কলকাতা : এনুমারেশন ফর্ম বিলি। সেই ফর্মে তথ্য জমা পড়ার পর SIR-এর খসড়া তালিকাও প্রকাশ হয়ে গেল আজ। অথচ, এখনও বিচিত্র সব অভিযোগ সামনে আসছে। এই যেমন, বেহালা পশ্চিমে ফর্মই না পাওয়ার অভিযোগ তুলেছেন একাধিক ভোটার। কেউ বলছেন, '২০২৫-র তালিকায় নাম আছে, তাও আসেনি এনুমারেশন ফর্ম।' কেউ আবার জীবিত থাকা সত্ত্বেও ফর্ম আসেনি। মৃত ভোটারের লিস্টে নাম চলে যাওয়ার আশঙ্কা ২৩ ভোটারের। ২০ জন ভোটারের সমস্যা উল্লেখ করে ERO-কে চিঠি দিয়েছেন মেয়র পারিষদ। 

Continues below advertisement

অভিযোগকারী ভোটার সুজিত নাগ চৌধুরী বলেন, "২০০২-তে আছে, ২০২৫-এও আছে। এবার ফর্মই পাইনি। আমার-আমার স্ত্রীর ছিল, আমাদের কারো আসেনি। আমি জানি না আমি মৃত কি না, কিন্তু আমি তো সশরীরে জীবিত একদম। ফর্মই পাইনি, তো ফিলআপ করব কী করে !" অপর এক অভিযোগকারী ভোটারের ছেলে গৌর পাল বলেন, "মায়ের ফর্ম আসেনি। মা-কে মৃত দেখিয়েছে। আর বাবা মারা গেছেন। বাবার ফর্মটা এসেছে। সেটা আমরা বিএলও-র হাতে ফিলআপ করে তুলে দিয়েছি। মানে, মৃত বলে যেভাবে তথ্য দিত হয় সেভাবে। সঙ্গে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। বাকি পরিবারের সবার এসেছে। খালি মা-কে মৃত দেখিয়ে দিয়েছে। আমার এসেছে। জমা করেছি। পরিবারের সকলের জমা করেছি। শুধু মা বাদ দিয়ে।" অভিযোগকারিণী ভোটার অন্নপূর্ণ পাল বলেন, "আমার তো নাম আসেনি। আমার তো সেই চিন্তা করে করে শরীর খারাপ হয়ে যাচ্ছে খুব। কেন আসছে না ! সবার এল, আর আমার কেন এল না ? আমাকে মৃত ঘোষণা করল কেন ?" 

এদিকে পশ্চিমবঙ্গ SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইন্সটিটিউশনে কর্তব্যরত এক BLO বলেন, "কারো নাম বাদ যায়নি সেভাবে। এরকম যদি কেউ থাকেন, যে তাঁরা ফর্ম দেননি, সেক্ষেত্রে তাঁর নাম বাদ গিয়েছে। কিন্তু, কেউ যদি ফর্ম জমা করে থাকেন, তাহলে সেই নাম বাদ যাওয়ার কোনও কারণ নেই। হয় জমা দেননি, বা মারা গিয়েছেন...এই ২ ক্যাটেগরি ছাড়া প্রত্যেকের নাম আছে"। যদি নাম না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কী ? BLO বলেন, "নাম না থাকলে ফর্ম ৬ দিয়ে নতুন করে আবেদন করতে হবে। কোনও কারণে হয়তো ফর্ম জমা করা হয়নি, বাইরে ছিলেন। তাঁরা আবার নতুন করে আবেদন করবেন ফর্ম 6 দিয়ে। আর যাদের নাম আছে তাঁদের কোনও সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে, তাঁদের পরবর্তীকালে Enquiry-তে ডাকা হবে। সেটার বিস্তারিত তথ্য এখনও আমাদের কাছে নেই। "

Continues below advertisement