কলকাতা: অগাস্টের প্রথম দিন থেকে ব্যবসায়ীদের জন্য সুখবর। কিছুটা কমছে জ্বালানির জ্বালা! বাণিজ্যিক রান্নার গ্যাসের (Cylinder Price) দাম কমল সিলিন্ডারে ৩৬ টাকা ৫০ পয়সা। ফলে, কলকাতায় (Kolkata) ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা। 


কবে থেকে কার্যকর হবে নয়া দাম? 


এই নতুন দাম কার্যকর ১ অগাস্ট থেকে। অন্যদিকে, গৃহস্থের রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম রয়েছে অপরিবর্তিত।                                                   


এর আগে ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বেড়েছিল। মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে ভারতে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময়, ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। তার পর থেকে ৪ দফায় ১৫০ টাকারও টাকার বেশি বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম। যদিও এবার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তি। 


আরও পড়ুন, টাকা-সোনা বিতর্কের পর GST নম্বর কারচুপির অভিযোগ অর্পিতার বিরুদ্ধে 


বিরোধী সুর                         


রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানাও করেছিল তৃণমূল। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে ধর্মতলার সমাবেশে উপস্থিতি কর্মীরা একটি প্রতীকী সিলিন্ডার এনেছিলেন। বক্তৃতা দেওয়ার সময়, ওই প্রতীকী সিলিন্ডার মঞ্চে নিয়ে এসে, গ্যাসের লাগামছাড়া দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বিজেপিকে তীব্র আক্রমণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।