কলকাতা: ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। যাঁরা BLO-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই এই ফর্ম পূরণ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও কমিশনের অ্যাপ ECINET-এ মিলবে এই ফর্ম।
শনিবার পঞ্চম দিনে পড়ল ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR-এর এনুমারেশন পর্ব। এদিনও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে দেখা গেল বুথ লেভেল অফিসার বা BLO-দের।
এই এনুমারেশন পর্ব চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। তবে এরইমধ্যে BLO-র সঙ্গে যোগাযোগ করতে না পারা বা এনুমারেশন ফর্ম না পাওয়া নিয়ে অনেক জায়গাতেই বিভ্রান্তি ছড়িয়েছে।
এই পরিস্থিতিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য পোর্টাল ও বিশেষ অ্যাপ খুলে দিল নির্বাচন কমিশন। ফলে এখন যে কোনও ভোটার অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।
কিন্তু কীভাবে করবেন, সেই প্রক্রিয়া এবার একনজরে দেখে নেব-
প্রথমে আপনাকে যেতে হবে voters.eci.gov.in.এই ওয়েবসাইটে গেলে আপনার সামনে খুলে যাবে এই পেজ। ওপরের দিকে ডান দিকে SERVICE বলে একটি কলাম রয়েছে। এবার আপনাকে যেতে হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR 2026। সেখানে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নং বা ইমেল আইডি বা এপিক নম্বর দিতে হবে। সেখানে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করতে হবে।
তবে, যদি কোনও ভোটারের মোবাইল নম্বর EPIC কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে তারা তাৎক্ষণিকভাবে ফর্মটি পূরণ করতে পারবেন না। কমিশন একই ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল নম্বর এবং EPIC লিঙ্ক করার বিকল্প প্রদান করছে। সেই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে, ভোটাররা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। কিন্তু যদি EPIC নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্কবিহীন থাকে, তাহলে ভোটারদের এগিয়ে যাওয়ার আগে একই পোর্টালে উপলব্ধ ফর্ম 8 পূরণ করতে হবে।
অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়াটি অফলাইন ফর্ম পূরণের পদ্ধতির অনুরূপ; ভোটারদের নাম, ঠিকানা, নির্বাচনী এলাকা, অংশ নম্বর এবং সিরিয়াল নম্বরের মতো বিশদ লিখতে হবে যদি তাদের নাম ২০০২ সালের তালিকায় থাকে। যদি না থাকে, তবে নতুন ফর্মটি ব্যবহারকারীদের অফলাইন সংস্করণের মতো ধাপে ধাপে নতুন বিবরণ পূরণ করার সুযোগ দেয়।