Rampurhat Killings Live : কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের প্রাক্তন এসডিপিওকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ
বগটুইয়ের পশ্চিমপাড়ায় ৮ জনকে জীবন্ত জ্বালিয়ে মারা! সেই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে
মিহিলাল না আসায় বাতাসপুরের দিকে রওনা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে গ্রামের মুখে যান মিহিলাল। সেখান থেকেই অস্থায়ী ক্যাম্পে মিহিলালকে আসতে বলে সিবিআই। চটি পরে আসেননি, কেন্দ্রীয় গোয়েন্দাদের বলেন মিহিলাল: সূত্র, ‘আর বাড়ি যেতে হবে না, কারও থেকে নিয়ে পরে নিন’, মিহিলালকে বলে সিবিআই, ৪ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড।
বগটুই নয়, নাজিমা বিবির শেষকৃত্য হবে পাশের কুমারগ্রামে। রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডে মৃত বেড়ে ৯, রামপুরহাট হাসপাতালে নাজিমা বিবির মৃত্যু। গতকাল থেকে ভেন্টিলেশনে ছিলেন নাজিমা বিবি।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ।
রামপুরহাট কাণ্ডের জের, প্রধানমন্ত্রীর কাছে বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাবেন বিজেপি সাংসদরা। বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে ফের সওয়াল বিজেপির।
রামপুরহাটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ-বিজেপি। বুধবার বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
রামপুরহাটকাণ্ডে মৃত বেড়ে ৯। ভেন্টিলেশনে থাকা অগ্নিদগ্ধের মৃত্যু। আহতদের বয়ান নিতে হাসপাতালে সিবিআই। ফের ঘটনাস্থলে গিয়ে তদন্ত।
রামপুরহাট থানার একজন এসআইকেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। হত্যাকাণ্ডে নিহতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড।
সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রামপুরহাটে প্রাক্তন এসডিপিও। কম্পালসারি ওয়েটিংয়ে থাকা এসডিপিওকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। রামপুরহাট থানার একজন এসআইকেও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।
মারা গেছে তৃণমূলের উপপ্রধান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ছিল পুলিশ’, তাহলে সেখানে বিজেপি আসছে কোথা থেকে ?’ ‘রামপুরহাটকাণ্ড কীভাবে বিরোধীদের চক্রান্ত ?’ প্রশ্ন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের
রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পথে বিজেপি। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। বিধানসভায় হামলার অভিযোগেও প্রতিবাদ।
রামপুরহাটকাণ্ডে মৃত আরও ১। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজিমা বিবির মৃত্যু । গতকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন নাজিমা বিবি।
রামপুরহাট হাসপাতালে গেল সিবিআই টিম
বিধানসভা চলছে, রামপুরহাট নিয়ে কেন বাইরে সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রীর? প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপির। প্রতিদিন চিত্কার-ওয়াকআউট, হঠাৎ কেন বলছেন? প্রশ্ন অধ্যক্ষের।
শুভেন্দুর অভিযোগ, ‘চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল...সাদা পোশাকে পুলিশ, নিরাপত্তারক্ষীদের প্রথমে হামলা’। তৃণমূলের বিরুদ্ধে কিল-ঘুষি-ধাক্কা মারার অভিযোগ শুভেন্দুর। অধ্যক্ষের সামনেই হামলা চালায় তৃণমূল, অভিযোগ শুভেন্দুর।
রামপুরহাটকাণ্ডে বিধানসভার অশান্তির আঁচ সংসদে। সংসদের ভিতরে-বাইরে সরব বিজেপি। সংসদ চত্বরে বিজেপি সাংসদদের বিক্ষোভ। আজই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন রাজ্যপাল।
মৃত্যুর আগে নাজেমা বিবি বলেছিলেন, ' দরজা আমরাই বন্ধ করেছিলাম, গ্রিলে তালা দিয়েছিলাম, বোম ফেলেছে...আগুন মারবে তা জানি না গো...না হলে পালাতাম...এই টুকু অংশই দিও।'
চেয়েছিলেন বাঁচতে... কিন্তু, জীবনযুদ্ধে হার মানতে হল! সাত দিন ধরে হাসপাতালের বেডে শুয়ে যে জীবন-মৃত্যুর লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন, সোমবার তা শেষ হল। রামপুরহাট হত্যাকাণ্ডে মৃত্যু হল আরও এক জনের! মৃতার নাম নাজেমা বিবি। এই নিয়ে, রামপুরহাটকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে হল ৯।
অনির্দিষ্টকালের জন্য, বিধানসভার অধিবেশন মুলতুবি রেখেছেন অধ্যক্ষ।
দার্জিলিং থেকে ফিরহাদ হাকিমকে ফোন করে বিধানসভার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।
রামপুরহাটকাণ্ডে হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজেমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। বাকি তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে
বিধানসভায় হাতাহাতির ঘটনায় ৫ বিজেপি বিধায়ক সাসপেন্ড । শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ সাসপেন্ড । সাসপেন্ড করা হল দীপক বর্মন, নরহরি মাহাতোকে । ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ
