সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, হুগলি ও বীরভূম : এগরাকাণ্ডের (Egra Blast) পর নড়েচড়ে বসল পুলিশ। জেলায় জেলায় বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু হল।
হুগলির (Hooghly) চণ্ডীতলা থানা থেকে বাজেয়াপ্ত করা হয় ৫০০ কেজি নিষিদ্ধ বাজি। ৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ (Police)। গতকাল রাতে চণ্ডীতলার বেগমপুরে হানা দিয়ে নিষিদ্ধ বাজির হদিশ মেলে। উদ্ধার হয়েছে বাজি তৈরির সরঞ্জামও। বীরভূমের (Birbhum) নলহাটিতেও বাজির দোকানে পুলিশি হানা। আজ সকালে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান থেকে ৭২০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি ও বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। বেআইনিভাবে নিষিদ্ধ বাজি মজুত করায় নলহাটির এক ব্যবসায়ীকে আটক করা হয়।
আরও পড়ুন- পড়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকা ! পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নে জোর দিতে নির্দেশ নবান্নের
ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের (Blast) ২ দিন পরে এগরা বিস্ফোরণকাণ্ডে পাকড়াও কৃষ্ণপদ ওরফে ভানু বাগ। ওড়িশা থেকে ধৃত ভানু বাগ, তাঁর ছেলে ও ভাইপো। যদিও তাঁর স্ত্রীর বিষয়ে এখনও কোনও খবর মেলেনি। কটকের হাসপাতাল থেকে পাকড়াও করা হয় ভানু বাগকে। বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়েছিলেন ভানু। মঙ্গলবার এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়।
SSKM-এ রোনাল্ড রস বিল্ডিংয়ে বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বিস্ফোরণে গুরুতর জখম এগরার খাদিকুল গ্রামের দুই বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বছর ছাব্বিশের পিঙ্কি মাইতির। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বছর আটত্রিশের রবীন্দ্রনাথ মাইতিরও। তাঁর অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনের শরীরে বিস্ফোরণজনিত ক্ষত রয়েছে। দু’জনেই অক্সিজেন সাপোর্টে রয়েছেন। গতকাল ক্ষতস্থানে ওষুধ প্রয়োগের পর, আজ ফল বোঝা যাবে। সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?
উল্লেখ্য, এগরায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের প্রতিনিধি দল। এ প্রসঙ্গে দিলীপ বলেন, দুর্নীতি ও হিংসায় যুক্ত তৃণমূল। রাজ্যজুড়েই লোকে তাড়া করছে, চোর চোর বলছে। পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরতে হচ্ছে। এগরায় তৃণমূলের প্রতিনিধিদল বিক্ষোভের মুখে পড়ায় কটাক্ষ দিলীপ ঘোষের। এতবড় অপরাধ, এখনও কেউ সাজা পায়নি। রাঘব বোয়ালরা ঘুরে বেড়াচ্ছে। মানুষের ভরসা জাগে এমন কিছু তাড়াতাড়ি করা উচিত।বিজেপির সিবিআই, ইডি অফিস ঘেরাওয়ের ডাক নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।