প্রকাশ সিনহা, সমীরণ পাল ও জয়দীপ হালদার: করোনা আবহে (Corona) আগামীকাল থেকে রাজ্যে (West Bengal) স্কুল খুলছে (School Reopen)। চলছে প্রস্তুতি। সল্টলেকের (Saltlake) বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল (Bidhannagar Municipal School) ও ভারতীয় বিদ্যাভবনে (Bharatiya Vidya Bhavan) ক্লাসঘর স্যানিটাইজ (Sanitize) করা হচ্ছে। দূরত্ব-বিধি বজায় রাখতে মেঝেয় গোল দাগ ও ক্লাসঘরের বেঞ্চে আসন মার্কিং করা হয়। স্কুলের বাইরে যাতে আবর্জনা না জমে, তার জন্য সতর্ক করা হচ্ছে পুরসভার তরফে। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি, মশা মারার তেল স্প্রে করা হয়।


শুধু শহরের বুকেই নয়, একইসঙ্গে ব্যস্ততার ছবি দেখা গেল জেলার স্কুলগুলিতেও। পাশাপাশি ক্রমিক সংখ্যা (Roll Number) অনুযায়ী ৫০ শতাংশ ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামীকাল থেকে চালু হচ্ছে সোদপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুল। তার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ল্যাবরেটরি (Laboratory) থেকে স্কুল বাস (School Bus) সব জায়গায় চলছে স্যানিটাইজেশনের কাজ।


দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সাগরের  বামনখালী  মধুসূদন  পেয়ারী মোহন  পঞ্চানন হাইস্কুলেও চলছে প্রস্তুতি।  স্কুল সংস্কারের কাজে  শিক্ষকদের (Teachers) সাহায্য করতে হাত লাগিয়েছে পড়ুয়ারা (Students)। স্কুলের ক্লাস রুম থেকে স্কুল প্রাঙ্গন সমস্ত তাই স্যানিটাইজার করা হচ্ছে।  স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে  প্রতিটি বেঞ্চে দুজন করে ছাত্র-ছাত্রী বসতে পারবে। বেঞ্চের উপর  বসার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে মাস্ক রাখা হয়েছে স্কুলে। পাশাপাশি প্রতি ঘণ্টায় স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে। হুগলির (Hooghly) শ্রীরামপুর কলেজে দমকলের তরফে ক্লাসঘর স্যানিটাইজ করা হয়। ছাত্র সংসদের (Students Union) তরফে লাগানো হয়েছে সতর্কতামূলক পোস্টার। মালদার (Malda) বিভিন্ন স্কুলেও চলছে স্যানিটাইজেশন। স্কুল চত্বর পরিষ্কার করা হয়।


উল্লেখ্য, রোজকার ক্লাসের রুটিন বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম থেকে শনি, প্রতিদিনই ক্লাস হবে। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে সকাল সাড়ে নটায়। সকাল ১০টা থেকে তাঁদের ক্লাস শুরু হবে। চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে সকাল সাড়ে দশটায়। ক্লাস শুরু হবে ১১টায়, চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত।


আরও পড়ুন: West Midnapur: মেদিনীপুর স্টেশনে ওভারব্রিজের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, ঘটনাস্থলেই মৃত্যু