সুনীত হালদার, হাওড়া : SIR-এর কাজের চাপে ফের এক BLO-র অসুস্থ হওয়ার অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড়ে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে কাঁকুড়গাছির সুশ্রুষা নার্সিংহোমে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হওয়ার পর ডোমজুড় বিধানসভার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের BLO-র দায়িত্ব দেওয়া হয় স্থানীয় মাকড়দহ রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষককে। পরিবার সূত্রে খবর, গত বছরের মাঝামাঝি থেকে পায়ের বুড়ো আঙুলে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ এবং বাড়ি বাড়ি হেঁটে যাওয়ার ফলে BLO অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের পায়ের সংক্রমণ বেড়ে যায় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। অবস্থার অবনতি হলে গতকাল ডোমজুড়ের ওই BLO-কে নার্সিংহোমে ভর্তি করা হয়। এই ঘটনাকে হাতিয়ার করে ফের SIR ইস্যুতে সুর চড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে দুষেছে শাসক দল। এখনও পর্যন্ত এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।
বাংলায় SIR - এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিএলও- দের অসুস্থ হওয়ার খবর আসছে বিভিন্ন জেলা থেকে। অভিযোগ, SIR - এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও- রা। এমনকি কয়েকজন বিএলও- র মৃত্যুও হয়েছে SIR - এর কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে, এমনটাই অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। কোথাও হাউহাউ করে কাঁদছেন বিএলও। কোথাও বা কাজের অত্যধিক চাপের কথা বলছেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন এক AERO অর্থাৎ অ্যাসিসট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার।
পিংলা বিডিও অফিসের কর্মী চণ্ডীপুরের হাঁসচড়ার বাসিন্দা বিবেকানন্দ পাল। বাড়িতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। প্রথমে নিয়ে যাওয়া হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। এরপর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় ওই ব্যক্তিকে। কলকাতায় এনে তাঁকে ভর্তি করা হয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। SIR- এর কাজের চাপেই অসুস্থ হয়েছে বিবেকান্দ পাল, দাবি AERO-র সহকর্মীদের। SIR- এর কাজের চাপের জন্য উদ্বিগ্ন ছিলেন এই ব্যক্তি, অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের। পিংলার বিডিও অফিসে সুপারভাইজার হিসেবে SIR- এর কাজ সামলাচ্ছিলেন এই AERO বিবেকান্দ পাল। তাঁর সহকর্মীদের দাবি SIR- এর কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন বিবেকানন্দবাবু। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বলেও দাবি করেছেন সহকর্মীরা।