বাচ্চু দাস, শিলিগুড়ি : বন দফতরের (Forest Department) নোটিস অমান্য করে জঙ্গলের মধ্যে বাড়ি তৈরির অভিযোগ। শিলিগুড়ি (Siliguri) লাগোয়া, ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় বেআইনি নির্মাণ ভেঙে দিল বন দফতর। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককে। 


ভেঙে দেওয়া হল বাড়ি


দু'দিক দিয়ে আঘাত করছে দৈত্যাকার দুই যন্ত্র। একটু একটু করে ভেঙে পড়ছে দোতলা বাড়ি। ভেঙে পড়ল গোটা বাড়ি নিমেষের মধ্যে। শিলিগুড়ি লাগোয়া, ফারাবাড়ি নেপালি বস্তি এলাকার বেআইনি নির্মাণ ভেঙে দিল বন দফতর। 


গভীর জঙ্গল। চারদিকে পশু পাখিদের আনাগোণা। অভিযোগ, সেখানেই বেআইনিভাবে বাড়িটি তৈরি করেন ধনবাহাদুর ছেত্রী নামে এক বাসিন্দা। প্রশাসনের তরফে দাবি, নিষেধ অমান্য় করে দোতলাও নির্মাণ করা হয়। তা ভেঙে ফেলার জন্য় একাধিকবার নোটিস পাঠানো হলেও সাড়া দেননি বাড়ির মালিক। শুক্রবার বৈকুণ্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের পক্ষ থেকে অভিযান চালানো হয়। ভেঙে দেওয়া হয় বাড়িটি। সরকারি নোটিশ অমান্য করে বাড়ি তৈরি করার জন্য ওই বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়।


বাড়ি ভেঙে দেওয়ার আগে বের করে দেওয়া হয় সব আসবাব। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয় বাড়ির মালিক ধনবাহাদুর ছেত্রীকে। সম্প্রতি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে, উত্তরাখণ্ডের জোশীমঠ। ঘর, দোকান, হোটেল, রাস্তা, সবকিছু গ্রাস করছে বিরাট বিরাট ফাটল! অবৈধ নির্মাণ, উপযুক্ত পরিকল্পনার অভাবই জোশীমঠের বিপদ ডেকে এনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সেই আশঙ্কা তৈরি হয়েছে দার্জিলিং, কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গা ঘিরেও। অবৈধ নির্মাণ যাতে কোনওভাবে পাহাড়ে কোনও বিপদ ডেকে না আনে সে ব্যাপারে বাড়তি উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। 


এই পরিস্থিতিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বৈকুণ্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জ। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গলের মধ্যে এভাবে অবৈধ নির্মাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তা ভেঙে দেওয়া হবে। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে গড়ে উঠছে এই সব বাড়ি ঘর? প্রশ্ন উঠছে। বন দফতরের বাড়ি ভাঙার এই কাজের সময় হাজির ছিল পুলিশ প্রশাসন। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও হাজির ছিলেন এই গোটা প্রক্রিয়া চলার সময়।


আরও পড়ুন- 'যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর', কড়া বার্তা হাইকোর্টের