রুমা পাল, কলকাতা : এই মুহূর্তে বিরাট খবর। যার প্রতীক্ষা ছিল এতদিনের। অবশেষে সামনে এল খসড়া ভোটার তালিকা। যে এসআইআর নিয়ে এত বিতর্ক, এত রাজনৈতিক আকচা আকচি , তার ফল এল সামনে। প্রকাশিত হল খসড়া তালিকা। 

Continues below advertisement

খসড়ায় কাদের নাম আছে, কাদের নাম বাদ, প্রকাশিত পুরো তালিকাই । আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, তাহলে ECINET অ্যাপে ক্লিক করলেই দেখা যাচ্ছে কাদের নাম আছে, কাদের নাম নেই। GOOGLE PLAY STORE থেকে DOWNLOAD করতে হবে ECINET অ্যাপ। 

সার্চ ইয়র নেম ইন ভোটার লিস্টে ক্লিক করুন। তখনই আপনার কাছে একটি পাতা খুলে যাবে। ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারবেন, এপিক নম্বর দিয়েও সার্চ করতে পারেন। তাহলেই আপনার সম্পর্কে সব তথ্য বেরিয়ে আসবে। যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে।   

Continues below advertisement

বাদ যাওয়া নামের তালিকায় নাম খুঁজবেন কীভাবে? 

খসড়া ভোটার তালিকায় নাম নেই কাদের? কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে নিজের নাম ও এপিক নম্বর দিলেই দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে করা যাচ্ছে ডাউনলোড-ও।  ceowestbengal.wb.gov.in/asd_sir - এ লগ ইন করলেই দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা । নিজের নাম, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে। ceowestbengal.wb.gov.in/asd_sir -এই লিঙ্কে ক্লিক করে। সঙ্গে রাখুন আপনার এপিক নম্বরটি । মনে রাখবেন, ওয়েবসাইটে লগ ইন করা বাধ্যতামূলক নয়। মনে রাখবেন, এবার বহু লক্ষ ভোটারের নাম বাদ পড়ে গিয়েছে । তাই নতুন ভোটার লিস্টে আপনার সিরিয়াল নম্বর বদলে যাবে।  অন্য রাজ্যেও কি আজই খসড়া তালিকা প্রকাশ?

১১ ডিসেম্বর এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিনে  পশ্চিমবঙ্গ বাদে ৫ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-সময়সীমা বৃদ্ধি করে কমিশন। বাড়তি সময় দেওয়া হয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগড়, তামিলনাডু এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জকে। কেরলকে আগেই বাড়তি সময় দেওয়া হয়েছিল। ফলে ৬ রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭ জায়গায় আজ প্রকাশ করা হচ্ছে না খসড়া ভোটার তালিকা। এর মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগড়, তামিলনাডু ও আন্দামান-নিকোবরে ১৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। কেরলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর।