Rampurhat Violence Live Updates: থানার সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টরকে জিজ্ঞাসবাদের জন্য তলব সিবিআইয়ের

Rampurhat Violence: রামপুরহাট হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

abp ananda Last Updated: 01 Apr 2022 12:38 AM

প্রেক্ষাপট

 বীরভূম: স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। যদিও নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন আনারুল হোসেন (Anarul Hossain)। কিন্তু এ বার তাঁর বিপত্তি আরও বাড়ালেন ভাদু শেখ...More

Rampurhat Violence Live: রামপুরহাটকাণ্ডে ১৮ বছরের বেশি পুরনো হত্যালীলার স্মৃতি ফিরল আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে

রামপুরহাটকাণ্ডে ১৮ বছরের বেশি পুরনো হত্যালীলার স্মৃতি ফিরল আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে। ২০০৩ সালের ৬ নভেম্বর জনরোষের জেরে এক সিটু নেতার কোয়ার্টারে ২২ জনকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস ঘটনা উসকে দিয়েছে সেই হাড়হিম করা আতঙ্কের স্মৃতি।