West Bengal SIR Voter List Live Updates: মেসিকাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড বিধাননগরের সিপি
কোন কোন হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে কত নাম বাদ পড়তে পারে, তা নিয়েও চাঞ্চল্য়কর তথ্য় সামনে এসেছে নির্বাচন কমিশন সূত্রে
ABP Ananda Last Updated: 16 Dec 2025 02:26 PM
প্রেক্ষাপট
আজ প্রকাশিত হতে চলেছে, খসড়া ভোটার তালিকা। SIR-এ কত লক্ষ নাম বাদ গেল, জানা যাবে কালই। কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে, তা স্পষ্ট হয়ে যাবে বেলা ১২...More
আজ প্রকাশিত হতে চলেছে, খসড়া ভোটার তালিকা। SIR-এ কত লক্ষ নাম বাদ গেল, জানা যাবে কালই। কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে, তা স্পষ্ট হয়ে যাবে বেলা ১২ টা নাগাদই। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৫৮ লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে ।খসড়া ভোটার তালিকায় থাকতে চলেছে সাত কোটি আট লক্ষ ষোল হাজার ছশো একত্রিশ জনের নাম। কোন কোন হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে কত নাম বাদ পড়তে পারে, তা নিয়েও চাঞ্চল্য়কর তথ্য় সামনে এসেছে নির্বাচন কমিশন সূত্রে। তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি অবধি শুনানি এবং ভেরিফিকেশন চলবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live : মেসিকাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড বিধাননগরের সিপি
যুবভারতীকাণ্ডে বড় পদক্ষেপ। ডিজি রাজীব কুমারকে শোকজ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড বিধাননগরের সিপি। বিভাগীয় তদন্তেরও নির্দেশ।