west Bengal News Live Update : আজই 'দাগি'দের তালিকা প্রকাশ করবে SSC, কীভাবে জানা যাবে?

SSC-কে সতর্ক করে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, কোনওভাবেই যাতে দাগিরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে।  

ABP Ananda Last Updated: 30 Aug 2025 04:09 PM

প্রেক্ষাপট

৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। শনিবারই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। শুক্রবার সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন SSC-এর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বারবার SSC-কে সতর্ক...More

 WB News Live : নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণ সাহার

 নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণ সাহার। নতুন তথ্য নিয়ে ফের জেরা করতে চায় ED.