় স্কুল হবে কচিকাঁচাদের। প্রাথমিক স্তরে (Primary Education) নতুন প্রকল্প এনেছে রাজ্য (West Bengal Government)। নতুন সেই প্রকল্পের নাম ‘পাড়ায় শিক্ষালয়’ (Paraye Sikhhaloy)। সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। করোনাকালে প্রায় ২ বছর বন্ধ প্রাথমিকের পঠনপাঠন। ক্লাসরুমের (Class Room) বন্দ গণ্ডিতে কচিকাঁচাদের ক্লাস নেওয়া বিপদ্দজনক হতে পারে বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসকরা (Doctors)। সেই কথা মাথায় রেখেই খোলা জায়গায় (Open Air Spaces) নেওয়া হল পড়ুয়াদের ক্লাস।
পাড়ায় শিক্ষালয় প্রকল্পে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক (Teachers), পার্শ্বশিক্ষক (Para Teachers), শিক্ষা সহায়করা। জানা যাচ্ছে, প্রায় ৮০ লক্ষ প্রাথমিক পড়ুয়ার জন্য এই প্রকল্প। এই মুহূর্তে শুধুমাত্র প্রাথমিক স্তরে ভাবনা রাজ্য সরকারের। করোনা আবহে যেহেতু প্রায় ২ বছর স্কুল বন্ধ, তাই ছোটদের বিকল্প ক্লাসের ভাবনা বলেই শিক্ষা দফতর (Education Department) সূত্রের খবর।
গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হল শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজ থেকে রাজ্যে খুলেছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস। কিন্তু এখনই প্রাক প্রাথমিক, প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হচ্ছে না শ্রেণিকক্ষের পঠনপাঠন। পরিবর্তে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। খোলা আকাশের ক্লাস করতে পারবে পড়ুয়ারা।