West Bengal NEWS Live : বাংলাদেশি নৌসেনার ট্রলারের ধাক্কায় ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু ?
WB News Live : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন....
ABP Ananda Last Updated: 17 Dec 2025 09:11 PM
প্রেক্ষাপট
পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ. । ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি তদন্ত চলবে। নির্দেশে জানালেন বিচারপতি বসু।যুবভারতীতে ঢুকতে পারলেন না শুভেন্দু । বিধাননগর কমিশনারেটের সামনে...More
পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ. । ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি তদন্ত চলবে। নির্দেশে জানালেন বিচারপতি বসু।যুবভারতীতে ঢুকতে পারলেন না শুভেন্দু । বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভে বিরোধী দলনেতা । বিধাননগর কমিশনারেটের সামনে 'চোর চোর' স্লোগান শুভেন্দুর ।বাড়ি বাড়ি যান, পার্ট ধরে ধরে চেক করুন। ভবানীপুরে ৪৪ হাজার ভোটারের নাম বাদে এবার বিএলএ টুদের কড়া বার্তা তৃণমূলনেত্রীর। সব খুঁটিয়ে দেখার নির্দেশ। মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের বুথে বাদ পড়ল ১২৭জনের নাম।শুভেনদুর নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে বাদ ১১।কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ অসঙ্গতিপূর্ণ ভোটার। শুধু দঃ ২৪ পরগনাতেই ১৬ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ১১ লক্ষ। তারপরেই মুর্শিদাবাদ।সাত সকালে হুগলির রিষড়ায় ইডির অভিযান। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ব্য়বসায়ী কৈলাস কুমার ভার্মার বাড়িতে তদন্তে আসেন ইডির আধিকারিকরা। তিনটি গাড়িতে CISF নিয়ে পাঁচজন ইডি আধিকারিক আসেন ব্য়বসায়ীর বাড়িতে। সূত্রের খবর, হাওয়ালা কারবারে যুক্ত ওই ব্য়বসায়ী। অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান বলে সূত্রের খবর।মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের বুথে বাদ পড়ল ১২৭ জনের নাম।শুভেন্দুর নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ১১জন বাদ।অবশেষে প্রকাশ্যে এল খসড়া ভোটার তালিকা, মৃত-সহ বাদ গেল ৫৮ লক্ষের নাম। ২৩ ডিসেম্বর থেকে শুরু হেয়ারিং। ডাক পাবেন ৩০ লক্ষ নন-ম্যাপড ভোটার
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live: বাংলাদেশি নৌসেনার ট্রলারের ধাক্কায় ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু ?
বাংলাদেশি নৌসেনার ট্রলারের ধাক্কায় ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু ? 'বাংলাদেশি নৌসেনা কিংবা উপকূলরক্ষী বাহিনীর ট্রলারের ধাক্কা'। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে কাকদ্বীপের ২ মৎস্যজীবীর মৃত্যু। এখনও পর্যন্ত কাকদ্বীপের ৩ মৎস্যজীবী নিখোঁজ, উদ্ধার ১১।