কলকাতা: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা (Heat Wave)। এরই মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ, শুক্রবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা (South Bengal Rain Forecast)। 


ঝেঁপে আসছে বৃষ্টি: সপ্তাহ শেষে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। এবার মিলল আরও কিছুটা স্বস্তির খবর। দক্ষিণবঙ্গের মূলত ৫ জেলায় হতে পারে বৃষ্টি। সন্ধের পর  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। 


দক্ষিণবঙ্গের আবহাওয়া



  • আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও  বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়। তবে পাশাপাশি বলা হয় সন্ধের পর বৃষ্টি হতে পারে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম,মুর্শিদাবাদে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

  • শনিবার তাপপ্রবাহ থাকবে চার জেলায়। বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের আবার কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইতে পারে।

  • রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

  • সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাপমাত্রাও কমবে কিছুটা।


উত্তরবঙ্গের আবহাওয়া


দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের ৬ জেলাতে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ঝড় হওয়ার আশঙ্কাও আছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের পূর্বাভাস। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Mamata Banerjee: 'অনেক চাকরি খেয়েছেন, জনগণের আদালতে বিচার হবে' মমতার নিশানায় কে?