রামপুরহাটকাণ্ডে উত্তপ্ত বিধানসভা। তৃণমূল-বিজেপি হাতাহাতি। নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। পাল্টা বিজেপি বিধায়কদের ওপর হামলার অভিযোগ।
রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ বিধানসভায় । বিধানসভায় ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির । ‘বিধানসভা চলছে, কেন বাইরে সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রীর? রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করা হল? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, দাবি বিরোধী দলনেতার। ‘প্রতিদিন আপনারা শুধু চিত্কার আর ওয়াকআউট করছেন। আপনারা হঠাৎ আজ এসব বলছেন কেন? প্রশ্ন অধ্যক্ষের
ভাদু শেখের খুনের তদন্ত করবে কে? দিকনির্দেশ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের। আবেদনপত্র দাখিল করার নির্দেশ প্রধান বিচারপতির। ‘ভাদু শেখের খুনের তদন্তভার সিবিআই না নিলে সম্পূর্ণ তদন্ত হবে না’,
কলকাতা হাইকোর্টে দাবি মামলাকারীর আইনজীবীর
রামপুরহাটকাণ্ডে দেহের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল নাজেমা বিবির। অবস্থার অবনতি হওয়ায় দেওয়া হল ভেন্টিলেশনে।
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস চলাচল করছে না। এরপর কেন্দ্রীয় নীতির পাশাপাশি, বগটুইকাণ্ডের প্রতিবাদে রামপুরহাট শহরে বামেদের মহামিছিল শুরু হয়। মিছিলে যোগ দেন শতরূপ ঘোষ।
তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কটাক্ষ বিজেপির। দেউচা-পাঁচামি গল্প, শিল্প করুন, খুন নয়। আক্রমণ অধীরের। প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা, অভিযোগ সেলিমের।
আজ সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। রামপুরহাটকাণ্ডের প্রত্যক্ষদর্শী কারা? খুঁজছে সিবিআই।
রামপুরহাটকাণ্ডের তদন্তে এবার মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়।
কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতা আনারুল। খবর সিবিআই সূত্রে। এছাড়া, আজ সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। রামপুরহাটকাণ্ডের প্রত্যক্ষদর্শী কারা? খুঁজছে সিবিআই।
আমাকে বলির পাঁঠা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। বাড়িতে ছিলাম। ঘটনার পর খবর পাই।রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের জেরায় দাবি ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের।
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে বাস
রামপুরহাট হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় থাকলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেউচা পাঁচামির প্রকল্প ঠেকাতে হত্যাকাণ্ড চালানো হয়েছে। হতাশা থেকে বলছেন, খোঁচা দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীই স্বীকার করেছেন, তৃণমূল জড়িত। মন্তব্য সিপিএমের। দেউচায় শিল্প হলে বেশি খুশি হবে কংগ্রেস। বললেন অধীর।
প্রেক্ষাপট
কলকাতা : তিন দফায় বগটুইকাণ্ডে (Bogtui ) ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে (Anarul Hossain ) ৮ ঘণ্টা জেরা করল সিবিআই (CBI) । এক তৃণমূল (TMC) কর্মীর সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। বয়ান রেকর্ডের জন্য কাল নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই। এদিকে বানিরুল শেখের বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে শাবল ও হাঁসুয়া।
রামপুরহাটকাণ্ডের (Rampurhat) তদন্তে এবার মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। গতকালই তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। মিহিলাল দাবি করেন, রাতে সিবিআইয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানান, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না। সিবিআই অফিসাররা বাতাসপুরে এলে তাঁদের সঙ্গে কথা বলবেন। এরপর সিবিআইয়ের গোয়েন্দারা বাতাসপুরে গিয়ে মিহিলালকে গাড়িতে তুলে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।
' আমাকে বলির পাঁঠা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। বাড়িতে ছিলাম। ঘটনার পর খবর পাই।' রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের জেরায় দাবি ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতা। খবর সিবিআই সূত্রে। এছাড়া, আজ সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। রামপুরহাটকাণ্ডের প্রত্যক্ষদর্শী কারা? খুঁজছে সিবিআই।
রামপুরহাটকাণ্ডে হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজেমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। বাকি তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -