অ্য়াডমিট কার্ড কি বিবেচ্য নাকি নয় ?             

Continues below advertisement

SIR-এর ক্ষেত্রে, মাধ্য়মিকের অ্য়াডমিট কার্ডকে বিবেচ্য় নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু, তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বলা হয়েছে, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্য়মিকের অ্য়াডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। কমিশনের বক্তব্য়, তারা মনে করে, মাধ্য়মিকের (দশম শ্রেণির) অ্য়াডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন করা সম্ভব নয়। তাহলে কী হবে, ইতিমধ্যেই যাঁরা এসআইআর শুনানিতে ডাক পেয়ে, প্রামাণ্য নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করেছেন, তাঁরা কী করবেন ? অনেকেই ধন্দে রয়েছেন এ বিষয়ে। এই দ্বিধা দূর করতে বিবৃতি জারি করল নির্বাচন কমিশন । 

ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁদের মূলত নো ম্যাপিং কিংবা এনুমারেশন ফর্মে তথ্যে অসঙ্গতি রয়েছে, তাদেরই  শুনানিতে ডাকা হচ্ছে।  কোনও ভোটার যদি নথি হিসাবে শুনানিতে গিয়ে শুধুমাত্র তাঁর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়ে থাকেন, তাহলে তা বৈধ হিসেবে মানা হবে না , কমিশনের নিয়ম অনুসারে।   তাঁদের আবার নথি জমা দিতে হবে।  কোন কোন নথি বৈধ, তার তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। 

Continues below advertisement

কী কী নতি গ্রহণযোগ্য ...............

  • কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র।
  • ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
  • বার্থ সার্টিফিকেট 
  • পাসপোর্ট   
  • মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট   
  • রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র
  • ফরেস্ট রাইট সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার
  • স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার
  • জমি অথবা বাড়ির দলিল।

যদি সশরীরে এসআইআর শুনানি কেন্দ্রে যেতে না পারেন ...

এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে।  তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কেউ যদি সশরীরে এসআইআর শুনানি কেন্দ্রে যেতে না পারেন, যোগাযোগ করে নিতে হবে বিএলও-র সঙ্গে। কীভাবে নথিপত্র বিএলওকে পৌঁছে দেবেন , তা জেনে নিন। সেক্ষেত্রে অবশ্যই বিএলও-র সঙ্গে আগে কথা বলে নিতে হবে। এরপর সব নথি খতিয়ে দেখবে কমিশন।