মুম্বই: গত বছর মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর এবং নিক জোনাসের জীবনে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। চলতি বছরের একেবারে শুরুতেই ছিল তাঁর প্রথম জন্মদিন। মেয়ের প্রথম জন্মদিনে বিশেষ পোস্ট করেন বলিউডের দেশি গার্ল। কন্যা সন্তান জন্মের শুরুতেই প্রিয়ঙ্কা জানিয়েছিলেন যে, তাঁদের সন্তানের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। কিন্তু কেন সারোগেসির পদ্ধতি মাধ্যমে জন্ম হল তাঁদের সন্তানের? এতদিনে তা প্রকাশ্যে আনলেন প্রিয়ঙ্কা।
সন্তান প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া-
নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগেই জন্ম হয় প্রিয়ঙ্কা চোপড়ার কন্যা মালতীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানাচ্ছেন যে, জন্মের পর বেশ কিছুদিন এনআইসিইউতে থাকতে হয়েছিল সদ্যোজাতকে। আর সেই সময়টা মারাত্মক উদ্বেগের মধ্যে কেটেছে দুই তারকার। প্রিয়ঙ্কা বলছেন, 'আমি অপারেশন থিয়েটারে ছিলাম যখন মালতীর জন্ম হয়। ও খুব ছোট ছিল। আমার হাতের থেকেও ছোট ছিল জন্মের সময়। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হয় মালতী মেরির। আমরা ওর সঙ্গে প্রতিটা দিন হাসপাতালে কাটিয়েছিলাম। ও হয় আমার বুকে থাকত নাহলে আমার স্বামীর বুকে থাকত।'
সারোগেসি প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া-
কিন্তু সারোগেসিকেই কেন বেছে নিতে হল প্রিয়ঙ্কা চোপড়াকে? তিনি বলছেন, 'আমার বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। আমাদের দ্রুত কোনও পদক্ষেপ নিতে হত। আমি অত্যন্ত ভাগ্যবান যে, আমরা একজন ভালো সারোগেটকে পেয়েছিলাম। তিনি অত্যন্ত বুদ্ধিমান, দয়ালু, ভালোবাসায় ভরা, মজাদার মানুষ ছিলেন। তিনি আমাদের মূল্যবান উপহারকে ৬ মাস দেখাশোনা করেছিলেন।'
আরও পড়ুন - Anant-Radhika Engagement: হবু পুত্রবধূকে কীভাবে অম্বানি বাড়িতে স্বাগত জানানো হল? দেখুন ভিডিও
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু বিষয়টা যদি সন্তান কেন্দ্রিক হয়, তাহলে তিনি অত্যন্ত রক্ষণশীল। কন্যা সন্তানের ছবি যাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। অনেকেই তাঁদের সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়াকে কটাক্ষ করেছেন। প্রিয়ঙ্কা এবং নিকের কেরিয়ার এবং ব্যস্ততাকে দায়ী করেছেন। প্রিয়ঙ্কা বলছেন, 'আপনারা জানেন না ঠিক কী হয়েছিল। যেহেতু আমি আমার চিকিৎসাজনিত কোনও ব্যাখ্যা সামনে আনতে চাই না বা কন্যার চিকিৎসা সংক্রান্ত কোনও বিষয় এখনই খোলসা করতে চাই না, তাই লোকে যা খুশি তাই বলছে। এগুলি অত্যন্ত বেদনাদায়ক।'