Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে মিহিলালকে ম্যারাথনকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
Rampurhat Violence: রামপুরহাটকাণ্ডে প্রশ্ন তৈরি হচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও। গ্রামে পৌঁছতে পুলিশের আধঘণ্টা সময় লেগেছিল। অথচ, এই দু’টো জায়গার দূরত্ব মাত্র এক কিলোমিটার।
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী।
বগটুইকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ জানিয়েছেন, সেই রাতে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা, তিন কিলোমিটার দূরে গেস্ট হাউসে বৈঠক করছিলেন। আগুন লাগার খবর জানলেও, কেউ সেখানে যাননি। সিবিআই সূত্রে দাবি, এই তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
ভয়ঙ্কর হত্যালীলার পর কেটেছে আটদিন। তারপরেও আতঙ্কের অন্ধকারে রয়েছে বগটুই গ্রাম। অনেকেই গ্রাম ছেড়েছেন। আর যাঁরা থেকে গেছেন, তাঁদের উদ্বেগ কাটছে না।
সিবিআই তদন্ত ভাবনাচিন্তা অনুযায়ী না হয়, তার জন্য ‘রাস্তায় প্রতিবাদে নামব’, জানান মমতা
রামপুরহাটকাণ্ডে পুলিশের পর দমকলের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে রহস্য। গ্রামবাসীদের দাবি, সেই রাতে সাড়ে ন’টা নাগাদ সোনা শেখের বাড়িতে আগুন লাগে। অথচ, রাত দশটা পঁচিশে গ্রামে পৌঁছনো দমকলের দাবি, তারা সোনা শেখের বাড়িতে আগুন জ্বলতে দেখেননি। এদিকে, সেই সোনা শেখের বাড়ি থেকেই সাতজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়।
পিছনের দিকের দরজা ভেঙে পালিয়ে যাই, না হলে আমাদেরও ওদের মতো মরতে হত, অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা জানালেন বুলবুলি খাতুন।
এদিন দার্জিলিং থেকে নাম না করে রামপুরহাটকাণ্ড প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বেধেন গেরুয়া শিবিরকে। মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রের সরকার সন্ত্রাস সন্ত্রাস বলে রাজ্যকে বদনাম করছে। নিজেরাই চিৎকার করছে, নিজেরাই আগুন লাগাচ্ছে'।
ক’টায় পেয়েছিলেন অগ্নিকাণ্ডের খবর? রামপুরহাটের প্রাক্তন আইসিকে ৭ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। মিহিলালের পরে শেখলালের বয়ান রেকর্ড।
রামপুরহাট হত্যাকাণ্ডে মিহিলাল শেখের বয়ান রেকর্ড সিবিআইয়ের। শেষ হল জিজ্ঞাসাবাদ।
পাড়ার গণ্ডগোলেও সিবিআই তদন্তের আর্জি করে দিচ্ছে। বিরক্ত করাই এদের উদ্দেশ্য। তেল-গ্যাসের দাম বাড়ার মতো বিষয় থেকে নজর ঘোরাতে এই মতলব, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রামপুরহাটকাণ্ড নিয়েই মন্তব্য মমতার?
বৃহস্পতিবার সকাল ৮.৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাংলার বিজেপি সাংসদরা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদদের বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উঠতে পারে রামপুরহাট হত্যাকাণ্ডের প্রসঙ্গ।
রামপুরহাটকাণ্ড নিয়ে দার্জিলিঙের সভা থেকে কড়া ভাষায় মোদি সরকারকে আক্রমণ করে মন্তব্য মমতার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার শুধু হিংসার অভিযোগ তুলে রাজ্যের বদনাম করতে চায়।
রামপুরহাট হত্যাকাণ্ডে শেখলাল শেখের বয়ান রেকর্ড সিবিআইয়ের। মিহিলালের সঙ্গে বসিয়ে নিহত নাজিমা বিবির স্বামীর বয়ান রেকর্ড করা হয়।
রামপুরহাটকাণ্ডের মধ্যেই মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল। ১ সপ্তাহের মধ্যে রাজভবনে মুখ্যমন্ত্রীকে ডাকলেন রাজ্যপাল।
দোসরা এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। পরীক্ষায় বসবেন বগটুই গ্রামের ২২ জন পড়ুয়া। কিন্তু গ্রামের যা অবস্থা, তাতে আতঙ্কে আছেন অনেক পরীক্ষার্থীও। ভয় কাটাতে মঙ্গলবার বগটুইয়ে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জেলাশাসক। সঙ্গে ছিলেন মহকুমাশাসকও।
কুমারড্ডায় শেখলাল শেখের বাড়িতে মিহিলালকে নিয়ে যাচ্ছে সিবিআই। রামপুরহাট হত্যাকাণ্ডে গতকালই মৃত্যু হয় শেখলালের স্ত্রী নাজিমার ।
আজ সংগ্রহ করা হয়েছে। আজ ফের রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করা হয়।
রামপুরহাট থানার ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, ঘটনার রাতে থানার আধিকারিকদের গতিবিধি জানার পাশাপাশি থানায় বাইরের কেউ এসেছিলেন কি না, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
রামপুরহাটকাণ্ডে সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সেদিন রাতে কী ঘটেছিল? আইসি কটা নাগাদ খবর পেয়েছিলেন? ঘটনার কথা জানার পর কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সে সব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে, খবর সিবিআই সূত্রে।
রামপুরহাটকাণ্ড নিয়ে এবার সরব শমীক। তিনি বলেন, ‘এখন তৃণমূল মারছে, তৃণমূলের কর্মীরা মারা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় বোমা বিস্ফোরণ। ভাগ করে খাওয়ার রাজনীতির পরিণাম রামপুরহাটকাণ্ড’।
বগটুই গ্রামে এখনও আতঙ্কের ছাপ। অনেকে গ্রামে ফিরতে পারছেন না, তাদের ঘর তালাবন্দি। ঘর তালাবন্ধ, কিন্তু বাইরে জ্বলছে বাল্ব। টহলও দিচ্ছে পুলিশ।
পুলিশের থেকে সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। ঘটনার দিন ঠিক কী হয়েছিল? তা জানতেই নজর সিসিটিভি ফুটেজে।
তদন্ত শুরু করতেই বয়ানের উপর জোর দিয়েছে সিবিআই দল। জখমদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। ঘটনাটি ঠিক কী হয়েছিল, খোঁজ করছে সিবিআই।
প্রথমে সিট তৈরি করেছিল রাজ্য সরকার। তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। নির্দেশের পরেই দ্রুতগতিতে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রামপুরহাটের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। পরে ওই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপরেই গ্রেফতার করা হয় অন্যতন প্রধান অভিযুক্ত আনারুল শেখকে।
স্থানীয় তৃণমূল উপপ্রধান ভাদু শেখের হত্য়া হয় প্রথমে। তারপরেই জ্বলে ওঠে বগটুই। বাড়িতে হামলা চালিয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে। সেই ঘটনা পুড়ে মারা যান অন্তত ৮ জন।
আজ ফের নিহতদের আত্মীয়দের বয়ান রেকর্ডের সম্ভাবনা। সিবিআই ফের বয়ান রেকর্ড করতে পারে বলে সূত্রের খবর।
সিবিআই তদন্ত চলছে। সিবিআইয়ের আতসকাচে পুলিশ ও দমকলের কাজ। ঠিক কী কী হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে চলছে জিজ্ঞাসাবাদ।
রামপুরহাট কাণ্ডে চলছে সিবিআই তদন্ত। খুঁটিয়ে দেখা হচ্ছে সব তথ্যই। দোষীদের শাস্তির অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।
সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে পৌঁছলেন সাসপেন্ডেড আইসি। শীঘ্রই শুরু হবে জিজ্ঞাসাবাদ।
ইতিমধ্যে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ সংগ্রহ সিবিআইয়ের। সূত্রের খবর, ঘটনার রাতে থানার আধিকারিকদের গতিবিধি কী ছিল জানতে সিসিটিভি ফুটেজে নজর।
আজ ফের রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করা হবে।
সেদিন রাতে কী ঘটেছিল? আইসি কটা নাগাদ ওই ঘটনার খবর পেয়েছিলেন? ঘটনার কথা জানার পর কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সে সব নিয়েই আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
রামপুরহাটকাণ্ডে SDPO-র পর এবার সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে তাঁকে তলব করা হয়েছে।
নেভানো হল ২টি বাড়ি। মাঝে পড়া ৭ জনের মৃতদেহ পাওয়া সোনা শেখের বাড়ি কেন বাদ? রামপুরহাটকাণ্ডে দমকলের ভূমিকাতেই রহস্য।
পুলিশ ও দমকলকে কাজ করতে দেয়নি। জল দিলে এত মানুষের মৃত্যু হত না। অভিযোগ নাজিমার স্বামীর।
মৃত্যুর আগে শেষবার কী বলেছিলেন নাজিমা বিবি। তা খতিয়ে দেখছে সিবিআই।
ভাদু শেখের খুনের জায়গা থেকে বগটুইয়ের ঘটনাস্থল মাত্র এক কিলোমিটার। তাও পুলিশের আধঘণ্টা লাগল কেন? উঠছে প্রশ্ন।
প্রেক্ষাপট
বীরভূম: ভয়াবহ সেই ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহ। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে রামপুরহাটের বগটুই গ্রাম। আতঙ্কের ছায়ার মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সুহানা খাতুন, শিখা খাতুনের মতো পরীক্ষার্থীরা। ৭ দিন পার!এখনও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দাদের। দিনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ!
রাত বাড়লেই, চাপ আতঙ্ক কুঁড়েকুঁড়ে খাচ্ছে এই মানুষগুলোকে। সব চেয়ে আতঙ্কে রয়েছে বগটুই গ্রামের একাদশ ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। এই গ্রামের ১৩ জন দ্বাদশ শ্রেণির এবং ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। আর ক’দিন পরই পরীক্ষা। তার আগে, ভয়-আতঙ্কে পড়ায় মন বসাতে পারছেন না তাঁদের অনেকেই।
যেমন, রামপুরহাট বিদ্যাভবনের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী সুহানা খাতুন। ঘটনার পর থেকেই, বাবা ও ভাই এলাকা ছাড়া। মায়ের সঙ্গে কোনওরকমে বাড়ি আগলে পড়ে রয়েছে এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তিনি বলছেন, 'সব মুখস্ত ছিল, এখন দেখছি সব গুলিয়ে যাচ্ছে।' একই অবস্থা, সুহানার বন্ধু শিখা খাতুনেরও। আতঙ্কে রয়েছে, রামপুরহাট গার্লস হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রুকসানা খাতুনও। যদিও পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষকরা।
এরই মধ্যে রামপুরহাটকাণ্ডে বাড়ল মৃত্যুর সংখ্যা। এক সপ্তাহ ধরে হাসপাতালের শয্যায় লড়াই চালিয়েও হেরে গেলেন নাজিমা বিবি। মৃত্যু হল রামপুরহাটকাণ্ডে জখম ও হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শীর। সোমবার রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করেছে সিবিআই। তৎকালীন SDPO, স্বতঃপ্রণোদিত মামলাকারী সাব ইন্সপেক্টর এবং রামপুরহাট হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসকেরও বয়ান রেকর্ড করা হয়। সিবিআই সূত্রে দাবি, ধৃত আনারুল এদিন জেরার মুখে দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে।
রামপুরহাটকাণ্ডে প্রশ্ন তৈরি হচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও। FIR-এই দেখা যাচ্ছে, আগুন লাগার খবর পাওয়ার পর, ভাদু শেখের খুনের জায়গা থেকে, গ্রামে পৌঁছতে পুলিশের আধঘণ্টা সময় লেগেছিল। অথচ, এই দু’টো জায়গার দূরত্ব মাত্র এক কিলোমিটার। যা পেরোতে, তিন মিনিটও লাগার কথা নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -