কলকাতা: SIR নিয়ে তীব্র সংঘাত! তারই মাঝে আজ CEO দফতরে ডেপুটেশন দিতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত ভোটার তালিকা থেকে মৃতদের নাম দেওয়ার দাবি থেকে শুরু করে, কোনও কোনও ক্ষেত্রে, BLO-দের ওপর শাসক প্রভাবের বিষয়েও ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসারও দাবি জানাবেন তিনি। বেশ কিছু অনিয়ম হচ্ছে, তালিকা নিয়ে CEO দফতরে যান বিরোধী দলনেতা।  

Continues below advertisement

বিজেপি নেতা-কর্মীদের কর্মসূচির উল্টোদিকে পৌঁছে গেলেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এরপর CEO দফতরের সামনে উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী BLO সংগঠনের। তাঁরাও ডেপুটেশন দেবেন, দাবি তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির।  বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী সংগঠনের। বারবার পুলিশের ব্যারিকেডে ধাক্কা, ধস্তাধস্তি।                           

এদিকে, এদিন এনুমারেশন ফর্মের একাংশের ডিজিটাইজেশনে জালিয়াতির অভিযোগ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, 'আইপ্যাকের এত সাহস হয় কী করে, ডেটা এন্ট্রি-সহ এর মধ্যে ঢুকেছে। এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। CBI-কে আনুন। জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন। BLO-রা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে জুড়তে। মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতের নাম অন্তত কয়েক লক্ষ, বিরাট সংখ্যায় এই ৫ কোটি ৫০ থেকে ১ কোটি ৭৫, ১২৫-এ রাখা হয়েছে।' 

Continues below advertisement

শুভেন্দু অধিকারী যখন ভিতরে বৈঠক করেন, তখন বাইরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন BLO অধিকার রক্ষা কমিটি। তাঁদের তরফে বলা হয়, BLO-দের মৃত্যুর দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে। দফতরের বাইরে তৃণমূলপন্থীদের এই বিক্ষোভ নিয়েও CEO-র কাছে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী।                                     

শুভেন্দু অধিকারী বলেন, 'যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে। আপনাদের অফিস শিফট হচ্ছে শুনেছি। আপনার অফিসকে CAPF দিয়ে প্রোটেকশন দিতে হবে। যাতে আমরা যেতে আসতে পারি।'