Rampurhat Killings Live : কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের প্রাক্তন এসডিপিওকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

বগটুইয়ের পশ্চিমপাড়ায় ৮ জনকে জীবন্ত জ্বালিয়ে মারা! সেই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Mar 2022 09:27 PM

প্রেক্ষাপট

কলকাতা : তিন দফায় বগটুইকাণ্ডে (Bogtui ) ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে (Anarul Hossain ) ৮ ঘণ্টা জেরা করল সিবিআই (CBI) । এক তৃণমূল (TMC) কর্মীর সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে...More

Rampurhat Violence Live Updates : ৪ ঘণ্টা ধরে রামপুরহাটকাণ্ডে নিহতদের আত্মীয় মিহিলালের বয়ান রেকর্ড করল সিবিআই

মিহিলাল না আসায় বাতাসপুরের দিকে রওনা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে গ্রামের মুখে যান মিহিলাল। সেখান থেকেই অস্থায়ী ক্যাম্পে মিহিলালকে আসতে বলে সিবিআই। চটি পরে আসেননি, কেন্দ্রীয় গোয়েন্দাদের বলেন মিহিলাল: সূত্র, ‘আর বাড়ি যেতে হবে না, কারও থেকে নিয়ে পরে নিন’, মিহিলালকে বলে সিবিআই, ৪ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড।