কলকাতা: সলমন খানের (Salman Khan)-এর বোন, অর্পিতা খান (Arpita Khan)-এর বাড়ি থেকে চুরি কয়েক লাখ টাকার হীরের দুল! ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে অর্পিতার বাড়ির গৃহ সহায়ককেও।
অভিযুক্ত গৃহ সহায়কের নাম সন্দীপ হেগড়ে (Sandip Hegde)। ৩০ বছর বয়সী এই গৃহ সহায়ক অর্পিতার বাড়িতে কাজ করতেন। তার বাসস্থান ছিল পূর্ব ভিলে পার্লেতে। অভিযোগ, একটি হিরে বসানো সোনার দুল চুরি করেছেন তিনি যার বাজারমূল্য ৫ লাখ টাকা। দুলটি হারিয়ে গিয়েছে সেটা প্রথম বুঝতে পারেন অর্পিতাই। পুলিশে অভিযোগ জানালে, তদন্ত শুরু করে থানে থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছে পুলিশ।
আইপিসির ৩৮১ (Indian Penal Code) নম্বর ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া গয়নাটি। পুলিশ তদন্ত চালাচ্ছে।
অন্যদিকে, সদ্য কলকাতায় এসেছিলেন সলমন খান। সলমন খানকে (Salman Khan) আজীবন সদস্যপদ দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। সম্বর্ধনা দিলেন ক্রীড়ামন্ত্রী। নাচের পারফরম্যান্স করে মাতালেন ভাইজান। চাঁদের হাট ক্লাব তাঁবুতে। জিন্দেগি মে তিন চিজ, ক্যাভি আন্ডার এস্টিমেট নেহি করনা.. I me and myself. বড় পর্দায় সুপার হিট তাঁর এই ডায়লগ। সেই মানুষটা কলকাতায় পা রেখেও যেন বুঝিয়ে দিলেন, তিনি তিনি শুধুই তিনি...১৩ বছর পর কলকাতায় শুধু পা-ই রাখলেন না...নাচে, গানে তাঁর ফ্যানদেরও মাতালেন ভাইজান। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে, একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সলমন। তাঁর সঙ্গে মঞ্চে নাচলেন জ্যাকলিন, পূজা হেগড়ে, সোনাক্ষী সিন্হারা। গাইলেন গুরু রান্ধাওয়া। সলমনের পারফরমেন্স দেখতে চাঁদের হাট বসেছিল ইস্টবেঙ্গল তাঁবুতে।
সলমনকে ফুল দিয়ে, উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এদিন, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে আজীবন সদস্যপদ দেওয়া হল সলমন খানকে। ক্লাবের তরফে জার্সিও তুলে দেওয়া হয় তাঁর হাতে। আর ভাইজানও বুঝিয়ে দিলেন, কলকাতার প্রতি তাঁর ভালবাসা।
আরও পড়ুন: Summer Foods:প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন:Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?