কলকাতা: মহরতের কথা ঘোষণা করেছিলেন গতকাল অর্থাৎ বুধবারই। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি 'কাছের মানুষ'-এর মহরৎ-এর ছবি ভাগ করে নিলেন দেব। সাদা পোশাকে এক ফ্রেমে ধরা দিলেন দেব, ঈশা সাহা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ও সুস্মিতা চট্টোপাধ্যায়।
২০২১ সালের মহালয়ায় মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'কাছের মানুষ'-এর প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহাকে। পোস্টারে দেখা যাচ্ছে রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যাচ্ছে লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব। 'কাছের মানুষ' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু।
গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন দেব। সেখানে লেখা, শুভ মহরৎ, কাছের মানুষ। ক্যাপশানে দেব লিখেছেন, 'আজ কাছের মানুষের শুভ মহরৎ। দেখা হবে এই পুজোয় আপনার কাছের সিনেমাহলে।' আজ সোশ্যাল মিডিয়ায় মহরতের কয়েকটা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন দেব। লিখেছেন, 'গতকালের কাছের মানুষের মহরতের কিছু অংশ। এই ছবিটা আমার কাছে খুব বিশেষ। প্রত্যেকবারের মত এবারেও আপনাদের সমর্থন আর শুভেচ্ছা চাই।'
আরও দেখুন: আসছে জনপ্রিয় সিরিজ 'ইয়ে কালি কালি আঁখে'র দ্বিতীয় সিজন
এক মাস পেরিয়েও হাউজফুল দেবেন নতুন ছবি 'টনিক' (Tonic)।সম্প্রতি নন্দনে অনুরাগীদের চমকে দিতে হাজির হয়েছিলেন দেব স্বয়ং। অনুরাগীদের উৎসাহ উদ্দিপনা পেরিয়ে আড্ডা জমিয়েছিলেন এবিপি লাইভের সঙ্গে। করোনা পরিস্থিতি পর যখন ব্যবসা করতে পারছে না একের পর এক বলিউড ছবি, তখন 'টনিক' কী টলিউডে উদাহরণ হয়ে রইল? দেব বলছেন, 'কোনও একটা উদাহরণ বাংলা ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে না। সামনেই 'বাবা, বেবি ও', 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাচ্ছে। দর্শকের কাছে আবেদন, তাঁরা এই ছবিগুলোও দেখুক। আমরা যদি ভাবি দর্শক শুধু আমার ছবিই দেখবে আর কোনও ছবি দেখবে না তাহলে কোনোদিন এগিয়ে যেতে পারব না আমরা। চিরকাল অন্য ভাষার ছবি আমাদের ওপর দাপট দেখাবে। আমি সবসময় বিশ্বাস করি টিম ওয়ার্ক ছাড়া বাংলা ছবিকে আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি ১১টা ছবি একসঙ্গে মুক্তি পায় তাহলে ১১টা ছবিকেই সমানভাবে দর্শকের কাছে তুলে ধরতে হবে। মানুষ হিন্দি ছবি দেখতে যান অভ্যাসে। বাংলা ছবি দেখার অভ্যাসটাও ফিরিয়ে আনতে হবে। যাতে দর্শকদের তালিকায় সবার আগে বাংলা ছবি থাকে তারপর অন্যান্য ছবি। আমি এটাই উদাহরণ হিসেবে সবার সামনে তুলে ধরতে চাই। আমার তোমার নয়, সবাইকে একজোট হয়ে বাংলা ছবির হয়ে প্রচার করতে হবে। তবেই আবার স্বর্ণযুগ ফিরবে।'