সুমন ঘড়াই, সুকান্ত মুখোপাধ্যায় এবং সোমনাথ মিত্র, কলকাতা: লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্যেই বুধবার কড়া বার্তা দিল নবান্ন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যসচিব বলেন, হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। এদিকে নবান্নের কড়া বার্তার পরপরই দুপুরে বৈঠকের পর  কর্মবিরতি তুলে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 


হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না। দরকারে হিমঘরে অভিযান করতে হবে। লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্য়েই বুধবার কড়া বার্তা দিয়েছে নবান্ন। আর এর পরপরই কর্মবিরতি তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 


সূত্রের খবর, বুধবার, কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তাদের বৈঠকে মুখ্যসচিব বলেন, হিমঘরে ২০ শতাংশ আলু রাজ্য সরকারের মালিকানাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর জোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলোদরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে। 


সূত্রের খবর, নবান্ন মনে করছে, বাজারে জোগান বাড়লে দাম কমবে আলুর। বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই জট কাটাতে বুধবার দুপুরে, হুগলির হরিপালে বৈঠক হয়। বৈঠকে ছিলেন, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক-সহ অন্যান্যরা। বৈঠকের পর কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তাঁরা। 


প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, 'আমরা কর্মবিরতি থেকে সরে এলাম। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমাদের পদ্ধতি গত কিছু ভুল ছিল। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করলাম। আগামীকাল থেকে আলু বিভিন্ন বাজারে যাওয়া শুরু হলেই দাম নিয়ন্ত্রন এ চলে আসবে। আগে হিমঘর থেকে আলু বের হবার মূল্য ছিল ২৫থেকে ২৬টাকা, সেই দামই বজায় থাকবে।'


কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন, 'এই পরিস্থিতিতে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল। মানুষের স্বার্থে তারা কর্ম বিরতি প্রত্যাহার করে নিল।২৬টাকা মূল্যে হিমঘর থেকে আলু বের হবে। আজ থেকে হিমঘর থেকে আলু বের হবে। এবং আগামী কাল থেকেই দাম নিয়ন্ত্রণে আসবে।' 


এদিকে, বুধবার সকালেও বাজারে আলুর দাম ছিল আকাশছোঁয়া। কলকাতার কোলে মার্কেটের আড়তদারদের দাবি, সোমবার যে ৫০ কেজি আলুর বস্তা তাঁরা ১৩০০-১৪০০ টাকায় কিনেছেন বুধবার তাই কিনতে হয়েছে সাড়ে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। যার খুচরো বাজারেও আলুতে আগুন। ৩৫-৩৮ টাকায় জ্যোতি, চন্দ্রমুখী। 


বৃহস্পতিবার সকাল থেকে কি ছবিটা বদলাবে? একটু কমবে আলুর দাম?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে