সুনীত হালদার, হাওড়া: কোভিড পরিস্থিতিতে (Corona Situation) সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছিল স্কুল। করোনার তৃতীয় ঢেউয়ের  (Third Wave) ধাক্কা সামলে আজ থেকে ফের খুলল স্কুল। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই স্কুল খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেইমতো আজ থেকে খুলে গেল স্কুল। হাওড়ার একটি বেসরকারি স্কুল শ্রী জৈন বিদ্যালয়ে দেখা গেল সেই আগের ছবি। হাজির পড়ুয়ারা। তবে স্বাস্থ্যবিধি মানার ওপর দেওয়া হয়েছে জোর। নিরাপদ দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাস শুরুর আগেই স্যানিটাইজ করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাসে বসে পড়ুয়ারা।


আজ থেকেই খুলল স্কুলের দরজা। স্কুলে ফিরল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। করোনা আবহে জারি হয়েছে বেশ কিছু নিয়মবিধি। সোম থেকে শনি ক্লাস হবে। পড়ুয়াদের স্কুলে পৌঁছতে হবে ক্লাস শুরুর আধঘণ্টা আগে। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে স্কুলে মাস্ক পরে থাকতে হবে। কলকাতার বেসরকারি স্কুলগুলি অবশ্য অবশ্য ধাপে ধাপে ক্লাস শুরু করছে।


এদিকে পঠনপাঠনের খুঁটিনাটি নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সরকারি সূত্রের খবর, পড়ুয়াদের স্কুল আসার ক্ষেত্রে জোরাজুরি করা হবে না। কোনও পড়ুয়া না এলে, উপস্থিতির হারে তার প্রভাব পড়বে না।  কলকাতা পুরসভার তরফ থেকে এদিন বিভিন্ন স্কুল জীবাণুমুক্ত করা হয় স্কুলগুলি। কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি। প্রায় ২ বছর পর সরস্বতী পুজোর আগে, আগামী বৃহস্পতিবারই রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল।  ওই দিনই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গতকাল এবিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল স্কুল ও উচ্চশিক্ষা দফতর। এবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


উল্লেখ্য গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে। 


আরও পড়ুন: Lalbaba College: সরস্বতী পুজোকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি, বেলুড়ের লালবাবা কলেজে তুলকালাম