সমীরণ পাল, হিন্দোল দে ও রঞ্জিত হালদার, উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতির টাকায় সোনা কিনে বিদেশে পাচার ? পিছনে কি রয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাস? এবার বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।


বসিরহাটের সংগ্রামপুরে তাঁর প্রাসাদোপম বাড়ি, রাজারহাটের একই আবাসনে দু’-দুটি ফ্ল্যাট। একাধিক দামি গাড়ি রয়েছে তাঁর। তিনি একাধিক রাইস মিলের মালিক বলে দাবি। রেশন দুর্নীতির তদন্তে, এবার, ইডির স্ক্য়ানারে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। এদিন সকালে বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়ি, অফিস এবং রাইস মিলে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 
 অন্য়দিকে, রাজারহাটেও, বারিকের ২টি ফ্ল্য়াট, এমনকী গাড়িতেও চলে তল্লাশি অভিযান। 


ED সূত্রে খবর, এই আবাসনের ৫ তলায় একটি ফ্ল্য়াটে পরিবার নিয়ে থাকেন বারিক বিশ্বাস। আর ৪ তলাতেও রয়েছে বারিকের আরেকটি ফ্ল্য়াট। যেখানে থাকেন তাঁর পরিচারক, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীরা। রেশন দুর্নীতির টাকাতেই বারিকের প্রতিপত্তি? এর আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বারিক বিশ্বাসকে। সোনা পাচারেও তাঁর নাম জড়ায়। এক্ষেত্রে, রেশন দুর্নীতির কালো টাকায়, সোনা কিনে বিদেশে পাচার করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে ED সূত্রে খবর। 


এদিকে, শুধু রাজারহাট, বসিরহাট নয়, বারিকের রাইস মিলের শিকড় দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বলে ED সূত্রে খবর।মঙ্গলবার, ভাঙড়ের যে রাইস মিলে ED আধিকারিকরা তল্লাশি চালান। যে রাইস মিলটি তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গির আলমের রাইস মিল নামে পরিচিত ছিল, ২০২১ পর্যন্ত সেই রাইসমিলের অন্য়তম মালিক ছিলেন এই বারিক বিশ্বাস। যদিও পরবর্তীতে এই মিলটি দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ নুরকে বিক্রি করে দেওয়া হয় বলে দাবি।


ক্য়ানিং পূর্ব তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, এই মিলগুলো কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে, এসব তো আমাদের জানা নেই। এসবের মধ্য়েই থাকি না। এখন তো শুনছি ওই শেয়ারটা পাপ্পু দা বিক্রি করে দিয়েছে। এদিন সকাল থেকেই খোঁজ নেই বারিক বিশ্বাসের। তাঁর ২টো মোবাইল ফোনই সুইচড অফ রয়েছে বলে দাবি। 


আরও পড়ুন, ১৮টি অভিযোগ, বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব শুভেন্দুর


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।