গত ১১ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ হল। ১৬ ডিসেম্বর, খসড়া তালিকা প্রকাশিত হবে। কিন্তু, সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে কী করবেন? অনেকগুলো প্রশ্নই এখন অনেককে ভাবাচ্ছে ,  নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে, তার প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করছে এবিপি আনন্দ। এর পর আর কারও দরজায় দরজায় ঘুরতে হবে না আপনাকে। জেনে নিন এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। যেমন অনেকেই ভাছেন, তাঁদের নাম যদি বাদ পড়ে যায় SIR প্রক্রিয়ায়! সত্যিই কি সব নথি জমা করা সত্ত্বেও কারও নাম বাদ পড়তে পারে? কী বলছে নির্বাচন কমিশন? চলুন জেনে নিই। 

Continues below advertisement

খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে?

প্রথম প্রশ্নটি অনেকের মনেই আসছে। খসড়া ভোটার তালিকায় কাদের নাম বাদ পড়বে? যাঁদের মৃত্যু  হয়েছে,তাঁদের নাম বাদ পড়বেই। এ কথা এখন সকলেরই জানা। এছাড়া  যাঁরা কোনও কারণে ফর্ম ফিল আপ করে জমা দেননি তাঁদের নাম লিস্টে থাকবে না। এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছিল কমিশন। সেটাও যাঁরা করেননি, তাঁদের নাম থাকবে না এই খসড়া তালিকায়। এছাড়া নির্বাচন কমিশন যাঁদের ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করেছে, তাদের নাম বাদ পড়বে। 

Continues below advertisement

যদি আপনার নাম না থাকে ? 

এবার আপনার  নাম কোনও কারণে নেই এই তালিকায়। প্রথমেই ভাবুন , আপনি কি ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন? আপনি ডুপ্লিকেট ভোটার নন তো? এসব যদি না-হয়, অথচ যদি আপনার নাম না থাকে, তাহলে কী করবেন আপনি, চলুন জেনে নিই।

নির্বাচন কমিশনের voters.eci.gov.in এবং  wbceo.wb.gov.in ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ECINET অ্য়াপেও এই তালিকা দেখা যাবে। এছাড়া BLO-র কাছ থেকেও আপনি জানতে পারবেন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। আটটা স্বীকৃত রাজনৈতিক দলকেও খসড়া ভোটার তালিকার সফট কপি দেওয়া হবে। সেখান থেকেও জেনে নিতে পারেন, আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা। এবার সেখানে যদি আপনার নাম না পান সেখানে, ফর্ম ৬-এর অ্যানেক্সার ৪ ফিলআপ করে জমা দিতে হবে। 

আগামী ষোলো তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেখানে যদি আপনার বা পরিবারের কারও নাম না থাকে, তাহলে এই পদ্ধতি মেনে নিন।