কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : অসুস্থ হয়েও SIR-এর কাজ করছেন BLO ! পূর্ব বর্ধমানের ভাতারে SIR-এর কাজের চাপে এক BLO- র অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, অসুস্থ হওয়ার পরও ফর্ম ডিজিটাইজেশন-সহ অন্যান্য কাজ করছেন ওই BLO. ১৯ নম্বর বুথের BLO-কে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে সকালেই ফের BLO-র কাজে যোগ দেন রমেন্দ্রনাথ রায়। কাজের চাপেই অসুস্থ হয়েছিলেন, অভিযোগ BLO-র পরিবারের।
ভাতার বিধানসভার ১৯ নম্বর বুথের বিএলও রমেন্দ্রনাথ রায়। গত একমাস ধরেই কাজ করছেন তিনি। কিন্তু গতকাল রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘোরা, বমি ভাব এইসব উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। অসুস্থ হওয়ার পর গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় বিএলও রমেন্দ্রনাথ রায়। আজ সকালে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপরই কাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন এই বিএলও। স্থানীয় মানুষদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন রমেন্দ্রনাথ রায়। শুধু করেছেন ফর্ম ডিজিটাইজেশনের কাজও।
জানা গিয়েছে, এসআইআর- এর কাজ করতে গিয়ে অনেক সমস্যারই সম্মুখীন হতে হচ্ছে বিএলও রমেন্দ্রনাথ রায়কে। ভাতার বিধানসভার ১৯ নম্বর বুথের বেশিরভাগ বাসিন্দাই সকালে কাজ করতে মাঠে চলে যান। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য সন্ধেবেলার সময়কেই বেছে নিতে হচ্ছে বিএলও- কে। এরপর রাতে বাড়ি ফিরে অনেক রাত্রি পর্যন্ত জেগে ফর্ম ডিজিটাইজেশনের কাজও করতে হচ্ছে তাঁকে। সেই কাজে রয়েছে অন্য রকমের সমস্যা। যেহেতু ওই এলাকায় দুরন্ত গতির ইন্টারনেট পরিষেবা সবসময় উপলব্ধ নয়, তাই ধীর গতির ইন্টারনেটের উপর ভরসা করেই ফর্ম ডিজিটাইজেশনের কাজ করতে হচ্ছে বিএলও রমেন্দ্রনাথ রায়কে। সময়ও লাগছে অনেকটাই বেশি।
বিএলও- র পরিবারের অভিযোগ, রাতের পর রাত জেগে কাজ করায়, অতিরিক্ত চাপে, পরিশ্রমেই অসুস্থ হয়ে পড়েছিলেন রমেন্দ্রনাথবাবু। তবে সামান্য সুস্থ হওয়ার পরেই কাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন তিনি। এসআইআর- এর কাজ নিয়ে পৌঁছে গিয়েছেন স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি। তাঁদের হাতে তুলে দিয়েছেন এনুমারেশন ফর্ম। শুরু করে দিয়েছেন ফর্ম ডিজিটাইজেশনের কাজও।
অন্যদিকে, আজ বাড়ল SIR প্রক্রিয়ার সময়সীমা। পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যেই পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন। পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। বাড়ল SIR প্রক্রিয়ার সময়সীমা। ৭ দিন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। ৭ ফেব্রুয়ারির বদলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা। বাড়ল SIR প্রক্রিয়ার সময়সীমা। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব।