উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : এই বছর শুরু পদযাত্রা। আর সেই পদযাত্রা সামনের বছর শেষ হবে ব্রিগেডে এসে। ৭ জানুয়ারি ব্রিগেড চলো ডাক দিল ডিওয়াইএফআই (DYFI)। দিন কয়েক আগেই যে উত্তরবঙ্গে পুরোদমে পরাস্ত হয়েছে সিপিএম (CPIM), সেই উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে পদযাত্রা। 


দিনকয়েক আগেই ধূপগুড়িতে ধরাশায়ী (Dhupguri ByElection)। এবারেও পঞ্চায়েত ভোটেও (Panchayat Election) ভাল ফল হয়নি। শেষ বিধানসভা ভোটে (Assembly Election) স্বাধীনতার পর প্রথমবার সিপিএম শূন্য হয়েছে রাজ্য বিধানসভা। দলের এই সঙ্কটের মুহূর্তে হাল ধরতে ময়দানে নামছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে, ২০২৪ এর ৭ই জানুয়ারি ব্রিগেড চলোর (Brigade) ডাক দিল ডিওয়াইএফআই। 


৩ নভেম্বর কোচবিহার থেকে শুরু হবে পদযাত্রা। ২ মাস ধরে পদযাত্রা চলার পর, ৭ জানুয়ারি শেষ হবে ব্রিগেডে। এই রুটে যে যে জেলা পড়বে সেখানে জনসংযোগ সারবেন dyfi-এর নেতা-নেত্রীরা। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্য়ায় বলেছেন, 'মানুষকে বোঝাব। বাড়ি বাড়ি যাব। ব্রিগেডে প্রচুর মানুষের সমাগম হবে। খেটে খাওয়া মানুষজন এগিয়ে আসবে'।


পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছিল তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়পঞ্চায়েত ভোটে তার ফলও ঘরে তুলেছে তৃণমূল। এবার ব্রিগেড সমাবেশের আগে ২ মাস ধরে পদযাত্রা করে কি লোকসভায় জনসমর্থন আদায় করতে পারবে সিপিএমের যুব সংগঠন ? অভিষেকের নবজোয়ার যাত্রাকে খোঁচা দিয়ে মীনাক্ষীর মন্তব্য, 'তাঁবুভিত্তিক পদযাত্রা করেছিলেন উনি'।


২০০৮ সালে শেষবার ডিওয়াইএফআইয়ের ডাকে হয়েছিল ব্রিগেড সমাবেশ। বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এই প্রথমবার এত বড় কর্মসূচির ডাক দিল তারা।


                                                                                                                                


আরও পড়ুন- পঞ্চায়েতে স্ত্রী বিজেপি টিকিটে জয়ী, কাজ গেল সিভিক ভলান্টিয়ার স্বামীর !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial